Ajker Patrika

কটিয়াদীতে মেটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
Thumbnail image

কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় নিশা রাণী পাল (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে  ৭ টার দিকে  কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত নিশা রানী পাল উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মৃত অমৃল্য পালের স্ত্রী ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকালে আচমিতা ইউনিয়নের গোপিনাথ জিউর আশ্রম থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন নিশা। এসময় চারিপাড়া নামকস্থানে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের সময়  দ্রুতগামী একটি মোটর সাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিশা রানী পাল গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আচমিতা ইউপি চেয়ারম্যান মো.  মাহবুবুর রহমান বাচ্চু জানান , ১৯৭১  সালে স্বাধীনতা সংগ্রামের সময় নিশা রানী পালের   স্বামী  অমূল্য কুমার পাল ভারতে চলে যায়।  দীর্ঘ ৫০  বছর যাবৎ নিশা রানী স্বামীর অপেক্ষায় ছিলেন।

কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান  জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় নিশা রানী পাল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন । তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত