নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ‘সাধারণ বিষয়ের মধ্যেও অবাক হতে পারার সামর্থ্যই আবিষ্কার’ নিজের জনপ্রিয় উক্তিগুলোর মধ্যে একটি ঘটে গেল প্রখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক নোম চমস্কির সঙ্গে। ফেসবুকে লাইভের মতো সাধারণ বিষয়ে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর অবাক হয়ে তিনি আবিষ্কার করলেন উপস্থাপকই গুলিয়ে ফেলেছেন সময়। আজ বুধবার এমন কাণ্ড করেছেন তানবিরুল মিরাজ রিপন নামে এক বাংলাদেশি যুবক।
গত ২০ মে টি কাপ নামের একটি সংগঠন তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয়, বাংলাদেশ ইস্যুতে আজ বুধবার সকাল ১০টায় প্রথমবারের মতো লাইভে কথা বলবেন নোম চমস্কি। বিষয়: দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক সম্ভাবনা ও শরণার্থী।
নোম চমস্কির মতো ব্যক্তিত্ব কথা বলবেন, বাংলাদেশের প্রথমসারির প্রায় সব গণমাধ্যমেই ফলাও করে লাইভের আগাম সংবাদটি প্রকাশ করে।
বুধবার সকালে সমাজ ও রাজনীতি সচেতন বহু মানুষ চোখ রেখেছিলেন টি কাপের ফেসবুক পেজে। সকাল ৯টা ৫ মিনিটে সেখানে আয়োজক পোস্ট দেন চমস্কি তাঁকে মেইল করেছেন তিনি লাইভের জন্য অপেক্ষা করছেন। কিন্তু চমস্কিকে এক ঘণ্টা অপেক্ষায় রেখে ১০টার দিকে লাইভ শুরু করেন রিপন।
পরিচয় পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চমস্কি উপস্থাপককে দেরি হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন। পরবর্তীতে অনুষ্ঠানের জন্য আবারও সময় নির্ধারিত করতে বলেন এবং তিনি আলোচনায় অংশ নিতে পারছেন না বলেও জানান। কিন্তু বিষয়গুলো বুঝতে না পেরে উপস্থাপক অনবরত তাঁকে প্রশ্ন করা শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন দেওয়া বিষয়ে একটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দেন চমস্কি। এরপর তাঁকে রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন রিপন। এমন আলোচনার জন্য আরও বেশি সময় দরকার। অল্প সময়ে এত কিছু বলা সম্ভব নয় বলে লাইভ ছেড়ে চলে যান নোম চমস্কি।
লাইভে বিলম্ব এবং পরবর্তীতে চমস্কি না চাওয়া সত্ত্বেও তা চলমান রাখায় ক্ষোভ জানান নেটিজেনরা। তাঁরা বলেন, এর মধ্যে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ মিনিটের সেই লাইভ দেখেছেন ১ লাখেরও বেশি মানুষ। সোয়া পাঁচ হাজার মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন যেখানে রাগের চিহ্ন দিয়েছেন সাড়ে চার হাজারের বেশি। প্রায় দুই হাজার হাজার মানুষ মন্তব্য করেছেন সেই পোস্টে। শেয়ারও হয়েছে আড়াই হাজারের মতো । দৃকের প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহীদুল আলমসহ বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ উপস্থাপকের সময়জ্ঞান নিয়ে সমালোচনা করেন। এমন প্রখ্যাত দার্শনিককে লাইভে এনে বাংলাদেশের বদনাম করার জন্য আয়োজকদের শাস্তি দাবি করেন অনেকে।
এরপর টি-কাপের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সময় সমন্বয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ায় চমস্কি লাইভে উপস্থিত থাকলেও তাঁর অন্য শিডিউল থাকায় নির্ধারিত সময় দিতে পারেননি। তাই আমরা দ্রুত কিছু প্রশ্ন করেছি ৷ তিনি ইতিমধ্যে আবার প্রোগ্রাম আয়োজন করতে টি-কাপকে বলেছেন। আমরা সেটা নিয়ে আলোচনা করছি। আশা করছি আমরা আবার আপনাদের নোম চমস্কির কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারব।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেটিজনদের ক্ষোভ বাড়তে থাকে এ লাইভ নিয়ে। বুধবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দেন উপস্থাপক তানবিরুল মিরাজ রিপন। বলেন, ‘নিঃসন্দেহে নোম চমস্কি বিখ্যাত একজন স্কলার ৷ আজকের শো'তে আমার যথেষ্ট ভুল ছিল, আমি টাইম ম্যানেজমেন্ট বুঝিনি এবং সময় নিয়ে সচেতন ছিলাম না। পাশাপাশি আমি যে হোমওয়ার্ক করেছি সেখানেও হয়তো ভুল ছিল ৷ যা আপনারা মেনে নিতে পারেননি ৷ এটির জন্য আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে ৷ আমি নতুন, আগ্রহী শিখতে, আমি শিখছি, আরও শেখাবেন আমাকে। নতুন হিসেবে আমাকে ক্ষমা করবেন’।
রিপনের ফেসবুক পেজে দেওয়া পরিচয় থেকে জানা যায়, সংবাদ সংস্থা এএফপির নিয়মিত খবর সরবরাহকারী তিনি। এ ছাড়া ফটোগ্রাফির সঙ্গেও জড়িত আছেন।
ঢাকা: ‘সাধারণ বিষয়ের মধ্যেও অবাক হতে পারার সামর্থ্যই আবিষ্কার’ নিজের জনপ্রিয় উক্তিগুলোর মধ্যে একটি ঘটে গেল প্রখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক নোম চমস্কির সঙ্গে। ফেসবুকে লাইভের মতো সাধারণ বিষয়ে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর অবাক হয়ে তিনি আবিষ্কার করলেন উপস্থাপকই গুলিয়ে ফেলেছেন সময়। আজ বুধবার এমন কাণ্ড করেছেন তানবিরুল মিরাজ রিপন নামে এক বাংলাদেশি যুবক।
গত ২০ মে টি কাপ নামের একটি সংগঠন তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয়, বাংলাদেশ ইস্যুতে আজ বুধবার সকাল ১০টায় প্রথমবারের মতো লাইভে কথা বলবেন নোম চমস্কি। বিষয়: দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক সম্ভাবনা ও শরণার্থী।
নোম চমস্কির মতো ব্যক্তিত্ব কথা বলবেন, বাংলাদেশের প্রথমসারির প্রায় সব গণমাধ্যমেই ফলাও করে লাইভের আগাম সংবাদটি প্রকাশ করে।
বুধবার সকালে সমাজ ও রাজনীতি সচেতন বহু মানুষ চোখ রেখেছিলেন টি কাপের ফেসবুক পেজে। সকাল ৯টা ৫ মিনিটে সেখানে আয়োজক পোস্ট দেন চমস্কি তাঁকে মেইল করেছেন তিনি লাইভের জন্য অপেক্ষা করছেন। কিন্তু চমস্কিকে এক ঘণ্টা অপেক্ষায় রেখে ১০টার দিকে লাইভ শুরু করেন রিপন।
পরিচয় পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চমস্কি উপস্থাপককে দেরি হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন। পরবর্তীতে অনুষ্ঠানের জন্য আবারও সময় নির্ধারিত করতে বলেন এবং তিনি আলোচনায় অংশ নিতে পারছেন না বলেও জানান। কিন্তু বিষয়গুলো বুঝতে না পেরে উপস্থাপক অনবরত তাঁকে প্রশ্ন করা শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন দেওয়া বিষয়ে একটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দেন চমস্কি। এরপর তাঁকে রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন রিপন। এমন আলোচনার জন্য আরও বেশি সময় দরকার। অল্প সময়ে এত কিছু বলা সম্ভব নয় বলে লাইভ ছেড়ে চলে যান নোম চমস্কি।
লাইভে বিলম্ব এবং পরবর্তীতে চমস্কি না চাওয়া সত্ত্বেও তা চলমান রাখায় ক্ষোভ জানান নেটিজেনরা। তাঁরা বলেন, এর মধ্যে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ মিনিটের সেই লাইভ দেখেছেন ১ লাখেরও বেশি মানুষ। সোয়া পাঁচ হাজার মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন যেখানে রাগের চিহ্ন দিয়েছেন সাড়ে চার হাজারের বেশি। প্রায় দুই হাজার হাজার মানুষ মন্তব্য করেছেন সেই পোস্টে। শেয়ারও হয়েছে আড়াই হাজারের মতো । দৃকের প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহীদুল আলমসহ বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ উপস্থাপকের সময়জ্ঞান নিয়ে সমালোচনা করেন। এমন প্রখ্যাত দার্শনিককে লাইভে এনে বাংলাদেশের বদনাম করার জন্য আয়োজকদের শাস্তি দাবি করেন অনেকে।
এরপর টি-কাপের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সময় সমন্বয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ায় চমস্কি লাইভে উপস্থিত থাকলেও তাঁর অন্য শিডিউল থাকায় নির্ধারিত সময় দিতে পারেননি। তাই আমরা দ্রুত কিছু প্রশ্ন করেছি ৷ তিনি ইতিমধ্যে আবার প্রোগ্রাম আয়োজন করতে টি-কাপকে বলেছেন। আমরা সেটা নিয়ে আলোচনা করছি। আশা করছি আমরা আবার আপনাদের নোম চমস্কির কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারব।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেটিজনদের ক্ষোভ বাড়তে থাকে এ লাইভ নিয়ে। বুধবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দেন উপস্থাপক তানবিরুল মিরাজ রিপন। বলেন, ‘নিঃসন্দেহে নোম চমস্কি বিখ্যাত একজন স্কলার ৷ আজকের শো'তে আমার যথেষ্ট ভুল ছিল, আমি টাইম ম্যানেজমেন্ট বুঝিনি এবং সময় নিয়ে সচেতন ছিলাম না। পাশাপাশি আমি যে হোমওয়ার্ক করেছি সেখানেও হয়তো ভুল ছিল ৷ যা আপনারা মেনে নিতে পারেননি ৷ এটির জন্য আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে ৷ আমি নতুন, আগ্রহী শিখতে, আমি শিখছি, আরও শেখাবেন আমাকে। নতুন হিসেবে আমাকে ক্ষমা করবেন’।
রিপনের ফেসবুক পেজে দেওয়া পরিচয় থেকে জানা যায়, সংবাদ সংস্থা এএফপির নিয়মিত খবর সরবরাহকারী তিনি। এ ছাড়া ফটোগ্রাফির সঙ্গেও জড়িত আছেন।
কোস্ট গার্ড জানায়, এফবি জামিলা নামের ট্রলারটি ১৯ জুলাই চট্টগ্রামের ফিসারি ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। একদিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাঁরা তীরে যোগাযোগ করতে পারেনি। সমুদ্রে ভাসতে ভাসতে গতকাল তাঁরা নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন কল করে সহযোগিতা..
৮ মিনিট আগেপুশ ইনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশ ইন করে বিএসএফ।
২৩ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৭ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৭ ঘণ্টা আগে