Ajker Patrika

বাংলাদেশীদের ভিসা নিষেধাজ্ঞা দিলো দক্ষিণ কোরিয়া

কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশীদের ভিসা নিষেধাজ্ঞা দিলো দক্ষিণ কোরিয়া

বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বাংলাদেশীদের ওপর আবারো ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

শুক্রবার (১৬ এপ্রিল) দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সিউলে বাংলাদেশ দূতাবাস প্রধান সামুয়েল মুমু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ হিসেবে সনাক্তের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশী নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আজ ১৬ই এপ্রিল ২০২১ তারিখ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে’।

করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে গত বছরের ২৩ জুন বাংলাদেশী নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিলো দক্ষিণ কোরিয়া। বাংলাদেশী যেসব যাত্রীরা দেশটিতে ভ্রমণ করছিলো তাদের করোনা নেগেটিভ সনদ ভুয়া হওয়ার প্রেক্ষিতে সে সময়ে এ সিদ্ধান্ত নেয় দেশটি। সেই সঙ্গে বিমান চলাচলও স্থগিত করে দক্ষিণ কোরিয়া সরকার।

পরে কূটনৈতিক তৎপরতায় দীর্ঘ ৮ মাস পর বাংলাদেশের নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের করে নেয় দেশটি। গত ৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকরা ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন কার্যক্রম শুরু করে। এখন আবারো অনির্দিষ্ট সময়ের জন্য দক্ষিণ কোরিয়ায় ভিসা নিষেধাজ্ঞায় পরলো বাংলাদেশীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের

রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ