Ajker Patrika

১৮ ধরনের ব্যক্তি-প্রতিষ্ঠানের ‘মুভমেন্ট পাস’ লাগবে না 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৮: ১৩
১৮ ধরনের ব্যক্তি-প্রতিষ্ঠানের ‘মুভমেন্ট পাস’ লাগবে না 

আট দিনের বিধিনিষেধকালে ১৮ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ‘মুভমেন্ট পাস’ লাগবে না বলে জানিয়েছে পুলিশ। তারা শুধু কর্মস্থলের পরিচয়পত্র প্রদর্শন করে চলাচল করতে পারবেন।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদরদপ্তর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিটে ‘মুভমেন্ট পাস’-এর আওতামুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা পাঠানো হয়। পুলিশ সদর দপ্তর থেকে মাঠে দায়িত্ব পালন করা সদস্যদের এই ব্যাপারে ভালোভাবে নির্দেশনা দিতে বলা হয়।

বুধবার লকডাউনের প্রথম দিনে চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ লকডাউনে কাজে বের হয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসককে তিন হাজার টাকা জরিমানা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর আজ এই নির্দেশনা দেওয়া হলো। সেই সঙ্গে ওই চিকিৎসকের জরিমানার টাকা ফেরত দেওয়া হবে বলেও জানা গেছে।

আজ সকালে পুলিশ সদরদপ্তরের অপারেশন্স শাখা থেকে ইউনিটগুলোতে সহকারী মহাপরিদর্শক অপারেশন্স স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়।   

মুভমেন্ট পাস প্রয়োজন নেই যাদের-

১) ডাক্তার

২)  নার্স

৩) মেডিকেল স্টাফ

৪) কোভিড টিকা/চিকিৎসার সাথে জড়িত ব্যক্তি/স্টাফ

৫) ব্যাংকার

৬) ব্যাংকের অন্যান্য স্টাফ

৭)  সাংবাদিক

 ৮) গণমাধ্যমের ক্যামেরাম্যান

 ৯) টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী

১০) বেসরকারী নিরাপত্তাকর্মী

১১) জরুরি সেবার সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারী

১২) অফিসগামী সরকারী কর্মকর্তা

১৩)  শিল্প কারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা

১৪) আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য

১৫)  ফায়ার সার্ভিস

 ১৬) ডাকসেবা

 ১৭) বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সাথে জড়িত ব্যক্তি/কর্মকর্তা

১৮)  বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি/ কর্মকর্তা 

এসব শ্রেণি-পেশার ব্যক্তিরা শুধু কর্মস্থলের পরিচয়পত্র প্রদর্শন করে চলাচল করতে পারবেন। চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তাদেরকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করতে হবে।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (অপারেশন্স) সোহেল রানা আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার ‘জরুরি অফিস’ খোলার দিন হওয়ায় অনেক চলাচল বাড়বে। তাই পুলিশ সদরদপ্তর চলাচল নির্বিঘ্ন করতে ১৮ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিধিনিষেধের আওতামুক্ত করেছে। শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানানো হবে।

আরও পড়ুন:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত