Ajker Patrika

বরিশালে বিএনপির ১৪ নেতা-কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২১: ১৬
বরিশালে বিএনপির ১৪ নেতা-কর্মী কারাগারে

পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বরিশালে বিএনপির ১৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার বিএনপির নেতা-কর্মীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফ উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

নেতা-কর্মীরা হলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক সাবু, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান, কৃষক দলের মহসিন আলম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা প্রমুখ।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত ৩ জানুয়ারি নগরীর অশ্বিনীকুমার হলের সামনে বিএনপি লিফলেট বিতরণ করে। এ সময় পুলিশ এসে লাঠিপেটা ও নেতা-কর্মীদের ধরপাকড় করে।

পরে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়। অভিযুক্তরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। মেয়াদ শেষে আজ (সোমবার) নিম্ন আদালতে হাজির হলে ১৪ জনকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

পাহাড়সম প্রত্যাশার পথে ভুল আর বাধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত