আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে কিশোর গ্যাং লিডার মো.: ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নবাসী উদ্যোগে এই মানববন্ধন করা হয়। হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম নুর ইসলাম তালুকদারের ছেলে মাজহারুল ইসলাম নবাব তালুকদারের কাছে কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অস্বীকার করেন নবাব তালুকদার। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং লিডার ত্বোহা ও তার লোকজন গত ১৩ মার্চ নবাব তালুকদারকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে।
এ ঘটনায় গত ১৬ মার্চ নবাব তালুকদার বাদী হয়ে ইসফাক আহম্মেদ ত্বোহাকে প্রধান আসামি করে চারজনের নামে বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো.: নাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে (আমতলী সার্কেল) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিকে কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন।
মামলার বাদী মো. মাজহারুল ইসলাম নবাব তালুকদার বলেন, ‘কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আমাকে গত ১৩ মার্চ আমতলী সরকারি কলেজের সামনে থেকে তুলে পানি উন্নয়ন বোর্ড এলাকায় নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে। আমি এ ঘটনায় বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা করেছি। কিন্তু মামলার ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেপ্তার করছে না।’
কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা চাঁদা দাবি ও মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে প্রতিহত করতে মিথ্যা মামলা দিয়েছেন।’
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার আমতলীতে কিশোর গ্যাং লিডার মো.: ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নবাসী উদ্যোগে এই মানববন্ধন করা হয়। হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম নুর ইসলাম তালুকদারের ছেলে মাজহারুল ইসলাম নবাব তালুকদারের কাছে কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অস্বীকার করেন নবাব তালুকদার। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং লিডার ত্বোহা ও তার লোকজন গত ১৩ মার্চ নবাব তালুকদারকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে।
এ ঘটনায় গত ১৬ মার্চ নবাব তালুকদার বাদী হয়ে ইসফাক আহম্মেদ ত্বোহাকে প্রধান আসামি করে চারজনের নামে বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো.: নাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে (আমতলী সার্কেল) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এদিকে কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন।
মামলার বাদী মো. মাজহারুল ইসলাম নবাব তালুকদার বলেন, ‘কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আমাকে গত ১৩ মার্চ আমতলী সরকারি কলেজের সামনে থেকে তুলে পানি উন্নয়ন বোর্ড এলাকায় নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে। আমি এ ঘটনায় বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা করেছি। কিন্তু মামলার ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেপ্তার করছে না।’
কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা চাঁদা দাবি ও মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে প্রতিহত করতে মিথ্যা মামলা দিয়েছেন।’
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে