নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সিগারেটসহ সব তামাকপণ্যের দাম বাড়ানোর দাবিতে আজ বুধবার দেশব্যাপী ভার্চ্যুয়াল মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে দাম বাড়িয়ে তামাককে তরুণ ও স্বল্প আয়ের মানুষদের ক্রয়ক্ষমতার বাইরে নেওয়ার দাবি জানান তাঁরা।
টোব্যাকো ফ্রি উই–এর সহযোগিতায় তামাকবিরোধী সংগঠন ঢাকা আহছানিয়া মিশন, ভয়েস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, উন্নয়ন সমন্বয়, ডর্প এবং প্রজ্ঞা সম্মিলিতভাবে এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা নিজেদের অবস্থান থেকে ‘তামাকপণ্যে বাড়লে কর–বাঁচবে তরুণ, দেশ হবে স্বনির্ভর’ এবং ‘দাম বাড়ান তামাকের, জীবন বাঁচান আমাদের’ ফেস্টুন হাতে ছবি তুলে তাঁদের নিজস্ব ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করে আপলোড করেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেলে অর্থনৈতিকভাবে আমরা আরও বেশি স্বাবলম্বী হতে পারব।’
বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দরিদ্র মানুষ যেন তামাকপণ্য ক্রয় করতে না পারে, তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে তামাকের দাম বাড়াতে হবে।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের জানিয়েছেন, ‘আমাদের তামাক কর কাঠামো ঢেলে সাজাতে হবে এবং এ ক্ষেত্রে তামাকপণ্যে সুনির্দিষ্ট করারোপপদ্ধতি হতে পারে একটি কার্যকর উপায়।’
তামাকবিরোধী সংগঠনগুলোর দাবি, তামাক কর ও দাম বাড়ালে প্রায় ১১ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবেন। দীর্ঘ মেয়াদে ৩ লাখ ৯০ হাজার বর্তমান ধূমপায়ী এবং ৪ লাখ তরুণের অকালমৃত্যুরোধ সম্ভব হবে এবং সিগারেট থেকে সম্পূরক শুল্ক, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং ভ্যাট বাবদ সরকারের অতিরিক্ত আয় হবে ৩ হাজার ৪০০ কোটি টাকা।
ঢাকা: সিগারেটসহ সব তামাকপণ্যের দাম বাড়ানোর দাবিতে আজ বুধবার দেশব্যাপী ভার্চ্যুয়াল মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ। সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে দাম বাড়িয়ে তামাককে তরুণ ও স্বল্প আয়ের মানুষদের ক্রয়ক্ষমতার বাইরে নেওয়ার দাবি জানান তাঁরা।
টোব্যাকো ফ্রি উই–এর সহযোগিতায় তামাকবিরোধী সংগঠন ঢাকা আহছানিয়া মিশন, ভয়েস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, উন্নয়ন সমন্বয়, ডর্প এবং প্রজ্ঞা সম্মিলিতভাবে এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা নিজেদের অবস্থান থেকে ‘তামাকপণ্যে বাড়লে কর–বাঁচবে তরুণ, দেশ হবে স্বনির্ভর’ এবং ‘দাম বাড়ান তামাকের, জীবন বাঁচান আমাদের’ ফেস্টুন হাতে ছবি তুলে তাঁদের নিজস্ব ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করে আপলোড করেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেলে অর্থনৈতিকভাবে আমরা আরও বেশি স্বাবলম্বী হতে পারব।’
বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দরিদ্র মানুষ যেন তামাকপণ্য ক্রয় করতে না পারে, তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে তামাকের দাম বাড়াতে হবে।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের জানিয়েছেন, ‘আমাদের তামাক কর কাঠামো ঢেলে সাজাতে হবে এবং এ ক্ষেত্রে তামাকপণ্যে সুনির্দিষ্ট করারোপপদ্ধতি হতে পারে একটি কার্যকর উপায়।’
তামাকবিরোধী সংগঠনগুলোর দাবি, তামাক কর ও দাম বাড়ালে প্রায় ১১ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবেন। দীর্ঘ মেয়াদে ৩ লাখ ৯০ হাজার বর্তমান ধূমপায়ী এবং ৪ লাখ তরুণের অকালমৃত্যুরোধ সম্ভব হবে এবং সিগারেট থেকে সম্পূরক শুল্ক, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং ভ্যাট বাবদ সরকারের অতিরিক্ত আয় হবে ৩ হাজার ৪০০ কোটি টাকা।
চট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
২ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
৭ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে অভিযানের সময় নৌবাহিনীর এক সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. রফিক (২৭) ওই ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা। তিনি শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের হোত
৯ মিনিট আগেযশোরের দুঃখ হিসেবে খ্যাত ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। তাঁরা ভবদহ এলাকায় চলমান প্রকল্পগুলো দেখার পাশাপাশি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলবেন। তিন উপদেষ্টার এই পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে
১৫ মিনিট আগে