Ajker Patrika

মহাসড়কে নামায আদায় করে হেফাজতের হরতাল পালন

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
মহাসড়কে নামায আদায় করে হেফাজতের হরতাল পালন

ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে ভৈরবের দুর্জয় মোড়ে যোহরে নামায আদায় করে হরতাল পালন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা–কর্মীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধি শান্তিপূর্ণ আন্দোলনে হামলা এবং নিরীহ ছাত্রদের হত্যার বিচারের দাবিতে আজ হরতাল ডাকে হেফাজত ইসলাম।

আজ রবিবার সকাল ৮টা থেকে হরতাল শুরু হলেও তেমন কোন লোকসমাগম চোখে পড়েনি। তবে বেলা ১১টার পরই লোকসমাগম বাড়তে থাকে ঢাকা-সিলেট মহাসড়কে। এসময় ভৈরবের সকল মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা -সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জের আঞ্চলিক সড়কে অবস্থান নেন। ফলে সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে যানবাহন চলাচল তিন ঘন্টা বন্ধ থাকে।

ভৈরব থানার ওসি) মো.শাহিন জানান, হেফাজত ইসলামের ডাকা হরতাল কর্মসূচি ভৈরবের আলেম উলেমা পরিষদ শান্তিপূর্ণভাবেই পালন করেছে। হরতালে কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি।

হরতাল পালনের সময়ে উপস্থিত ছিলেন, ভৈরব বাজার জামে মসজিদের ইমাম হাফেজ জামাল উদ্দিন, ভৈরব ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, মাওলানা আলী হায়দার, মাওলানা আমির উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সাহেল প্রমূখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত