Ajker Patrika

ধনী দেশের উদ্বৃত্ত টিকা নেওয়ার কথা আর ভাবছে না সরকার

নিজস্ব প্রতিবেদক
ধনী দেশের উদ্বৃত্ত টিকা নেওয়ার কথা আর ভাবছে না সরকার

ঢাকা: ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় সংকটে পড়ে বিভিন্ন দেশের উদ্বৃত্ত টিকা আনার উদ্যোগ নিয়েছিল সরকার। এর জন্য বেশ কয়েকটি দেশে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, করোনার প্রথম ডোজ নেওয়া প্রায় ১৩ লাখ বাংলাদেশিকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো মজুত টিকা সরকারের কাছে নেই। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে সেরাম ইনস্টিটিউট থেকেও চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে যেসব দেশে টিকার মজুত আছে এবং ব্যবহার হচ্ছে না তাদের কাছ থেকে টিকা নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। অক্সফোর্ডের টিকা পেতে সাত দেশকে চিঠি দেয় সরকার। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মান, সুইডেন এবং অস্ট্রেলিয়া। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারতের টিকা অনিশ্চিত হওয়ার পর টিকা পেতে মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ। তবে পরবর্তীতে টিকা নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি হওয়ায় কিছুটা স্বস্তিতে সরকার। ফলে অন্য উপায়ে টিকা পাওয়ার আর চেষ্টা করা হচ্ছে না।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, উদ্বৃত্ত আছে এমন দেশগুলোতে টিকার পরিমান এতো অল্প যে এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। ক্রোয়েশিয়াতে দশ হাজার টিকা আছে। আপনি এতো অল্প টিকা আনবেন? ডেনমার্কে আছে দুই লাখ। আবার কোনো দেশে চার হাজার টিকা আছে, এগুলো দিয়ে আমাদের চলবে না। এগুলোর পরিমান এতো কম যা আমাদের চাহিদা মেটাতে পারবে না।

এদিকে চলতি মাসেই মস্কো থেকে ৪০ লাখ, চীনের উপহারস্বরূপ পাঁচ লাখ, জাতিসংঘের কোভ্যাক্স থেকে এক লাখ এবং সেরাম থেকে ২০ লাখসহ মোট ৬৬ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে ১০ মের মধ্যে চীনের টিকা আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অন্তত তিনটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত

‘বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ কর্মীরা নিরাপদে থাকবে’

সোনার দাম আরও কমে দুই লাখের ঘরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ