ইমরান খান
নিয়ম অনুযায়ী আপনি বলেই সম্বোধন করা উচিত। কিন্তু আমরা তো তুমিতে নেমে এসেছিলাম, নাকি তুমিতে উত্তরণ হয়েছিল আমাদের। সে সম্বোধন মনে রেখেই এই চিঠি ঠিকানাহীন গন্তব্যের দিকে...
প্রিয় ফাহির,
কেমন আছ? হয়তো ভালোই আছ। ভালো থাকার এত তাড়া যার, সে তো ভালোই থাকবে। কিন্তু আমি ভালো নেই, আমরা ভালো নেই। তোমার অভাব যে কতটা মর্মান্তিক, তা তোমাকে লিখে বোঝাতে পারব না। তোমার পরিবার, সহকর্মী, বন্ধুমহল অসম্ভব তুমিহীনতায় ভুগছে। সবার মুখে তোমার স্মৃতিচারণ, আক্ষেপ, অভিমানের ডালি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানাচ্ছে, হচ্ছে কোরআন খতম-দোয়া মাহফিল। কিন্তু এত কিছু যাকে নিয়ে, সেই তুমি আজ বহু দূরে।
সহকর্মী ফাহির, অফিসের প্রতি ইঞ্চিতে তোমার অভাববোধ। দুদিন হলো অফিসের পাঞ্চ মেশিনে তোমার আঙুলের ছাপ পড়ে না। শেষ ১১ ডিসেম্বরের পর অনলাইন ডেস্কের কম্পিউটারে ব্যক্তিগত নম্বর দিয়ে লগ ইন-লগ আউট করছ না; বাদামি দরজাটা খুলে ঢুকে পড়ছ না। ডেস্কে তোমার চেয়ারটি ফাঁকা পড়ে আছে। পার্কিংয়ে তোমার মোটরসাইকেলটা দেখি না, ক্যানটিনে তোমায় খুঁজে পাই না; লিফট-সিঁড়ি কোথাও তুমি নেই। অফিসে না পেয়ে মোহাম্মদপুরের বাসা, মুরাদনগরের বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও তোমার দেখা পাচ্ছি না। সেখানেও বন্ধু-স্বজন-এলাকাবাসী তোমার অভাবে ডুকরে কাঁদছেন; শুধু তোমারই সাড়া নেই। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, ই-মেইলেও তুমি উত্তর দিচ্ছ না। এত এত লোক তোমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছে; ট্যাগ এক্সেপ্ট পর্যন্ত করছ না। কী হলো তোমার; তুমি কি সত্যিই নেটওয়ার্কের বাইরে চলে গেলে ভাই!
বন্ধু ফাহির, শেষ বিদায়বেলা তোমার এলাকা, কর্মস্থল, বন্ধুদের অনেকেই ছিলেন। মসজিদের ইমাম, চেয়ারম্যানসহ সবার মুখে তোমার সে কী প্রশংসা! তোমার বাবাও বললেন। বললেন, তোমার বাবা-মা দুজনই তোমার ওপর খুশি; কোনো অভিযোগ-অনুযোগ নেই। এমন মন্তব্য পেয়ে আনন্দে আত্মহারা হয়ে কী আরেকবার ঘরে ফেরা যায় না? পড়াশোনার জন্য ছোটবেলা থেকে বাইরে থাকা মানুষ তুমি। প্রতিদিন সকালে-রাতে বাড়িতে ফোন দেওয়ার অভ্যাসটাও দুদিনের মাঝেই দিব্যি থামিয়ে দিলে, এও মানা যায়? এত লোকের সামনের দিকে এক কোনে অপলক তাকিয়ে থাকা তোমার একমাত্র ভাই কিছুই বললেন না। একেই হয়তো বলে 'ভাষা হারিয়ে ফেলা'। শুনেছি, সবাই চলে যাওয়ার পর তোমার বাবাও তেমন কথা বলছেন না, কাঁদতেও পারছেন না। অধিক শোকে পাথর হয়ে যাওয়ার উদাহরণ দেখতে চাইলে একবার তাঁকে দেখে এসো। তোমার মায়ের অশ্রুতে বান ডেকেছে। আরেকটি মেয়ের (বাগ্দত্তা) আর্তনাদ সবাইকে নির্বাক করে দিলেও শুনেছি তোমার প্রতি তাঁর কোনো অভিযোগ নেই। তবে তোমার রুমমেটের আফসোস-আক্ষেপ: হাসপাতালে নেওয়ার টাইমটা পর্যন্ত দিলে না। অফিসের জন্য ঘুম থেকে তুলে দেওয়া বন্ধুরা এত ডাকাডাকি করলেও তুমি সাড়া দিলে না। এটা কি ঠিক হলো?
চোখের জলের ফাহির, শো মাস্ট গো অন রীতিতে সবই চলছে; অবশ্য চালাতে হচ্ছে। তবে আগের মতো চলছে না। যখন ছিলে তখন যেমন চলত, তেমন চলছে না; থমকে থমকে চলছে। এসবের মাঝেই কোনো এক পাশে হুটহাট কেউ না কেউ হুহু করে কেঁদে উঠছেন-অশ্রু ঝরছে; তোমাকে নিয়ে লিখছেন। কী-বোর্ড থমকে গেলেও চালিয়ে নিতে হচ্ছে। তোমার হাসিমুখের অভাব চলছে। ও আচ্ছা, তোমার এডিট করা শেষ প্রতিবেদনটি কিন্তু আজকের পত্রিকার অনলাইনে উঠে গেছে। তোমার স্মরণে লেখাগুলোও ধুম করে সর্বোচ্চ পঠিততে উঠে যাচ্ছে। অফিসের ছাদে আজ তোমার স্মরণসভা, তোমার উদ্দেশ্যে দোয়া হয়েছে। সম্পাদক থেকে-দ্বাররক্ষী সবার উপস্থিতিতে। তোমার বন্ধুরাও এসেছিলেন। তোমার বিশ্ববিদ্যালয়, বাড়িতেও দোয়া-মিলাদের আয়োজন হচ্ছে। এসবের উদ্দেশ্য একটাই—তোমার পরকালীন শান্তি। শান্তিতে থেকো ভাই।
দ্রুত চিঠির উত্তর দিও। ও আচ্ছা, উত্তর কি দিতে পারবে? দেবে? হয়তো দেবে না। অবশ্য এ কথা নিশ্চিতই যে দেবে না, দিতে পারবে না। তাও ভুলে যাই যে, তুমি নাই। আর আসবে না। তবে কথা রেখো, ভালো থেকো।
নিয়ম অনুযায়ী আপনি বলেই সম্বোধন করা উচিত। কিন্তু আমরা তো তুমিতে নেমে এসেছিলাম, নাকি তুমিতে উত্তরণ হয়েছিল আমাদের। সে সম্বোধন মনে রেখেই এই চিঠি ঠিকানাহীন গন্তব্যের দিকে...
প্রিয় ফাহির,
কেমন আছ? হয়তো ভালোই আছ। ভালো থাকার এত তাড়া যার, সে তো ভালোই থাকবে। কিন্তু আমি ভালো নেই, আমরা ভালো নেই। তোমার অভাব যে কতটা মর্মান্তিক, তা তোমাকে লিখে বোঝাতে পারব না। তোমার পরিবার, সহকর্মী, বন্ধুমহল অসম্ভব তুমিহীনতায় ভুগছে। সবার মুখে তোমার স্মৃতিচারণ, আক্ষেপ, অভিমানের ডালি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানাচ্ছে, হচ্ছে কোরআন খতম-দোয়া মাহফিল। কিন্তু এত কিছু যাকে নিয়ে, সেই তুমি আজ বহু দূরে।
সহকর্মী ফাহির, অফিসের প্রতি ইঞ্চিতে তোমার অভাববোধ। দুদিন হলো অফিসের পাঞ্চ মেশিনে তোমার আঙুলের ছাপ পড়ে না। শেষ ১১ ডিসেম্বরের পর অনলাইন ডেস্কের কম্পিউটারে ব্যক্তিগত নম্বর দিয়ে লগ ইন-লগ আউট করছ না; বাদামি দরজাটা খুলে ঢুকে পড়ছ না। ডেস্কে তোমার চেয়ারটি ফাঁকা পড়ে আছে। পার্কিংয়ে তোমার মোটরসাইকেলটা দেখি না, ক্যানটিনে তোমায় খুঁজে পাই না; লিফট-সিঁড়ি কোথাও তুমি নেই। অফিসে না পেয়ে মোহাম্মদপুরের বাসা, মুরাদনগরের বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও তোমার দেখা পাচ্ছি না। সেখানেও বন্ধু-স্বজন-এলাকাবাসী তোমার অভাবে ডুকরে কাঁদছেন; শুধু তোমারই সাড়া নেই। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, ই-মেইলেও তুমি উত্তর দিচ্ছ না। এত এত লোক তোমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছে; ট্যাগ এক্সেপ্ট পর্যন্ত করছ না। কী হলো তোমার; তুমি কি সত্যিই নেটওয়ার্কের বাইরে চলে গেলে ভাই!
বন্ধু ফাহির, শেষ বিদায়বেলা তোমার এলাকা, কর্মস্থল, বন্ধুদের অনেকেই ছিলেন। মসজিদের ইমাম, চেয়ারম্যানসহ সবার মুখে তোমার সে কী প্রশংসা! তোমার বাবাও বললেন। বললেন, তোমার বাবা-মা দুজনই তোমার ওপর খুশি; কোনো অভিযোগ-অনুযোগ নেই। এমন মন্তব্য পেয়ে আনন্দে আত্মহারা হয়ে কী আরেকবার ঘরে ফেরা যায় না? পড়াশোনার জন্য ছোটবেলা থেকে বাইরে থাকা মানুষ তুমি। প্রতিদিন সকালে-রাতে বাড়িতে ফোন দেওয়ার অভ্যাসটাও দুদিনের মাঝেই দিব্যি থামিয়ে দিলে, এও মানা যায়? এত লোকের সামনের দিকে এক কোনে অপলক তাকিয়ে থাকা তোমার একমাত্র ভাই কিছুই বললেন না। একেই হয়তো বলে 'ভাষা হারিয়ে ফেলা'। শুনেছি, সবাই চলে যাওয়ার পর তোমার বাবাও তেমন কথা বলছেন না, কাঁদতেও পারছেন না। অধিক শোকে পাথর হয়ে যাওয়ার উদাহরণ দেখতে চাইলে একবার তাঁকে দেখে এসো। তোমার মায়ের অশ্রুতে বান ডেকেছে। আরেকটি মেয়ের (বাগ্দত্তা) আর্তনাদ সবাইকে নির্বাক করে দিলেও শুনেছি তোমার প্রতি তাঁর কোনো অভিযোগ নেই। তবে তোমার রুমমেটের আফসোস-আক্ষেপ: হাসপাতালে নেওয়ার টাইমটা পর্যন্ত দিলে না। অফিসের জন্য ঘুম থেকে তুলে দেওয়া বন্ধুরা এত ডাকাডাকি করলেও তুমি সাড়া দিলে না। এটা কি ঠিক হলো?
চোখের জলের ফাহির, শো মাস্ট গো অন রীতিতে সবই চলছে; অবশ্য চালাতে হচ্ছে। তবে আগের মতো চলছে না। যখন ছিলে তখন যেমন চলত, তেমন চলছে না; থমকে থমকে চলছে। এসবের মাঝেই কোনো এক পাশে হুটহাট কেউ না কেউ হুহু করে কেঁদে উঠছেন-অশ্রু ঝরছে; তোমাকে নিয়ে লিখছেন। কী-বোর্ড থমকে গেলেও চালিয়ে নিতে হচ্ছে। তোমার হাসিমুখের অভাব চলছে। ও আচ্ছা, তোমার এডিট করা শেষ প্রতিবেদনটি কিন্তু আজকের পত্রিকার অনলাইনে উঠে গেছে। তোমার স্মরণে লেখাগুলোও ধুম করে সর্বোচ্চ পঠিততে উঠে যাচ্ছে। অফিসের ছাদে আজ তোমার স্মরণসভা, তোমার উদ্দেশ্যে দোয়া হয়েছে। সম্পাদক থেকে-দ্বাররক্ষী সবার উপস্থিতিতে। তোমার বন্ধুরাও এসেছিলেন। তোমার বিশ্ববিদ্যালয়, বাড়িতেও দোয়া-মিলাদের আয়োজন হচ্ছে। এসবের উদ্দেশ্য একটাই—তোমার পরকালীন শান্তি। শান্তিতে থেকো ভাই।
দ্রুত চিঠির উত্তর দিও। ও আচ্ছা, উত্তর কি দিতে পারবে? দেবে? হয়তো দেবে না। অবশ্য এ কথা নিশ্চিতই যে দেবে না, দিতে পারবে না। তাও ভুলে যাই যে, তুমি নাই। আর আসবে না। তবে কথা রেখো, ভালো থেকো।
আমরা অনেক নীতিনৈতিকতার বকবকানির সমাজ, রিয়্যাকশনারি সমাজ। আর গুরুত্বপূর্ণ কথা এই যে, আমি শ্লীলতার রাজনীতির বাইরে মাঠের লড়াই নিয়ে বলতে চাইছি। এখানে গল্পে-কাহিনিতে ক্ষমতাহীন ও ক্ষমতাশালী মানুষের মধ্যেকার লড়াইটা পুরো অস্তিত্ববাদী। সেটা এই অর্থে যে, এখানে ক্ষমতাহীন মানুষ তার অস্তিত্বের ফিলোসফিক্যাল...
৫ দিন আগে১৯৮০ সালে তাইওয়ান সরকার ভাবল দেশটির একটা জাতীয় বিজ্ঞান জাদুঘর থাকা উচিত। যেই ভাবা সেই কাজ। ঘোষণাও দেওয়া হয়ে গেল—জাদুঘর হবে। ঘোষণা দিয়ে আর তো বসে থাকা যায় না। পরের বছরই ভবনের নকশার কাজ শুরু হয়। ১৯৮৬ সালে নর্থ জেলার তাইচুং শহরে নতুন বছরের প্রথম দিনই উদ্বোধন হয় ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল সায়েন্স।
৬ দিন আগে১৮২৫ সালে রাশিয়ার সম্রাট প্রথম পাভেল তাঁর পুত্র গ্র্যান্ড ডিউক মিখাইল পাভলোভিচ ও তাঁর নববধূ এলেনা পাভলোভনাকে বিয়ের উপহার হিসেবে সেন্ট পিটার্সবার্গে একটি প্রাসাদ নির্মাণ করে দেন। প্রথমে ভবনটির নাম ছিল মিখাইলোভস্কি প্রাসাদ। যদিও মৃত্যুর পর এটি হয়ে যায় তাঁর স্ত্রীর নামে—দ্য প্যালেস অব দ্য গ্র্যান্ড...
৭ দিন আগেযখন মার্কিন প্রেসিডেন্টের গদিতে ছিলেন হ্যারি এস ট্রুম্যান, তখন ১৯৪৬ সালে তাঁর এক স্বাক্ষরে কংগ্রেস আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় ন্যাশনাল এয়ার মিউজিয়াম। ১৮৭৬ সালে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রদর্শনীর কিছু নিদর্শন এই জাদুঘরের নিদর্শনের তালিকাভুক্ত হয়। মূলত চায়নিজ ইম্পেরিয়াল কমিশন কিছু...
৯ দিন আগে