Ajker Patrika

এক মাসে ২০৫ নারী ও কন্যা নির্যাতনের শিকার

ফিচার ডেস্ক
এক মাসে ২০৫ নারী ও কন্যা নির্যাতনের শিকার

চলতি বছরের শুরুর মাসে ৮৫ কন্যা এবং ১২০ নারী নির্যাতনের শিকার হয়েছেন। নারী ও কন্যাশিশু নির্যাতন-বিষয়ক মাসিক জরিপে এমন তথ্য দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি মাসে মোট ২০৫ নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন।

মহিলা পরিষদের জরিপ অনুযায়ী, জানুয়ারি মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৪২ কন্যাসহ ৬৭ নারী। নিপীড়নের শিকার হয়েছেন আটজনের মধ্যে চার কন্যা। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে একজন কন্যা। অ্যাসিডদগ্ধের কারণে দুজন এবং অগ্নিদগ্ধের কারণে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন দুজন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২১ জন। তাঁদের মধ্যে দুজন কন্যা।

দুই গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন হত্যার শিকার হয়েছেন। বিভিন্ন কারণে ১১ জন কন্যাসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে।

অপহরণের ঘটনার শিকার হয়েছেন তিন কন্যাসহ পাঁচজন। এ ছাড়া সাত কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছে। এক কন্যাসহ দুজন সাইবার অপরাধের শিকার হয়েছেন। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে দুটি। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে তিনটি।

এ ছাড়া দুই কন্যাসহ সাতজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত