ফিচার ডেস্ক
রেকর্ড করা হয় সেটা ভাঙার জন্য। কিন্তু একজন মানুষ, আবার তিনি যদি নারী হয়ে রেকর্ডের পর রেকর্ড করে যেতে থাকেন, সেটাকে অনেক সময় অবিশ্বাস্য বলে মনে হবে। হ্যাঁ, মেরি টেরেসা স্ল্যানি তেমনই একজন ক্রীড়াবিদ। তাঁর করা একটি রেকর্ড টিকে ছিল প্রায় চার দশক।
মেরি টেরেসা স্ল্যানি ছিলেন আমেরিকান মধ্যম এবং দীর্ঘ দূরত্বের দৌড়বিদ। এ ছাড়া তিনি ছিলেন একজন টেনিস খেলোয়াড়। দৌড় ও টেনিস—উভয় ক্ষেত্রেই তিনি রেকর্ড করেছিলেন। মেরি পুরো ক্যারিয়ারে মোট ১৭টি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিশ্ব রেকর্ড করেছিলেন।
আর ৮০০ মিটার থেকে ১০ হাজার মিটার পর্যন্ত বিভিন্ন দূরত্বের দৌড়ে ৩৬টি মার্কিন জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। এসব রেকর্ডের কারণে তাঁকে ‘রেকর্ড মানবী’ বলা যেতেই পারে।
মেরি ১৯৮৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১ হাজার ৫০০ মিটার এবং ৩ হাজার মিটার দৌড়ে সোনার পদক জেতেন। তিনি ৫ হাজার মিটার এবং ১০ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী ছিলেন। প্রথম নারী হিসেবে দৌড় প্রতিযোগিতায় ৪ মিনিট ২০ সেকেন্ডের রেকর্ড ভেঙেছিলেন তিনি।
মেরি টেরেসার ১ হাজার ৫০০ মিটার রেকর্ড ৩২ বছর এবং মাইল (১ হাজার ৭৬০ গজ) রেকর্ড ৩৮ বছর ধরে টিকে ছিল।
মেরি টেরেসা ১৯৭২ সালের ২৬ মার্চ আন্তর্জাতিক টেনিস ম্যাচে সবচেয়ে কম বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে রেকর্ড করেন। ১৯৮০ সালের ২৫ জানুয়ারি মাইল দৌড়ে ৪ মিনিট ২০ সেকেন্ডের সময়সীমা ভেঙে রেকর্ড করেন।
রেকর্ড করা হয় সেটা ভাঙার জন্য। কিন্তু একজন মানুষ, আবার তিনি যদি নারী হয়ে রেকর্ডের পর রেকর্ড করে যেতে থাকেন, সেটাকে অনেক সময় অবিশ্বাস্য বলে মনে হবে। হ্যাঁ, মেরি টেরেসা স্ল্যানি তেমনই একজন ক্রীড়াবিদ। তাঁর করা একটি রেকর্ড টিকে ছিল প্রায় চার দশক।
মেরি টেরেসা স্ল্যানি ছিলেন আমেরিকান মধ্যম এবং দীর্ঘ দূরত্বের দৌড়বিদ। এ ছাড়া তিনি ছিলেন একজন টেনিস খেলোয়াড়। দৌড় ও টেনিস—উভয় ক্ষেত্রেই তিনি রেকর্ড করেছিলেন। মেরি পুরো ক্যারিয়ারে মোট ১৭টি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিশ্ব রেকর্ড করেছিলেন।
আর ৮০০ মিটার থেকে ১০ হাজার মিটার পর্যন্ত বিভিন্ন দূরত্বের দৌড়ে ৩৬টি মার্কিন জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। এসব রেকর্ডের কারণে তাঁকে ‘রেকর্ড মানবী’ বলা যেতেই পারে।
মেরি ১৯৮৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১ হাজার ৫০০ মিটার এবং ৩ হাজার মিটার দৌড়ে সোনার পদক জেতেন। তিনি ৫ হাজার মিটার এবং ১০ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী ছিলেন। প্রথম নারী হিসেবে দৌড় প্রতিযোগিতায় ৪ মিনিট ২০ সেকেন্ডের রেকর্ড ভেঙেছিলেন তিনি।
মেরি টেরেসার ১ হাজার ৫০০ মিটার রেকর্ড ৩২ বছর এবং মাইল (১ হাজার ৭৬০ গজ) রেকর্ড ৩৮ বছর ধরে টিকে ছিল।
মেরি টেরেসা ১৯৭২ সালের ২৬ মার্চ আন্তর্জাতিক টেনিস ম্যাচে সবচেয়ে কম বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে রেকর্ড করেন। ১৯৮০ সালের ২৫ জানুয়ারি মাইল দৌড়ে ৪ মিনিট ২০ সেকেন্ডের সময়সীমা ভেঙে রেকর্ড করেন।
মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম নারীদের নিয়ে সি রেঞ্জার বাহিনী গঠন করেছে সৌদি আরব। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে এই রেঞ্জার বাহিনীর কথা জানান সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভ। সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও নারী ক্ষমতায়নের প্রতি দেশটির প্রতিশ্র
১ দিন আগেচব্বিশের জুলাই। ৩১ দিনে নয়, শেষ হয়েছিল ৩৬ দিনে। সেই উত্তাল সময় তৈরি করেছে নানা আনন্দের স্মৃতি ও বেদনার ক্ষত। তৈরি হয়েছে এক ঐতিহাসিক অধ্যায়। কেউ কেউ জীবনের পরোয়া না করে ইতিহাস সৃষ্টি করেছিলেন সে সময়। কেউ পানি দিয়েছিলেন, কেউ আহত ব্যক্তিদের নিজের রিকশায় নিয়ে গিয়েছিলেন হাসপাতালে...
২ দিন আগে৩০ বছর ধরে পাঁপড় বানিয়ে চলেছেন! সেই পাঁপড় বিক্রি করে চলছে সংসার, প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা ও ছেলের পড়াশোনা। বলছি মাদারীপুর শহরের পাকদি এলাকার হারুন-অর-রশীদ (৬৫) ও মজিদা বেগম (৫০) দম্পতির গল্প।
২ দিন আগেসুতার নাম কেভলার। সুতি বা কটন, রেশম, রেয়ন ইত্যাদি সুতার কথা আমরা জানি। সেগুলো দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পোশাক ব্যবহারও করি। কিন্তু কেভলার? না, সাধারণ মানুষ এই সুতায় তৈরি পোশাক ব্যবহার করে না। বিশেষ অবস্থার জন্য বিশেষ ধরনের পোশাক তৈরিতেই শুধু এই কেভলার ফাইবার ব্যবহার করা হয়।
২ দিন আগে