Ajker Patrika

ছুটি নিয়ে বিশৃঙ্খলতা এড়াতে শ্রমিকদের প্রতি বিজিএমইএ'র অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
ছুটি নিয়ে বিশৃঙ্খলতা এড়াতে শ্রমিকদের প্রতি বিজিএমইএ'র অনুরোধ

ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান পবিত্র ঈদে ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে যেকোনো প্রকার বিভ্রান্তি ও বিশৃঙ্খলা এড়িয়ে চলার জন্য গার্মেন্টস শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতির বিষয়ে সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, শ্রমিকরা ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে যেকোনো প্রকার বিভ্রান্তি ও বিশৃঙ্খলা এড়িয়ে চলুন। এবারের ঈদে আপনারা গ্রামে যাওয়া থেকে বিরত থেকে কর্মস্থলের কাছাকাছি অবস্থান করে ঈদ উদযাপন করুন। আপনাদের এই ত্যাগ স্বীকারের মাধ্যমে রক্ষা পাবে আমাদের সকলের জীবন ও জীবিকা।

তিন বলেন, করোনার এই দুর্যোগে আমাদের সবাইকে সাবধানতা অবলম্বনের পাশাপাশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
বিজিএমইএ সভাপতি বলেন, ছুটি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিছু কারখানায় বিচ্ছিন্নভাবে শ্রম অসন্তোষ ঘটেছে, যা দুঃখজনক। শ্রমিকরা উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যেতে চাইবেন, এটাই স্বাভাবিক। এ ব্যাপারে আমাদের উদ্যোক্তাদেরও দ্বিমত নেই। কিন্তু এবারের বাস্তবতা ভিন্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত