Ajker Patrika

দুদকে হাজিরা দিলেন বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী রুপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৩ মে ২০২৩, ১৯: ৫০
Thumbnail image

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয়ে হাজিরা দিয়েছেন। আয়-বহির্ভূত সম্পদের বিবরণী যাচাইয়ে তাঁকে, তাঁর মা ও বোনকে তলব করে দুদক। পরিবারের পক্ষে দুদক কার্যালয়ে যান রুপন। রুপন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎসবিষয়ক সম্পাদক প্রয়াত আহসান হাবিব কামালের পুত্র।

আজ বুধবার দুপুর ১২টার দিকে রুপন পরিবারের পক্ষে দুদক কার্যালয়ে যান। দুদকের দেওয়া তথ্যে রুপনসহ মা ও বোনের নামে থাকা রিভার আইল্যান্ড ইন্টিগ্রেশন লিমিটেড কোম্পানির মূলধনের উৎস-সংক্রান্ত কাগজপত্র, আয়কর নথি, স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য চাওয়া হয়েছে।

এ প্রসঙ্গে রুপন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের একজন প্রার্থী সরাসরি মাঠে নেমেছেন, প্রচারণা চালাচ্ছেন। তাঁর জন্য কোনো ধরনের বিধিনিষেধ নেই। অপর দিকে আমার মতো একজন স্বতন্ত্র প্রার্থী দুদকের চাপে রয়েছে। সম্পদের তথ্য চেয়ে দুদক শুধু আমাকেই নয়, আমার মা ও বোনকেও তলব করেছে। এখানে আমার বাবা ও দাদার সময়কার সম্পত্তির হিসাব দিতে বলা হয়েছে। এটা কোনো আইনে দিতে হবে আমি জানি না। আমি ২০০৪ সাল থেকে আয়কর দিয়ে আসছি।’

রুপন অভিযোগ করেন, এই সরকার চাচ্ছে না ১৪ দল ব্যতীত কেউ নির্বাচনে অংশগ্রহণ করুক। কারণ, এতে তাদের জনপ্রিয়তার মানদণ্ড কী, সেটা জনসম্মুখে উন্মোচন হবে।

এ ব্যাপারে দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন, রুপনের পরিবারের সম্পদ বিবরণী তথ্যের কিছু বিষয়াদি দিতে বলা হয়েছিল। এর জন্যই তাঁকে ডাকা হয়েছিল এবং তদন্তের স্বার্থে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত