অনলাইন ডেস্ক
প্রার্থী হিসেবে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আয়-ব্যয়ের হিসেব প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। এর পরপরই ইন্টারনেটে নতুন করে মনোযোগ কেড়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের পুরোনো একটি বয়ান। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে গত ৬ বছরে ১০ লাখ ডলারেরও কম আয় করেছেন পুতিন। নথি অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ৬ বছরে পুতিন রুশ মুদ্রায় ৬ কোটি ৭৬ লাখ রুবল আয় করেছেন। মার্কিন মুদ্রায় যা মাত্র ৭ লাখ ৫৩ হাজার ডলার।
কিন্তু ২০২২ সালে জার্মান ব্যবসায়ী এবং সাংবাদিক ম্যাথিয়াস ডফনারের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিনের সম্পদ নিয়ে একটি চমকপ্রদ দাবি করেছিলেন ইলন মাস্ক। সে সময় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ইলন মাস্ক বলেছিলেন, ‘আমি মনে করি, পুতিন বেশ ভালোভাবেই আমার চেয়ে বেশি ধনী।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পদের হিসেব এখনো রহস্যঘেরা। বলা হয়ে থাকে, কৃষ্ণ সাগরের পাড়ে তাঁর আছে ১.৪ বিলিয়ন ডলারের প্রাসাদ, আছে ৪ বিলিয়ন ডলার মূল্যের মোনাকো অ্যাপার্টমেন্ট।
বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পুতিনের যেসব সম্পদের খোঁজ পাওয়া গেছে সেগুলোর মূল্য কম করে হলেও ২০০ বিলিয়ন ডলার। আর মাস্কের ভাষায়, পুতিনের প্রকৃত সম্পদের পরিমাণ এর চেয়েও বেশি।
ফোর্বসের তথ্য অনুযায়ী, আজ বুধবার পর্যন্ত ২১০.৬ বিলিয়ন ডলার নিয়ে ইলন মাস্কই পৃথিবীর সবচেয়ে ধনী। অন্তত ৬টি কোম্পানির প্রধান নির্বাহী তিনি। অন্যদিকে, জানা যায়—পুতিনের আছে কমপক্ষে ২০টি বাড়ি, ৭০০ গাড়ি, ৫৮টি উড়োজাহাজ ও হেলিকপ্টার। আছে ৭ কোটি ডলারেরও বেশি দামে কেনা একটি বিশাল বিমান, যাকে অনেকেই ‘উড়ন্ত ক্রেমলিন’ বলে চিহ্নিত করেন।
বিশেষজ্ঞরা দাবি করেন, পুতিনের যেসব প্রাসাদসম বাড়ি আছে সেগুলোর দামই বিলিয়ন বিলিয়ন ডলার। মস্কোর উপকণ্ঠেই তাঁর এমন একটি প্রাসাদ রয়েছে, যেটি ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহ্যাম প্যালেসের চেয়েও দ্বিগুণ বড়।
পুতিনের ২০০ বিলিয়ন ডলারের সম্পদ থাকার দাবিটি করেছিলেন অর্থনীতিবিদ বিল ব্রাউডার। ২০১৭ সালে তিনি মার্কিন সিনেটের বিচার বিভাগের সামনে হাজির হয়ে জানিয়েছিলেন, ২০০৩ সালে কর ফাঁকির অভিযোগে শীর্ষস্থানীয় রুশ ব্যবসায়ী (অলিগার্চ) মিখাইল খদোরকোভস্কিকে জেলে পাঠানোর পর পুতিন তার সম্পদ সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন।
ফরচুনকে ম্যাগাজিনকে ব্রাউডার জানিয়েছিলেন, খোদরকোভস্কির পরিণতির পর রাশিয়ার অন্যান্য অলিগার্চও পুতিনের কাছে গিয়েছিলেন এবং তাঁকে জিজ্ঞেস করেছিলেন—খোদরকোভস্কির মতো জেলে যাওয়া ঠেকাতে হলে তাঁদের কী করতে হবে। সে সময় পুতিনের উত্তরটি ছিল—‘৫০ শতাংশ’। এই ৫০ শতাংশ রুশ কোষাগার কিংবা প্রেসিডেন্টের প্রশাসনের কাছে নয়, বরং একান্তই নিজের ব্যক্তিগত তহবিলে জমা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পুতিন।
২০১৬ সালে ফাঁস হওয়া পানামা পেপারসে সম্পদ লুকানো বিশ্বের অসংখ্য ধনী ব্যক্তির নাম প্রকাশ্যে এলে—সেখানে পুতিনের নামটিও ছিল।
এই সব দাবিই অস্বীকার করেন পুতিন। নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী হিসেবে তিনি স্বীকার করেন ঠিকই, তবে অন্যভাবে। তাঁকে নিয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক স্টিভেন লি মায়ার্স ‘দ্য নিউ জার’ শিরোনামে একটি বই লিখেছেন। বইটিতে ধন-সম্পদ নিয়ে পুতিনের একটি মন্তব্য পাওয়া যায়। তিনি মন্তব্য করেছিলেন, ‘শুধু ইউরোপ নয়, বরং সমগ্র পৃথিবীতে আমিই সবচেয়ে ধনী। আমি আবেগ পকেটে ভরি। আমি ধনী এ জন্য যে, রাশিয়ার জনগণ আমাকে দুইবার রাশিয়ার মতো একটি মহান জাতির নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেছে। আমি বিশ্বাস করি, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ।’
প্রার্থী হিসেবে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আয়-ব্যয়ের হিসেব প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। এর পরপরই ইন্টারনেটে নতুন করে মনোযোগ কেড়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের পুরোনো একটি বয়ান। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে গত ৬ বছরে ১০ লাখ ডলারেরও কম আয় করেছেন পুতিন। নথি অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ৬ বছরে পুতিন রুশ মুদ্রায় ৬ কোটি ৭৬ লাখ রুবল আয় করেছেন। মার্কিন মুদ্রায় যা মাত্র ৭ লাখ ৫৩ হাজার ডলার।
কিন্তু ২০২২ সালে জার্মান ব্যবসায়ী এবং সাংবাদিক ম্যাথিয়াস ডফনারের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিনের সম্পদ নিয়ে একটি চমকপ্রদ দাবি করেছিলেন ইলন মাস্ক। সে সময় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ইলন মাস্ক বলেছিলেন, ‘আমি মনে করি, পুতিন বেশ ভালোভাবেই আমার চেয়ে বেশি ধনী।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পদের হিসেব এখনো রহস্যঘেরা। বলা হয়ে থাকে, কৃষ্ণ সাগরের পাড়ে তাঁর আছে ১.৪ বিলিয়ন ডলারের প্রাসাদ, আছে ৪ বিলিয়ন ডলার মূল্যের মোনাকো অ্যাপার্টমেন্ট।
বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পুতিনের যেসব সম্পদের খোঁজ পাওয়া গেছে সেগুলোর মূল্য কম করে হলেও ২০০ বিলিয়ন ডলার। আর মাস্কের ভাষায়, পুতিনের প্রকৃত সম্পদের পরিমাণ এর চেয়েও বেশি।
ফোর্বসের তথ্য অনুযায়ী, আজ বুধবার পর্যন্ত ২১০.৬ বিলিয়ন ডলার নিয়ে ইলন মাস্কই পৃথিবীর সবচেয়ে ধনী। অন্তত ৬টি কোম্পানির প্রধান নির্বাহী তিনি। অন্যদিকে, জানা যায়—পুতিনের আছে কমপক্ষে ২০টি বাড়ি, ৭০০ গাড়ি, ৫৮টি উড়োজাহাজ ও হেলিকপ্টার। আছে ৭ কোটি ডলারেরও বেশি দামে কেনা একটি বিশাল বিমান, যাকে অনেকেই ‘উড়ন্ত ক্রেমলিন’ বলে চিহ্নিত করেন।
বিশেষজ্ঞরা দাবি করেন, পুতিনের যেসব প্রাসাদসম বাড়ি আছে সেগুলোর দামই বিলিয়ন বিলিয়ন ডলার। মস্কোর উপকণ্ঠেই তাঁর এমন একটি প্রাসাদ রয়েছে, যেটি ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহ্যাম প্যালেসের চেয়েও দ্বিগুণ বড়।
পুতিনের ২০০ বিলিয়ন ডলারের সম্পদ থাকার দাবিটি করেছিলেন অর্থনীতিবিদ বিল ব্রাউডার। ২০১৭ সালে তিনি মার্কিন সিনেটের বিচার বিভাগের সামনে হাজির হয়ে জানিয়েছিলেন, ২০০৩ সালে কর ফাঁকির অভিযোগে শীর্ষস্থানীয় রুশ ব্যবসায়ী (অলিগার্চ) মিখাইল খদোরকোভস্কিকে জেলে পাঠানোর পর পুতিন তার সম্পদ সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন।
ফরচুনকে ম্যাগাজিনকে ব্রাউডার জানিয়েছিলেন, খোদরকোভস্কির পরিণতির পর রাশিয়ার অন্যান্য অলিগার্চও পুতিনের কাছে গিয়েছিলেন এবং তাঁকে জিজ্ঞেস করেছিলেন—খোদরকোভস্কির মতো জেলে যাওয়া ঠেকাতে হলে তাঁদের কী করতে হবে। সে সময় পুতিনের উত্তরটি ছিল—‘৫০ শতাংশ’। এই ৫০ শতাংশ রুশ কোষাগার কিংবা প্রেসিডেন্টের প্রশাসনের কাছে নয়, বরং একান্তই নিজের ব্যক্তিগত তহবিলে জমা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পুতিন।
২০১৬ সালে ফাঁস হওয়া পানামা পেপারসে সম্পদ লুকানো বিশ্বের অসংখ্য ধনী ব্যক্তির নাম প্রকাশ্যে এলে—সেখানে পুতিনের নামটিও ছিল।
এই সব দাবিই অস্বীকার করেন পুতিন। নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী হিসেবে তিনি স্বীকার করেন ঠিকই, তবে অন্যভাবে। তাঁকে নিয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক স্টিভেন লি মায়ার্স ‘দ্য নিউ জার’ শিরোনামে একটি বই লিখেছেন। বইটিতে ধন-সম্পদ নিয়ে পুতিনের একটি মন্তব্য পাওয়া যায়। তিনি মন্তব্য করেছিলেন, ‘শুধু ইউরোপ নয়, বরং সমগ্র পৃথিবীতে আমিই সবচেয়ে ধনী। আমি আবেগ পকেটে ভরি। আমি ধনী এ জন্য যে, রাশিয়ার জনগণ আমাকে দুইবার রাশিয়ার মতো একটি মহান জাতির নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেছে। আমি বিশ্বাস করি, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ।’
বিশ্ব ইতিহাসে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে পুরনো শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে ‘সেকেন্ড রিপাবলিক’ বা দ্বিতীয় প্রজাতন্ত্র গঠিত হয়েছে। এটি সাধারণত স্বৈরশাসন, দমনমূলক শাসনব্যবস্থা বা ব্যর্থ গণতন্ত্রের পতনের পর গণআকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেসাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের জন্য যখন পশ্চিমা বিশ্বের সমর্থন আরও বেশি প্রয়োজন, ঠিক তখনই এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকের শুরু থেকেই পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব লাভের আশায়...
৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পাস করেছে দেশটির পার্লামেন্ট। ২০২৫ সালের এই বাজেটে দিসানায়েকের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে চলা এবং দেশের অর্থনৈতিক বাস্তবতার মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে।
১০ ঘণ্টা আগেভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিকল্পনায় আরও এক ধাপ এগিয়ে গেলেন টেক মোগল ইলন মাস্ক। রাজধানী নয়াদিল্লি ও মুম্বাইয়ে শোরুম স্থাপনের জন্য স্থান নির্ধারণ করেছে টেসলা। পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়াও জোরদার করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মাস্কের
১ দিন আগে