নিজস্ব প্রতিবেদক
ঢাকা: লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকলেও ঈদের আগে ব্যক্তিগত গাড়ি নিয়ে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া যাবে কিনা এনিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানাতে পারেননি। তাঁরা বলছেন, ঈদের আগে এ বিষয়ে একটি সিদ্ধান্ত হতে পারে।
আগামী ১৬ মে পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ বা লকডাউন বাড়িয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলবে।
সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে অবশ্যই নিজ কর্মস্থলে থাকতে বলা হয়েছে। অর্থাৎ কেউ ঢাকার কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে তাকে ঈদের ছুটিতে অবশ্যই ঢাকা থাকতে হবে।
লকডাউনের মধ্যে ব্যক্তিগত গাড়ি নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে কিনা সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ বুধবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ভালো প্রশ্ন তুলেছেন। এটি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে। আশা করছি এর একটি সমাধান হবে।’
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামও স্বীকার করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সবশেষ প্রজ্ঞাপনে ব্যক্তিগত গাড়ি নিয়ে অন্য জেলায় যাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়নি।
মুভমেন্ট পাস নিয়ে শুধু সিটির মধ্যে চলা যাবে জানিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে এক জেলা থেকে আরেক জেলায় যেতে এই পাস দেওয়া হবে কিনা তা বলা যাচ্ছে না।
বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ করবেন জানিয়ে অতিরিক্ত সচিব রফিকুল বলেন, ধারণা করছি ঈদের আগে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।
গত ১৪ এপ্রিল থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণার পর জরুরি প্রয়োজনে চলাচলের জন্য মুভমেন্ট পাস চালু করে পুলিশ। প্রথমে এই পাস নিয়ে শুধু সিটির মধ্যে চলাচল করা যেত। পরে ঘণ্টা হিসেবে এই পাস নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো জায়গায় যাওয়ার সুযোগ দেওয়া হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ১৪ মে ঈদ হবে ধরে নিয়ে ১৩, ১৪ ও ১৫ মে ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা আছে।
ঈদে যাতে কেউ কর্মস্থল না ছাড়েন সেজন্য ঈদের নির্ধারিত ছুটির বাইরে কাউকে বেশি ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে।
ঢাকা: লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকলেও ঈদের আগে ব্যক্তিগত গাড়ি নিয়ে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া যাবে কিনা এনিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানাতে পারেননি। তাঁরা বলছেন, ঈদের আগে এ বিষয়ে একটি সিদ্ধান্ত হতে পারে।
আগামী ১৬ মে পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ বা লকডাউন বাড়িয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলবে।
সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে অবশ্যই নিজ কর্মস্থলে থাকতে বলা হয়েছে। অর্থাৎ কেউ ঢাকার কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে তাকে ঈদের ছুটিতে অবশ্যই ঢাকা থাকতে হবে।
লকডাউনের মধ্যে ব্যক্তিগত গাড়ি নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে কিনা সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ বুধবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ভালো প্রশ্ন তুলেছেন। এটি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে। আশা করছি এর একটি সমাধান হবে।’
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামও স্বীকার করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সবশেষ প্রজ্ঞাপনে ব্যক্তিগত গাড়ি নিয়ে অন্য জেলায় যাওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়নি।
মুভমেন্ট পাস নিয়ে শুধু সিটির মধ্যে চলা যাবে জানিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে এক জেলা থেকে আরেক জেলায় যেতে এই পাস দেওয়া হবে কিনা তা বলা যাচ্ছে না।
বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলাপ করবেন জানিয়ে অতিরিক্ত সচিব রফিকুল বলেন, ধারণা করছি ঈদের আগে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।
গত ১৪ এপ্রিল থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষণার পর জরুরি প্রয়োজনে চলাচলের জন্য মুভমেন্ট পাস চালু করে পুলিশ। প্রথমে এই পাস নিয়ে শুধু সিটির মধ্যে চলাচল করা যেত। পরে ঘণ্টা হিসেবে এই পাস নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো জায়গায় যাওয়ার সুযোগ দেওয়া হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ১৪ মে ঈদ হবে ধরে নিয়ে ১৩, ১৪ ও ১৫ মে ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা আছে।
ঈদে যাতে কেউ কর্মস্থল না ছাড়েন সেজন্য ঈদের নির্ধারিত ছুটির বাইরে কাউকে বেশি ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
২১ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে
২৫ মিনিট আগে৯ মাস পর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে।
৩০ মিনিট আগে