Ajker Patrika

বাগেরহাটে দেড় কোটি টাকা ঋণ পেলেন ৩২ নারী উদ্যোক্তা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা
বাগেরহাটে নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে ৩২ জন নারী উদ্যোক্তার মধ্যে ১ কোটি ৬১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার বাগেরহাট চিংড়ি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে উদ্যোক্তাদের এক সমাবেশে এই ঋণের চেক বিতরণ করা হয়।

রূপালী ব্যাংক বাগেরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোল্যা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস. এম. হাসান রেজা।

উপস্থিত ছিলেন–বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সুকুমার রায়, জনতা ব্যাংক পিএলসি বাগেরহাটের এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট অঞ্চলের মুখ্য ব্যবস্থাপক (ডিজিএম) দেবদাস সরকার, অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের বাগেরহাটের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান বিপুল মণ্ডল প্রমুখ।

আয়োজকেরা জানান, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত ও তাদের স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে এই ঋণ প্রদান করা হয়েছে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা হলে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল হবে। এ জন্য সকল ব্যাংক কর্তৃপক্ষকে নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার অনুরোধ জানান আয়োজকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ