কত রকমের রেকর্ডই তো হয়! এবার নাক দিয়ে ঠেলে ঠেলে একটি চিনাবাদাম পাহাড়ে উঠিয়ে অদ্ভুত রকমের রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বব সালেম একুশ শতকের সেই প্রথম ব্যক্তি যিনি ৫৩ বছর বয়সে এই বিরল রেকর্ডটি করেছেন।
বব থাকেন যুক্তরাষ্ট্রের কলোরাডোয়। গত ৯ জুলাই তিনি শুরু করেছিলেন সেই অদ্ভূতকাণ্ড—নাক দিয়ে বাদাম ঠেলা। সাত দিন ধরে তিনি এ কাজ করেছেন। অতঃপর ১৫ জুলাই ‘মিশন সমাপ্ত’ ঘোষণা করেছেন। মিশন! হ্যাঁ, এ তো এক মিশনই বটে। যাঁরা কলোরাডোর ম্যানিটো স্প্রিংস শহরের ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিওটি দেখেছেন, তাঁরা নিশ্চয় স্বীকার করবেন, বব সালেম এক অসম্ভব মিশনই সমাপ্ত করেছেন।
অনন্য এ ইতিহাস সৃষ্টি করার পর বব সালেম বলেছেন, ম্যানিটো স্প্রিংসের মতো শহর আর নেই। এত সুন্দর। এ শহরের ১৫০ তম উদ্যাপন উপলক্ষে এমন কীর্তি গড়তে পেরে আমি আনন্দিত। আমার সঙ্গে আমার শহরটিও ইতিহাসে জায়গা করে নিয়েছে। ইতিহাসে স্থান করে নিয়েছে ‘পাইক পিকস’ নামটিও।
রকি পর্বতমালার একটি অংশের নাম পাইক পিকস। এই পাইক পিকসের ওপরেই নাক দিয়ে বাদাম ঠেলে তুলেছেন বব সালেম।
ববের বাদাম ঠেলার ভিডিওটি অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখছেন। ইতিমধ্যে ৯ হাজার বার দেখা হয়েছে। ভিডিওর নিচে অনেকেই চমৎকার মন্তব্য করছেন।
কত রকমের রেকর্ডই তো হয়! এবার নাক দিয়ে ঠেলে ঠেলে একটি চিনাবাদাম পাহাড়ে উঠিয়ে অদ্ভুত রকমের রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বব সালেম একুশ শতকের সেই প্রথম ব্যক্তি যিনি ৫৩ বছর বয়সে এই বিরল রেকর্ডটি করেছেন।
বব থাকেন যুক্তরাষ্ট্রের কলোরাডোয়। গত ৯ জুলাই তিনি শুরু করেছিলেন সেই অদ্ভূতকাণ্ড—নাক দিয়ে বাদাম ঠেলা। সাত দিন ধরে তিনি এ কাজ করেছেন। অতঃপর ১৫ জুলাই ‘মিশন সমাপ্ত’ ঘোষণা করেছেন। মিশন! হ্যাঁ, এ তো এক মিশনই বটে। যাঁরা কলোরাডোর ম্যানিটো স্প্রিংস শহরের ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিওটি দেখেছেন, তাঁরা নিশ্চয় স্বীকার করবেন, বব সালেম এক অসম্ভব মিশনই সমাপ্ত করেছেন।
অনন্য এ ইতিহাস সৃষ্টি করার পর বব সালেম বলেছেন, ম্যানিটো স্প্রিংসের মতো শহর আর নেই। এত সুন্দর। এ শহরের ১৫০ তম উদ্যাপন উপলক্ষে এমন কীর্তি গড়তে পেরে আমি আনন্দিত। আমার সঙ্গে আমার শহরটিও ইতিহাসে জায়গা করে নিয়েছে। ইতিহাসে স্থান করে নিয়েছে ‘পাইক পিকস’ নামটিও।
রকি পর্বতমালার একটি অংশের নাম পাইক পিকস। এই পাইক পিকসের ওপরেই নাক দিয়ে বাদাম ঠেলে তুলেছেন বব সালেম।
ববের বাদাম ঠেলার ভিডিওটি অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখছেন। ইতিমধ্যে ৯ হাজার বার দেখা হয়েছে। ভিডিওর নিচে অনেকেই চমৎকার মন্তব্য করছেন।
এই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
১ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
২ দিন আগেনারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
৫ দিন আগে