Ajker Patrika

করোনা নেগেটিভ সনদ পেলেও মানতে হবে ১১ দিনের কোয়ারেন্টিন

নিজস্ব প্রতিবেদক
করোনা নেগেটিভ সনদ পেলেও মানতে হবে ১১ দিনের কোয়ারেন্টিন

ঢাকা:  বিদেশ ফেরত যাত্রীদের যারা এরই মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন এবং যাত্রার তিনদিনের মধ্যে করোনা নেগেটিভ সনদ পেয়েছেন তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে তাঁদেরকে ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ শনিবার বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন কমিটির পক্ষ থেকে গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রার ৭২ ঘন্টার মধ্যে সকল যাত্রীকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। দেশে আসা যাত্রীদের মধ্যে যারা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বা একদমই নেননি এবং করোনার নেগেটিভ সনদ আছে তাঁদেরকে সরকার কর্তৃক নির্ধারিত হোটেলে নিজ খরচে তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সরকার নির্ধারিত হোটেলে সিট ফাঁকা না থাকলে সংশ্লিষ্ট যাত্রীদের হোটেল রিজার্ভের প্রমাণ দেখাতে হবে। তিন দিন পর তারা নমুনা পরীক্ষার জন্য দিবেন এবং করোনা নেগেটিভ সনদ পেলে তাঁদেরকেও ১১ দিন থাকতে হবে হোম কোয়ারেন্টিনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত