ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
প্রশ্ন: আমার বয়স ৪০ বছর। স্বামী দুই বছর আগে মারা গেছে। দুই সন্তান—একটি ছেলে ও একটি মেয়ে। মেয়ের বয়স ২৫ আর ছেলের ১৪ বছর। স্বামী মারা যাওয়ার আগে তার বাবার সম্পত্তি ভাগাভাগি হয়নি। সম্প্রতি আমার দেবর ও ভাশুরেরা সম্পত্তি ভাগাভাগি করেছেন, যেখানে আমি উপস্থিত ছিলাম না। তাঁরা এমনভাবে সব করেছেন, যা স্বামীর অবর্তমানে আমি কিংবা আমার সন্তানেরা সম্পত্তির কোনো ভাগই পাব না। এ ক্ষেত্রে আমি কী করতে পারি। কেস করতে চাইলে সেটা কীভাবে করলে সুবিধা হবে?
সাবিনা কবির, খুলনা
উত্তর: আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আসলে আমাদের দেশের প্রায় প্রতিটি ঘরেই ঘটে এবং এটা অন্যায়। আপনার স্বামীর মারা যাওয়ায় আপনি এবং সন্তানেরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন না। মুসলিম আইন অনুযায়ী, শ্বশুরের সম্পত্তি ভাগাভাগি হওয়ার সময় আপনার স্বামী জীবিত থাকলে যে অংশ পেতেন, মৃত্যুর পরেও তাঁর সেই প্রাপ্য অংশই আপনি এবং আপনার সন্তানেরা ওয়ারিশান হিসেবে পাবেন। কাজেই আপনার দেবর ও ভাশুরেরা যেভাবে আপনাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, তা বেআইনি। আপনাদের প্রথমেই ওয়ারিশনামা বের করতে হবে। এরপর বিজ্ঞ আদালতে একটি পার্টিশন শুট করতে হবে। সেখানে বিজ্ঞ আদালত ওয়ারিশান অনুযায়ী, আপনার শ্বশুরের সম্পত্তি আপনি, আপনার ছেলেমেয়ে, দেবর, ভাশুর এবং আরও ওয়ারিশান থাকলে–যেমন আপনার ননদ কিংবা শাশুড়ি–সবার মধ্যে আইন অনুযায়ী ভাগ করে দেবেন।
তবে এ ধরনের মামলায় অনেক দীর্ঘসূত্রতা থাকে। কাজেই উচিত হবে প্রথমে আপনার দেবর ও ভাশুরকে একটি উকিল নোটিশ পাঠানো। এ জন্য আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাহায্য নিতে পারেন। তিনি দেশের মুসলিম আইনের আলোকে যখন আপনার দেবর ও ভাশুরকে উকিল নোটিশ পাঠাবেন, তখন তাঁরা যদি তাঁদের ভুল বুঝতে পারেন, তাহলে আপসে আপনার শ্বশুরের সম্পত্তি তাঁর ওয়ারিশনামা অনুযায়ী নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন। এতে আপনাদের মামলার জন্য সময় ও অর্থ ব্যয়–দুটোই বাঁচবে। আর যদি উকিল নোটিশে কাজ না হয়, তাহলে আদালতের আশ্রয় নিতে হবে।
আরেকটি বিষয়। ছেলে যেহেতু নাবালক (১৪ বছর), তাই সে তার বাবার সম্পত্তির যে অংশ পাবে, এর দেখভাল করার জন্য আপনাকে বিজ্ঞ আদালতে তাঁর সম্পত্তির লিগ্যাল গার্ডিয়ান হওয়ার দরখাস্ত করতে হবে। ছেলের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত আপনি (যদি আদালত আপনাকে লিগ্যাল গার্ডিয়ানশিপ দেন) সেই সম্পত্তি দেখভাল করবেন। ছেলের বয়স ১৮ বছর হয়ে গেলে তখন তার সম্পত্তির দায়িত্ব নিজেই বুঝে পাবে। এর আগে ছেলের সম্পত্তি আপনি বা যে লিগ্যাল গার্ডিয়ান হবেন, তিনি আদালতের অনুমতি ছাড়া কোনো মালিকানা পরিবর্তন করতে পারবেন না।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রশ্ন: আমার বয়স ৪০ বছর। স্বামী দুই বছর আগে মারা গেছে। দুই সন্তান—একটি ছেলে ও একটি মেয়ে। মেয়ের বয়স ২৫ আর ছেলের ১৪ বছর। স্বামী মারা যাওয়ার আগে তার বাবার সম্পত্তি ভাগাভাগি হয়নি। সম্প্রতি আমার দেবর ও ভাশুরেরা সম্পত্তি ভাগাভাগি করেছেন, যেখানে আমি উপস্থিত ছিলাম না। তাঁরা এমনভাবে সব করেছেন, যা স্বামীর অবর্তমানে আমি কিংবা আমার সন্তানেরা সম্পত্তির কোনো ভাগই পাব না। এ ক্ষেত্রে আমি কী করতে পারি। কেস করতে চাইলে সেটা কীভাবে করলে সুবিধা হবে?
সাবিনা কবির, খুলনা
উত্তর: আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আসলে আমাদের দেশের প্রায় প্রতিটি ঘরেই ঘটে এবং এটা অন্যায়। আপনার স্বামীর মারা যাওয়ায় আপনি এবং সন্তানেরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন না। মুসলিম আইন অনুযায়ী, শ্বশুরের সম্পত্তি ভাগাভাগি হওয়ার সময় আপনার স্বামী জীবিত থাকলে যে অংশ পেতেন, মৃত্যুর পরেও তাঁর সেই প্রাপ্য অংশই আপনি এবং আপনার সন্তানেরা ওয়ারিশান হিসেবে পাবেন। কাজেই আপনার দেবর ও ভাশুরেরা যেভাবে আপনাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, তা বেআইনি। আপনাদের প্রথমেই ওয়ারিশনামা বের করতে হবে। এরপর বিজ্ঞ আদালতে একটি পার্টিশন শুট করতে হবে। সেখানে বিজ্ঞ আদালত ওয়ারিশান অনুযায়ী, আপনার শ্বশুরের সম্পত্তি আপনি, আপনার ছেলেমেয়ে, দেবর, ভাশুর এবং আরও ওয়ারিশান থাকলে–যেমন আপনার ননদ কিংবা শাশুড়ি–সবার মধ্যে আইন অনুযায়ী ভাগ করে দেবেন।
তবে এ ধরনের মামলায় অনেক দীর্ঘসূত্রতা থাকে। কাজেই উচিত হবে প্রথমে আপনার দেবর ও ভাশুরকে একটি উকিল নোটিশ পাঠানো। এ জন্য আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাহায্য নিতে পারেন। তিনি দেশের মুসলিম আইনের আলোকে যখন আপনার দেবর ও ভাশুরকে উকিল নোটিশ পাঠাবেন, তখন তাঁরা যদি তাঁদের ভুল বুঝতে পারেন, তাহলে আপসে আপনার শ্বশুরের সম্পত্তি তাঁর ওয়ারিশনামা অনুযায়ী নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন। এতে আপনাদের মামলার জন্য সময় ও অর্থ ব্যয়–দুটোই বাঁচবে। আর যদি উকিল নোটিশে কাজ না হয়, তাহলে আদালতের আশ্রয় নিতে হবে।
আরেকটি বিষয়। ছেলে যেহেতু নাবালক (১৪ বছর), তাই সে তার বাবার সম্পত্তির যে অংশ পাবে, এর দেখভাল করার জন্য আপনাকে বিজ্ঞ আদালতে তাঁর সম্পত্তির লিগ্যাল গার্ডিয়ান হওয়ার দরখাস্ত করতে হবে। ছেলের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত আপনি (যদি আদালত আপনাকে লিগ্যাল গার্ডিয়ানশিপ দেন) সেই সম্পত্তি দেখভাল করবেন। ছেলের বয়স ১৮ বছর হয়ে গেলে তখন তার সম্পত্তির দায়িত্ব নিজেই বুঝে পাবে। এর আগে ছেলের সম্পত্তি আপনি বা যে লিগ্যাল গার্ডিয়ান হবেন, তিনি আদালতের অনুমতি ছাড়া কোনো মালিকানা পরিবর্তন করতে পারবেন না।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
মাজুলি, আসাম। এখন এর পরিচিতি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ হিসেবে। তবে সৌন্দর্যের পাশাপাশি এই দ্বীপ এখন ভয়ংকর এক বাস্তবতার মুখোমুখি। বন্যা, ভাঙন আর ভূমিক্ষয়ের দুঃখ যেন এখানে প্রত্যেক মানুষকে গ্রাস করছে। সেই বাস্তবতার মাঝে নতুন আশার আলো নিয়ে এগিয়ে এসেছেন ২৫ বছরের এক তরুণী—মুনমুনি পায়েং...
৮ মিনিট আগে৩১ আগস্ট ২০২৫। আফগানিস্তানের কুনার ও নানগারহার প্রদেশে ৬ মাত্রার একটি ভূমিকম্প সবকিছু তছনছ করে দেয়। সরকারি তথ্যমতে, সে দেশে ২ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার। এ ছাড়া ধ্বংস হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার ঘরবাড়ি। ভূমিকম্পে অনেক পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়েছে...
১ ঘণ্টা আগেআমার বয়স ৪০ বছর। আমি গানের শিক্ষক। বাসায় গান শেখাই। বিয়ে হয়েছে ২০১৮ সালে। এরপর বুঝতে পারি, স্বামী নেশাগ্রস্ত। আমার দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। ইদানীং স্বামী কথায় কথায় আমার ওপর নির্যাতন করছে। সেটা আবার আমার ছেলের সামনেই। এই সংসারে আর থাকতে চাই না। কিন্তু এ বিষয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুতও করতে...
২ ঘণ্টা আগেনারীবাদী ইতিহাস, বিজ্ঞান ও দর্শনের সংযোগস্থলে এক উজ্জ্বল আলো এমিলি দ্যু শাতলে। নিউটনের লেখা ‘পেইনসিপিয়া ম্যাথম্যাটিকা’ বইটি তিনি লাতিন ভাষা থেকে ফরাসিতে অনুবাদ করেছিলেন। এমনকি বইটিতে বিশ্লেষণাত্মক টীকা ও ব্যাখ্যা যোগ করেছিলেন। সেটিকে এখনো নির্ভরযোগ্য ফরাসি অনুবাদ হিসেবে ধরা হয়...
২ ঘণ্টা আগে