নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর ও সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা, তা আগামীকাল সোমবার জানা যাবে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার আমাদের সভায় বসার সূচি নির্ধারিত আছে, সেখান থেকে লকডাউন নিয়ে সিদ্ধান্ত হবে।’
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২১ এপ্রিলের পর আরও অন্তত এক সপ্তাহের কঠোর লকডাউন দেওয়ার চিন্তা করছে সরকার।
কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন, আট দিন কঠোর লকডাউন করে খুব একটা ফল পাওয়া যাবে না। ১৪ দিন মানুষকে ঘরে রাখতে পারলে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসবে। এই বিষয়টিকে মাথায় রেখেই লকডাউনের সময় বাড়ানো হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল বৈঠকে লকডাউন নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তগুলো প্রস্তাব আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী যেভাবে দিকনির্দেশনা দেবেন লকডাউন নিয়ে সেভাবেই সিদ্ধান্ত হবে।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। পরে এই বিধিনিষেধের সময় দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়।
এরপর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর ও সর্বাত্মক লকডাউন, যা ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে।
এই আট দিনের কঠোর লকডাউনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। বিশেষ দরকারে মুভমেন্ট পাস নিয়ে চলাচল করা যাচ্ছে। এছাড়া জরুরি অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে চেকপোস্ট বসিয়ে অযথা কেউ ঘরের বাইরে বের হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর ও সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা, তা আগামীকাল সোমবার জানা যাবে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার আমাদের সভায় বসার সূচি নির্ধারিত আছে, সেখান থেকে লকডাউন নিয়ে সিদ্ধান্ত হবে।’
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২১ এপ্রিলের পর আরও অন্তত এক সপ্তাহের কঠোর লকডাউন দেওয়ার চিন্তা করছে সরকার।
কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন, আট দিন কঠোর লকডাউন করে খুব একটা ফল পাওয়া যাবে না। ১৪ দিন মানুষকে ঘরে রাখতে পারলে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসবে। এই বিষয়টিকে মাথায় রেখেই লকডাউনের সময় বাড়ানো হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল বৈঠকে লকডাউন নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তগুলো প্রস্তাব আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী যেভাবে দিকনির্দেশনা দেবেন লকডাউন নিয়ে সেভাবেই সিদ্ধান্ত হবে।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। পরে এই বিধিনিষেধের সময় দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়।
এরপর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর ও সর্বাত্মক লকডাউন, যা ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে।
এই আট দিনের কঠোর লকডাউনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। বিশেষ দরকারে মুভমেন্ট পাস নিয়ে চলাচল করা যাচ্ছে। এছাড়া জরুরি অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে চেকপোস্ট বসিয়ে অযথা কেউ ঘরের বাইরে বের হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই স্লোগানে সারা দেশের মতো বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠানমালার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর
১৭ মিনিট আগেপাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় গাড়ির চাপায় দুই অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। নিহতদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাতপরিচয় (৪০) অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় অবস্থিত একটি জাহাজভাঙা কারখানার পাশ থেকে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে