ফিচার ডেস্ক
রেকর্ড করা হয় সেটা ভাঙার জন্য। কিন্তু একজন মানুষ, আবার তিনি যদি নারী হয়ে রেকর্ডের পর রেকর্ড করে যেতে থাকেন, সেটাকে অনেক সময় অবিশ্বাস্য বলে মনে হবে। হ্যাঁ, মেরি টেরেসা স্ল্যানি তেমনই একজন ক্রীড়াবিদ। তাঁর করা একটি রেকর্ড টিকে ছিল প্রায় চার দশক।
মেরি টেরেসা স্ল্যানি ছিলেন আমেরিকান মধ্যম এবং দীর্ঘ দূরত্বের দৌড়বিদ। এ ছাড়া তিনি ছিলেন একজন টেনিস খেলোয়াড়। দৌড় ও টেনিস—উভয় ক্ষেত্রেই তিনি রেকর্ড করেছিলেন। মেরি পুরো ক্যারিয়ারে মোট ১৭টি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিশ্ব রেকর্ড করেছিলেন।
আর ৮০০ মিটার থেকে ১০ হাজার মিটার পর্যন্ত বিভিন্ন দূরত্বের দৌড়ে ৩৬টি মার্কিন জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। এসব রেকর্ডের কারণে তাঁকে ‘রেকর্ড মানবী’ বলা যেতেই পারে।
মেরি ১৯৮৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১ হাজার ৫০০ মিটার এবং ৩ হাজার মিটার দৌড়ে সোনার পদক জেতেন। তিনি ৫ হাজার মিটার এবং ১০ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী ছিলেন। প্রথম নারী হিসেবে দৌড় প্রতিযোগিতায় ৪ মিনিট ২০ সেকেন্ডের রেকর্ড ভেঙেছিলেন তিনি।
মেরি টেরেসার ১ হাজার ৫০০ মিটার রেকর্ড ৩২ বছর এবং মাইল (১ হাজার ৭৬০ গজ) রেকর্ড ৩৮ বছর ধরে টিকে ছিল।
মেরি টেরেসা ১৯৭২ সালের ২৬ মার্চ আন্তর্জাতিক টেনিস ম্যাচে সবচেয়ে কম বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে রেকর্ড করেন। ১৯৮০ সালের ২৫ জানুয়ারি মাইল দৌড়ে ৪ মিনিট ২০ সেকেন্ডের সময়সীমা ভেঙে রেকর্ড করেন।
রেকর্ড করা হয় সেটা ভাঙার জন্য। কিন্তু একজন মানুষ, আবার তিনি যদি নারী হয়ে রেকর্ডের পর রেকর্ড করে যেতে থাকেন, সেটাকে অনেক সময় অবিশ্বাস্য বলে মনে হবে। হ্যাঁ, মেরি টেরেসা স্ল্যানি তেমনই একজন ক্রীড়াবিদ। তাঁর করা একটি রেকর্ড টিকে ছিল প্রায় চার দশক।
মেরি টেরেসা স্ল্যানি ছিলেন আমেরিকান মধ্যম এবং দীর্ঘ দূরত্বের দৌড়বিদ। এ ছাড়া তিনি ছিলেন একজন টেনিস খেলোয়াড়। দৌড় ও টেনিস—উভয় ক্ষেত্রেই তিনি রেকর্ড করেছিলেন। মেরি পুরো ক্যারিয়ারে মোট ১৭টি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিশ্ব রেকর্ড করেছিলেন।
আর ৮০০ মিটার থেকে ১০ হাজার মিটার পর্যন্ত বিভিন্ন দূরত্বের দৌড়ে ৩৬টি মার্কিন জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। এসব রেকর্ডের কারণে তাঁকে ‘রেকর্ড মানবী’ বলা যেতেই পারে।
মেরি ১৯৮৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১ হাজার ৫০০ মিটার এবং ৩ হাজার মিটার দৌড়ে সোনার পদক জেতেন। তিনি ৫ হাজার মিটার এবং ১০ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী ছিলেন। প্রথম নারী হিসেবে দৌড় প্রতিযোগিতায় ৪ মিনিট ২০ সেকেন্ডের রেকর্ড ভেঙেছিলেন তিনি।
মেরি টেরেসার ১ হাজার ৫০০ মিটার রেকর্ড ৩২ বছর এবং মাইল (১ হাজার ৭৬০ গজ) রেকর্ড ৩৮ বছর ধরে টিকে ছিল।
মেরি টেরেসা ১৯৭২ সালের ২৬ মার্চ আন্তর্জাতিক টেনিস ম্যাচে সবচেয়ে কম বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে রেকর্ড করেন। ১৯৮০ সালের ২৫ জানুয়ারি মাইল দৌড়ে ৪ মিনিট ২০ সেকেন্ডের সময়সীমা ভেঙে রেকর্ড করেন।
নারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৯ ঘণ্টা আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
১ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
১ দিন আগেতিন মিটার গভীর একটি কংক্রিটের ট্যাংকে আছে পানি। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সেই পানি সংগ্রহ করছে নারীরা। কাঠফাটা রোদে গাধার পিঠে রশিতে বাঁধা জেরিক্যান। একটি কঙ্কালসার একাশিয়াগাছের ছায়ায় কয়েকজন নারী বসে অপেক্ষা করছেন তাঁদের পালার জন্য। আশপাশে কোনো পুরুষ নেই। খুব সাবধানে সেখানে পানি তোলেন নারীরা।
১ দিন আগে