সাড়ে আট ইঞ্চি লম্বা কাঁচি মলদ্বারে নিয়ে কারাগারে পাচারের সময় ধরা পড়েছেন এক ব্যক্তি। তবে কী উদ্দেশ্যে তিনি এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের লা পোর্ট কাউন্টি কারাগারে এ ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কারাগারের সহকারী কমান্ডার লেফটেন্যান্ট জেফ হল্ট জানানা, গত বুধবার রুটিন তল্লাশির সময় ওই ব্যক্তির শরীরের বিশেষ জায়গায় কোনো বস্তু রয়েছে বলে সন্দেহ হয়। কিন্তু তিনি দেহ তল্লাশি করতে অসহযোগিতা করেন। পরে অবশ্য একান্ত অনিচ্ছায় ইলেকট্রনিক বডি স্ক্যান করতে রাজি হন তিনি। তখন তাঁর মলদ্বারে কাঁচিটি আবিষ্কৃত হয়।
কারাগারের একজন মুখপাত্র বলেন, কাঁচিটি আবিষ্কৃত হওয়ার কিছু সময় পরে কোনো অঘটন ছাড়াই তাঁর শরীর থেকে কাঁচিটি অপসারণ করা হয়েছে।
লা পোর্ট কাউন্টি শেরিফের অফিস থেকে ক্যাপ্টেন ডেরেক জে অ্যালেন বলেন, ব্যক্তিটি কারাগারের ভেতর কোনো বিপজ্জনক ঘটনা ঘটাতে পারতেন। কিন্তু লেফটেন্যান্ট হল্ট প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কারণে অঘটন প্রতিহত করা গেছে। এ জন্য তিনি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।
তবে কী কারণে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ।
লা পোর্ট কাউন্টি কারাগারের কর্মকর্তারা বলেন, ২০১৭ সালে প্রথমবারের মতো কারাগারে ফুল-বডি স্ক্যানার ব্যবহার শুরু হয়। এরপর থেকে এ স্ক্যানারের মাধ্যমে অপরাধীদের শরীরের বিভিন্ন গোপন জায়গা থেকে ট্যাটু করার সরঞ্জাম, ওষুধ ও প্যারাফারনালিয়াসহ আরও অনেক ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সাড়ে আট ইঞ্চি লম্বা কাঁচি মলদ্বারে নিয়ে কারাগারে পাচারের সময় ধরা পড়েছেন এক ব্যক্তি। তবে কী উদ্দেশ্যে তিনি এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের লা পোর্ট কাউন্টি কারাগারে এ ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কারাগারের সহকারী কমান্ডার লেফটেন্যান্ট জেফ হল্ট জানানা, গত বুধবার রুটিন তল্লাশির সময় ওই ব্যক্তির শরীরের বিশেষ জায়গায় কোনো বস্তু রয়েছে বলে সন্দেহ হয়। কিন্তু তিনি দেহ তল্লাশি করতে অসহযোগিতা করেন। পরে অবশ্য একান্ত অনিচ্ছায় ইলেকট্রনিক বডি স্ক্যান করতে রাজি হন তিনি। তখন তাঁর মলদ্বারে কাঁচিটি আবিষ্কৃত হয়।
কারাগারের একজন মুখপাত্র বলেন, কাঁচিটি আবিষ্কৃত হওয়ার কিছু সময় পরে কোনো অঘটন ছাড়াই তাঁর শরীর থেকে কাঁচিটি অপসারণ করা হয়েছে।
লা পোর্ট কাউন্টি শেরিফের অফিস থেকে ক্যাপ্টেন ডেরেক জে অ্যালেন বলেন, ব্যক্তিটি কারাগারের ভেতর কোনো বিপজ্জনক ঘটনা ঘটাতে পারতেন। কিন্তু লেফটেন্যান্ট হল্ট প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কারণে অঘটন প্রতিহত করা গেছে। এ জন্য তিনি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।
তবে কী কারণে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ।
লা পোর্ট কাউন্টি কারাগারের কর্মকর্তারা বলেন, ২০১৭ সালে প্রথমবারের মতো কারাগারে ফুল-বডি স্ক্যানার ব্যবহার শুরু হয়। এরপর থেকে এ স্ক্যানারের মাধ্যমে অপরাধীদের শরীরের বিভিন্ন গোপন জায়গা থেকে ট্যাটু করার সরঞ্জাম, ওষুধ ও প্যারাফারনালিয়াসহ আরও অনেক ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
১১ ঘণ্টা আগেসাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
২ দিন আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
৩ দিন আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
৩ দিন আগে