আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটো গাড়ির স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার লাউপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন জলিল মৃধা (৩৬), এমাদুল (২৫), রিপন মৃধা (৫০) ও রাজিব ফকির (৩২)। তাঁদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, তালতলী উপজেলার লাউপাড়া বাজারের ব্যাটারিচালিত অটো গাড়ির সিরিয়াল নিয়ে জলিল মৃধা ও রাজিব ফকিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে চারজন আহত হন। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
আহত রিপন মৃধার ভাইয়ের ছেলে হৃদয় মৃধা বলেন, ‘রাজিব ফকির বিএনপির ২০-২৫ জন নেতা-কর্মী নিয়ে আমার চাচার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তাতে চাচাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।’
আহত রাজিব ফকিরের বন্ধু ইলিয়াস ফরাজী বলেন, জলিল মৃধার ভাইয়ের ছেলে লাউপাড়া বাজারে অটো গাড়ির সিরিয়াল ভেঙে গাড়ি চালাতে চেষ্টা করেন। তাতে বাধা দিলে জামাল নামের একজনকে মারধর করা হয়। এর প্রতিবাদ করলে রাজিবকে কুপিয়ে জখম করা হয়।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইয়েদি হাসান সোহাগ বলেন, গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার তালতলীতে ব্যাটারিচালিত অটো গাড়ির স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার লাউপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন জলিল মৃধা (৩৬), এমাদুল (২৫), রিপন মৃধা (৫০) ও রাজিব ফকির (৩২)। তাঁদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, তালতলী উপজেলার লাউপাড়া বাজারের ব্যাটারিচালিত অটো গাড়ির সিরিয়াল নিয়ে জলিল মৃধা ও রাজিব ফকিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে চারজন আহত হন। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।
আহত রিপন মৃধার ভাইয়ের ছেলে হৃদয় মৃধা বলেন, ‘রাজিব ফকির বিএনপির ২০-২৫ জন নেতা-কর্মী নিয়ে আমার চাচার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তাতে চাচাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।’
আহত রাজিব ফকিরের বন্ধু ইলিয়াস ফরাজী বলেন, জলিল মৃধার ভাইয়ের ছেলে লাউপাড়া বাজারে অটো গাড়ির সিরিয়াল ভেঙে গাড়ি চালাতে চেষ্টা করেন। তাতে বাধা দিলে জামাল নামের একজনকে মারধর করা হয়। এর প্রতিবাদ করলে রাজিবকে কুপিয়ে জখম করা হয়।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইয়েদি হাসান সোহাগ বলেন, গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই বিপ্লবে চোখ হারানো দ্বীপ মাহবুব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থ
২ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ গতকাল রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদের পানি বৃদ্ধি পেয়েছে। নদের বাঁধ উপচে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা-বাগানের বেশ কিছু অংশ তলিয়ে গেছে। একই সঙ্গে চা-শ্রমিকদের প্রায় অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় নদের
১০ মিনিট আগেবরিশাল সরকারি নার্সিং কলেজের ছাত্রীনিবাসের ছাদের পলেস্তারা খসে এক ছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করে প্রতিবাদ জানান তাঁরা। এ সময় আট দফা দাবি তুলে ধরেন নার্সিং শিক্ষার্থীরা। পরে ছাত্রীনিবাসের উন্নয়নে তিন দিনের সময় বেঁধে দেওয়
১৫ মিনিট আগেমির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দল জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না। তবে কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ তাদের দুরভিসন্ধি সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৮ মিনিট আগে