Ajker Patrika

সাংবাদিক লেখিকা ফার্স্ট লেডি শ্রাইভার

ডেস্ক রিপোর্ট
সাংবাদিক লেখিকা ফার্স্ট লেডি শ্রাইভার

সাদা ও তীব্র সাইট্রাস সুগন্ধযুক্ত একটি হাইব্রিড গোলাপের নাম মারিয়া শ্রাইভার। ২০০৪ সালের অক্টোবরে গোলাপটির নামকরণ করা হয় মারিয়া ওয়িংস শ্রাইভারের নাম অনুসারে। শ্রাইভার একজন আমেরিকান সাংবাদিক, লেখক, ক্যালিফোর্নিয়ার সাবেক ফার্স্ট লেডি এবং কেনেডি পরিবারের সদস্য। তিনি দ্য উইমেনস আলঝেইমার মুভমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা।

১৯৫৫ সালের ৬ নভেম্বর শিকাগো শহরের ইলিনয়ের প্রেসবিটারিয়ান হাসপাতালে জন্মেছিলেন মারিয়া। তাঁর বাবা রাজনীতিবিদ সার্জেন্ট শ্রাইভার এবং মা কর্মী ইউনিস কেনেডি। শ্রাইভার তাঁর সাংবাদিকতা পেশা শুরু করেছিলেন সিবিএস স্টেশন কেওয়াইডব্লিউ টিভি থেকে।

১৯৮৬ সালে এনবিসি নিউজে যোগদানের আগে স্বল্পসময়ের জন্য সিবিএস মর্নিং নিউজে উপস্থাপনা করেন। টুডে শো এবং এনবিসি নাইটলি নিউজের সাপ্তাহিক সংস্করণেও তিনি উপস্থাপক হিসেবে কাজ করেছেন। ২০০৩ সালে আর্নল্ড শোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার ৩৮তম গভর্নর হিসেবে অভিষিক্ত হওয়ার পর সেই প্রদেশের ফার্স্ট লেডি হন মারিয়া। ফার্স্ট লেডি হিসেবে নিজের কাজ করার জন্য ২০০৪ সালে এনবিসি নিউজ ছেড়ে দেন তিনি। তবে এরপর ২০১৩ সালে বিশেষ উপস্থাপক হিসেবে ফিরে আসেন। মারিয়া ফার্স্ট লেডি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ায় নারীদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দারিদ্র্যের অবসান ঘটানোর বাস্তব সমাধান নিয়ে কাজ করা এবং পুরো ক্যালিফোর্নিয়ায় তাঁদের সেবামূলক কাজ করতে উৎসাহিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত