আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে কিশোর গ্যাং লিডার মো.: ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নবাসী উদ্যোগে এই মানববন্ধন করা হয়। হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম নুর ইসলাম তালুকদারের ছেলে মাজহারুল ইসলাম নবাব তালুকদারের কাছে কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অস্বীকার করেন নবাব তালুকদার। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং লিডার ত্বোহা ও তার লোকজন গত ১৩ মার্চ নবাব তালুকদারকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে।
এ ঘটনায় গত ১৬ মার্চ নবাব তালুকদার বাদী হয়ে ইসফাক আহম্মেদ ত্বোহাকে প্রধান আসামি করে চারজনের নামে বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো.: নাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে (আমতলী সার্কেল) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিকে কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন।
মামলার বাদী মো. মাজহারুল ইসলাম নবাব তালুকদার বলেন, ‘কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আমাকে গত ১৩ মার্চ আমতলী সরকারি কলেজের সামনে থেকে তুলে পানি উন্নয়ন বোর্ড এলাকায় নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে। আমি এ ঘটনায় বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা করেছি। কিন্তু মামলার ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেপ্তার করছে না।’
কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা চাঁদা দাবি ও মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে প্রতিহত করতে মিথ্যা মামলা দিয়েছেন।’
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার আমতলীতে কিশোর গ্যাং লিডার মো.: ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নবাসী উদ্যোগে এই মানববন্ধন করা হয়। হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম নুর ইসলাম তালুকদারের ছেলে মাজহারুল ইসলাম নবাব তালুকদারের কাছে কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অস্বীকার করেন নবাব তালুকদার। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং লিডার ত্বোহা ও তার লোকজন গত ১৩ মার্চ নবাব তালুকদারকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে।
এ ঘটনায় গত ১৬ মার্চ নবাব তালুকদার বাদী হয়ে ইসফাক আহম্মেদ ত্বোহাকে প্রধান আসামি করে চারজনের নামে বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো.: নাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে (আমতলী সার্কেল) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিকে কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন।
মামলার বাদী মো. মাজহারুল ইসলাম নবাব তালুকদার বলেন, ‘কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আমাকে গত ১৩ মার্চ আমতলী সরকারি কলেজের সামনে থেকে তুলে পানি উন্নয়ন বোর্ড এলাকায় নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে। আমি এ ঘটনায় বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা করেছি। কিন্তু মামলার ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেপ্তার করছে না।’
কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা চাঁদা দাবি ও মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে প্রতিহত করতে মিথ্যা মামলা দিয়েছেন।’
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট সিসা কার্তুজ, তিন রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল রয়েছে।
১৬ মিনিট আগেহরিপুরে মো. মর্তুজা (৪৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার তোররা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগেবরিশালের মুলাদীতে মরিয়ম (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরীর পরিবার বলছে, কীটনাশক পান করে সে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে