সারা বিশ্বেই ফাইন ডাইনিং রেস্তোরাঁর রমরমা চলছে। এ ধরনের রেস্তোরাঁয় দামি খাবারের ফুল প্যাকেজ মেন্যু থাকে। কিছু রেস্তোরাঁয় আবার ড্রেস কোডও আছে। অভিজাত ভোজন রসিকেরা এসব রেস্তোরাঁর এক্সক্লুসিভ খাবার ও পানীয় চেখে দেখার জন্য বিপুল টাকা খরচ করতে কসুর করেন না।
এখন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এমন একটি ফাইন ডাইনিং রেস্তোরাঁ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। রেস্তোরাঁর মালিক সেলিব্রিটি তুর্কি শেফ নুসর-এট গোকসে, ‘সল্ট বে’ নামেই বিখ্যাত তিনি। রেস্তোরাঁর একটি খাবারের বিলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। বিলের অঙ্কটি চোখ কপালে ওঠার মতো— ১ কোটি ৭২ লাখ টাকার বেশি!
২০১৭ সালে ইন্টারনেটে একটি মিম ভাইরাল হওয়ার পর নুসর-এট গোকসে ওরফে সল্ট বে বিখ্যাত হয়ে ওঠেন। স্টেক সিজন করার জন্য অদ্ভুতভাবে লবণ ছিটানোর কৌশল তাঁকে রাতারাতি বিখ্যাত করে দেয়। সাদা শার্ট, চোখে সানগ্লাসের সঙ্গে তাঁর অদ্ভুত মুখোভঙ্গি এতে যোগ করে নতুন মাত্রা। বিশ্বের প্রায় সব বড় শহরে রেস্তোরাঁ খুলেছেন তিনি।
২০২১ সালের সেপ্টেম্বরে লন্ডনে নুসরেতের নতুন রেস্তোরাঁর খাবারের দাম সবাইকে হতবাক করে দিয়েছিল। দেখা যাচ্ছে, তাঁর আবুধাবির রেস্তোরাঁ লন্ডনেরটির চেয়ে আলাদা নয়। আবুধাবির আল মারিয়া দ্বীপে সল্ট বের রেস্তোরাঁর নাম দ্য গ্যালেরিয়া। গতকাল বৃহস্পতিবার রেস্তোরাঁর একটি বিলের রসিদ শেয়ার করেছেন তিনি। বিল এসেছে ৬ লাখ ১৫ হাজার ৬৫ আমিরাতি দিনার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৮৩৫ টাকা!
তালিকায় সবচেয়ে দামি আইটেমগুলোর মধ্যে রয়েছে—দামি বোর্দো ওয়াইন, বাকলাভা এবং নুসরেতের সিগনেচার আইটেম গোল্ড-প্লেটেড ইস্তাম্বুল স্টেক। ছবির ক্যাপশনে নুসরেত লিখেছেন, ‘গুণগত মান কখনো ব্যয়বহুল হয় না।’
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে স্রেফ অপচয় বলে অভিহিত করেছেন। কেউ বলছেন, এটা দিনে দুপুরে ডাকাতি!
সারা বিশ্বেই ফাইন ডাইনিং রেস্তোরাঁর রমরমা চলছে। এ ধরনের রেস্তোরাঁয় দামি খাবারের ফুল প্যাকেজ মেন্যু থাকে। কিছু রেস্তোরাঁয় আবার ড্রেস কোডও আছে। অভিজাত ভোজন রসিকেরা এসব রেস্তোরাঁর এক্সক্লুসিভ খাবার ও পানীয় চেখে দেখার জন্য বিপুল টাকা খরচ করতে কসুর করেন না।
এখন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এমন একটি ফাইন ডাইনিং রেস্তোরাঁ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। রেস্তোরাঁর মালিক সেলিব্রিটি তুর্কি শেফ নুসর-এট গোকসে, ‘সল্ট বে’ নামেই বিখ্যাত তিনি। রেস্তোরাঁর একটি খাবারের বিলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। বিলের অঙ্কটি চোখ কপালে ওঠার মতো— ১ কোটি ৭২ লাখ টাকার বেশি!
২০১৭ সালে ইন্টারনেটে একটি মিম ভাইরাল হওয়ার পর নুসর-এট গোকসে ওরফে সল্ট বে বিখ্যাত হয়ে ওঠেন। স্টেক সিজন করার জন্য অদ্ভুতভাবে লবণ ছিটানোর কৌশল তাঁকে রাতারাতি বিখ্যাত করে দেয়। সাদা শার্ট, চোখে সানগ্লাসের সঙ্গে তাঁর অদ্ভুত মুখোভঙ্গি এতে যোগ করে নতুন মাত্রা। বিশ্বের প্রায় সব বড় শহরে রেস্তোরাঁ খুলেছেন তিনি।
২০২১ সালের সেপ্টেম্বরে লন্ডনে নুসরেতের নতুন রেস্তোরাঁর খাবারের দাম সবাইকে হতবাক করে দিয়েছিল। দেখা যাচ্ছে, তাঁর আবুধাবির রেস্তোরাঁ লন্ডনেরটির চেয়ে আলাদা নয়। আবুধাবির আল মারিয়া দ্বীপে সল্ট বের রেস্তোরাঁর নাম দ্য গ্যালেরিয়া। গতকাল বৃহস্পতিবার রেস্তোরাঁর একটি বিলের রসিদ শেয়ার করেছেন তিনি। বিল এসেছে ৬ লাখ ১৫ হাজার ৬৫ আমিরাতি দিনার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৮৩৫ টাকা!
তালিকায় সবচেয়ে দামি আইটেমগুলোর মধ্যে রয়েছে—দামি বোর্দো ওয়াইন, বাকলাভা এবং নুসরেতের সিগনেচার আইটেম গোল্ড-প্লেটেড ইস্তাম্বুল স্টেক। ছবির ক্যাপশনে নুসরেত লিখেছেন, ‘গুণগত মান কখনো ব্যয়বহুল হয় না।’
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে স্রেফ অপচয় বলে অভিহিত করেছেন। কেউ বলছেন, এটা দিনে দুপুরে ডাকাতি!
বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৫ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
৬ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
৭ দিন আগেভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক স্বামীর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁর স্ত্রী নাসিমুন প্রতিরাতে সাপের রূপ ধারণ করে এবং তাঁকে কামড়ানোর চেষ্টা করে। অদ্ভুত এই অভিযোগে রীতিমতো হতবাক স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ...
৯ দিন আগে