Ajker Patrika

আইটি ব্যবসা ছেড়ে যুক্তরাষ্ট্রে গৃহহীনদের রান্না করে খাওয়াচ্ছেন নূপুর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৬: ০৯
নূপুর পাঞ্জাবি। ছবি: সংগৃহীত
নূপুর পাঞ্জাবি। ছবি: সংগৃহীত

আইটি ব্যবসা থেকে কমিউনিটি কিচেন—নূপুর পাঞ্জাবির জীবনের গল্প যেন এক অনুপ্রেরণার যাত্রা। এক সময় তিনি ছিলেন আইটি ব্যবসায় এক সফল উদ্যোক্তা। কিন্তু মায়ের মৃত্যু ও করোনা মহামারির পর জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখনই তিনি সিদ্ধান্ত নেন অসহায়দের জন্য রান্না করবেন, গড়বেন এক মানবিক উদ্যোগ।

নূপুরের সেই উদ্যোগের নাম ‘অন্ন সুধা।’ সংস্কৃত শব্দ ‘অন্ন’ মানে খাবার আর ‘সুধা’ মানে অমৃত। নামের মতোই নূপুরের হেঁশেল আজ ভালোবাসা ও সহানুভূতির প্রতীক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বর্তমানে মাসে গড়ে ৬ হাজার ৫০০ মানুষের জন্য খাবার সরবরাহ করছে এই কমিউনিটি কিচেন।

এখানে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবী কাজ করেন। তারা ভারতীয় খাবারের সঙ্গে আমেরিকান খাবারের সংমিশ্রণ রান্না করেন। মেনুতে থাকে সমুচা, ছোলা, বাটার চিকেনের মতো ঐতিহ্যবাহী ভারতীয় পদ। আবার থাকে চিকেন পাস্তার মতো আমেরিকান খাবারও।

সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েন করেছেন, যা দেশটির দীর্ঘদিনের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। রাজধানীজুড়ে মোতায়েন করা সেনাদের পাশাপাশি দেখা যায় এক দারুণ দৃশ্যও। সেখানকার গৃহহীন ও অসহায় মানুষদের জন্য খাবারের বড় ভরসা নূপুরের কমিউনিটি কিচেন।

ভার্জিনিয়ার বাসিন্দা টম নামের একজন বলেন, ‘আমি সেতুর নিচে তাঁবুতে থাকি। এই রান্নাঘর আমাকে বাঁচতে সাহায্য করেছে। বিশেষ করে ভারতীয় খাবারগুলো আমার খুব ভালো লাগে।’

শুধু উপকারভোগীরাই নন, স্বেচ্ছাসেবীরাও এই উদ্যোগ থেকে মানসিক তৃপ্তি পান। দীর্ঘদিন ধরে যুক্ত থাকা শালিকা নামে এক তরুণী বলেন, ‘এখানে কাজ করলে মনে হয়, সবাই মিলে একটা উদ্দেশ্যের জন্য এগোচ্ছি। এটা সত্যিই আনন্দের।’

কিচেনটিকে টেকসই রাখার জন্য গ্রীষ্মে শিশুদের রান্না শেখানোর ক্যাম্পও পরিচালনা করা হয়। পরিবারগুলো ফি দিয়ে সন্তানদের পাঠায়। শিশুরা দোসা, উটপমের মতো ভারতীয় খাবার রান্না শেখে। এভাবে সংগৃহীত অর্থ আবার ব্যয় হয় গৃহহীনদের জন্য খাবার তৈরিতে।

একদিকে ভার্জিনিয়ায় নূপুর পাঞ্জাবির মতো স্বেচ্ছাসেবীরা নীরবে ক্ষুধার্ত মানুষের পেট ভরাচ্ছেন। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে চলছে ভিন্ন চিত্র। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রায় দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। সরকার বলছে, এটি অপরাধ দমন অভিযানের অংশ। কিন্তু সমালোচকেরা এটিকে রাজনৈতিক প্রদর্শনী বলছেন।

এই দুই ভিন্ন বাস্তবতার মাঝেই নূপুর পাঞ্জাবির উদ্যোগ আমেরিকায় মানবতার আলোকবর্তিকা হয়ে উঠেছে। তিনি বলেন, ‘আমি শূন্য থেকে আমার আইটি ব্যবসা শুরু করেছিলাম। মায়ের মৃত্যু ও মহামারির আঘাতের পর, আমি সবকিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করি। তখনই কিচেনের আইডিয়া মাথায় আসে। ব্যবসা ছেড়ে এই কমিউনিটি কিচেন চালু করার পর আমি গভীর সন্তুষ্টি পাই। এটাই আমার সুখের জায়গা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববাজারে সোনা বিক্রির হিড়িক, ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

গাজার যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে—আশঙ্কা ট্রাম্প প্রশাসনের

এলাকার খবর
Loading...