পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে এক রিকশাচালকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানার পুলিশ। তবে ঘটনাস্থলে তাঁর ব্যাটারিচালিত রিকশাটি পাওয়া যায়নি।
নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, সাব্বিরের মাথা পুরোপুরি থেঁতলে গেছে। স্বজনদের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সাব্বিরকে হত্যা করে দুর্বৃত্তরা ওদনকাঠি গ্রামে ইটের রাস্তার পাশে লাশ ফেলে রিকশাটি নিয়ে গেছে।
পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় বাসিন্দারা সাব্বিরের মরদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেন। পরে পিরোজপুর সদর থানার পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত সাব্বিরের বাবা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন সাব্বির। এরপর রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁর মোবাইল ফোনে কল করেন। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করে ব্যর্থ হন। এরপর সকালে সাব্বিরের মরদেহ দেখে সেটি শনাক্ত করেন। তবে ঘটনাস্থলে তাঁর রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাব্বিরের রিকশাটি নেওয়ার জন্য কিংবা মাদকসংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে।
সাব্বির মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদ্ঘাটন করা যায়নি। তবে পুলিশ কাজ করছে।
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে এক রিকশাচালকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানার পুলিশ। তবে ঘটনাস্থলে তাঁর ব্যাটারিচালিত রিকশাটি পাওয়া যায়নি।
নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, সাব্বিরের মাথা পুরোপুরি থেঁতলে গেছে। স্বজনদের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সাব্বিরকে হত্যা করে দুর্বৃত্তরা ওদনকাঠি গ্রামে ইটের রাস্তার পাশে লাশ ফেলে রিকশাটি নিয়ে গেছে।
পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় বাসিন্দারা সাব্বিরের মরদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেন। পরে পিরোজপুর সদর থানার পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত সাব্বিরের বাবা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন সাব্বির। এরপর রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁর মোবাইল ফোনে কল করেন। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁরা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করে ব্যর্থ হন। এরপর সকালে সাব্বিরের মরদেহ দেখে সেটি শনাক্ত করেন। তবে ঘটনাস্থলে তাঁর রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাব্বিরের রিকশাটি নেওয়ার জন্য কিংবা মাদকসংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে।
সাব্বির মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদ্ঘাটন করা যায়নি। তবে পুলিশ কাজ করছে।
রাজশাহীতে রেলপথ আটকে রেখে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছয় দফা দাবিতে আজ বুধবার দুপুর থেকে নগরের ভদ্রা এলাকায় রেলপথ অবরোধ করে রেখেছেন তাঁরা। এতে তিনটি ট্রেন আটকে পড়েছে। ট্রেনগুলো রাজশাহী ঢুকতে পারছে না। অবরোধের ফলে কার্যত রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
২৮ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদ ও কুয়েট ভিসি পদত্যাগের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেখুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬য় দফা দাবিতে ট্রেন আটকে দেওয়ার ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
১ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুরে র্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুর্গাপুর উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান চালায় র্যাব-৫। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে