ফিচার ডেস্ক
১৯৮৮ সালে যখন তিনি আল্পসে ফিরে যান এবং আইগার পর্বতের নর্থ ফেসে আরোহণ করেন, তখন তিনি ছয় মাসের গর্ভবতী। এই অবস্থায় এমন ঝুঁকিপূর্ণ কাজে থাকায় ভীষণ সমালোচিত
হন তিনি। এর জবাবে তিনি বলেছিলেন, ‘আমি গর্ভবতী ছিলাম, অসুস্থ না।’ এই নারীর নাম আলিসন হারগ্রিভস।
মাত্র ৯ বছর বয়সে বেন নেভিস পর্বতে এবং ১৩ বছর বয়সে রক ক্লাইম্বিং শুরু করেছিলেন তিনি।
আলিসন হারগ্রিভস যেকোনো এক সময় পর্বতে আরোহণে ইতিহাস গড়বেন, সেটা একরকম অবধারিত ছিল। করেছেনও তাই। ১৯৯৫ সালের ১৩ মে তিনি প্রথম নারী হিসেবে অক্সিজেন ও শেরপার সাহায্য ছাড়া নর্থ কোল-নর্থইস্ট রিজ রুট দিয়ে এভারেস্টে আরোহণ করে ইতিহাস গড়েছিলেন। সেই অভিযানে অ্যাডভান্সড বেস ক্যাম্পের ওপরে তিনি অন্য দলগুলো থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করেন। তবে তিনি ফিক্সড রোপ ব্যবহার করেননি। পর্বতের উচ্চ স্থানে অবস্থিত সেকেন্ড স্টেপে থাকা মই ব্যবহার করেন।
১৯৯৫ সালের গ্রীষ্মে আলিসন পাকিস্তানে যান কোনো ধরনের সহায়তা বা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই কে২ পর্বতে আরোহণ করার জন্য। ১৩ আগস্ট বিকেলে অনেক দেরিতে শৃঙ্গে পৌঁছান তিনি। নিচে নামার সময় প্রবল ঝড় তাঁর দলকে কাবু করে। আলিসন সেই প্রবল ঝড়ে পর্বত থেকে ছিটকে পড়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান।
সূত্র: এক্সপ্লোরার্স ওয়েভ
১৯৮৮ সালে যখন তিনি আল্পসে ফিরে যান এবং আইগার পর্বতের নর্থ ফেসে আরোহণ করেন, তখন তিনি ছয় মাসের গর্ভবতী। এই অবস্থায় এমন ঝুঁকিপূর্ণ কাজে থাকায় ভীষণ সমালোচিত
হন তিনি। এর জবাবে তিনি বলেছিলেন, ‘আমি গর্ভবতী ছিলাম, অসুস্থ না।’ এই নারীর নাম আলিসন হারগ্রিভস।
মাত্র ৯ বছর বয়সে বেন নেভিস পর্বতে এবং ১৩ বছর বয়সে রক ক্লাইম্বিং শুরু করেছিলেন তিনি।
আলিসন হারগ্রিভস যেকোনো এক সময় পর্বতে আরোহণে ইতিহাস গড়বেন, সেটা একরকম অবধারিত ছিল। করেছেনও তাই। ১৯৯৫ সালের ১৩ মে তিনি প্রথম নারী হিসেবে অক্সিজেন ও শেরপার সাহায্য ছাড়া নর্থ কোল-নর্থইস্ট রিজ রুট দিয়ে এভারেস্টে আরোহণ করে ইতিহাস গড়েছিলেন। সেই অভিযানে অ্যাডভান্সড বেস ক্যাম্পের ওপরে তিনি অন্য দলগুলো থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করেন। তবে তিনি ফিক্সড রোপ ব্যবহার করেননি। পর্বতের উচ্চ স্থানে অবস্থিত সেকেন্ড স্টেপে থাকা মই ব্যবহার করেন।
১৯৯৫ সালের গ্রীষ্মে আলিসন পাকিস্তানে যান কোনো ধরনের সহায়তা বা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই কে২ পর্বতে আরোহণ করার জন্য। ১৩ আগস্ট বিকেলে অনেক দেরিতে শৃঙ্গে পৌঁছান তিনি। নিচে নামার সময় প্রবল ঝড় তাঁর দলকে কাবু করে। আলিসন সেই প্রবল ঝড়ে পর্বত থেকে ছিটকে পড়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান।
সূত্র: এক্সপ্লোরার্স ওয়েভ
পরিচিত বাস্তবতার কোথাও খানিক পরিবর্তন ঘটে গেছে। মানুষের নিরাপদ জায়গা হিসেবে যে পরিবারের কথা বলা হয়েছে সব সময়, সেখানেই এখন আর নিরাপদ নয় মানুষ। এ বছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে দেশে! এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
৩ দিন আগেজন্ম থেকে হৃৎপিণ্ডে জটিলতা। বড় হয়ে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। তবে জীবন থেমে থাকেনি। নিজের চারপাশে মানুষজনের উৎসাহ, ভালোবাসা আর সহানুভূতি তাঁকে সাহস দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে। একসময় অনলাইনে বসে দেখতে পান, কেউ একজন অন্যকে কাজ শেখাচ্ছেন, ঠিক তখনই মনে হয়...
৩ দিন আগেসেলফ ব্লেমিং কি মানসিক রোগ? এখান থেকে কীভাবে নিজেকে বের করে আনব? পরিবার-পরিজনের সঙ্গে আমার এই সমস্যার কারণে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড মানসিক চাপ নিয়ে দিন কাটাতে হচ্ছে
৩ দিন আগেমনে পড়ে গাজার ত্রাণবাহী সেই জাহাজের কথা? যে জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছিল মাঝ সমুদ্র থেকে। ‘ফ্রিডম ফ্লোটিলা’ আন্তর্জাতিক সংহতি সংগঠন গাজার অবরোধ ভাঙতে গত ১ জুন ইতালির কাতানিয়া উপকূল থেকে ‘ম্যাডলিন’ নামের একটি জাহাজ পাঠিয়েছিল। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে জাহাজে থাকা...
৩ দিন আগে