সারা বিশ্বেই ফাইন ডাইনিং রেস্তোরাঁর রমরমা চলছে। এ ধরনের রেস্তোরাঁয় দামি খাবারের ফুল প্যাকেজ মেন্যু থাকে। কিছু রেস্তোরাঁয় আবার ড্রেস কোডও আছে। অভিজাত ভোজন রসিকেরা এসব রেস্তোরাঁর এক্সক্লুসিভ খাবার ও পানীয় চেখে দেখার জন্য বিপুল টাকা খরচ করতে কসুর করেন না।
এখন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এমন একটি ফাইন ডাইনিং রেস্তোরাঁ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। রেস্তোরাঁর মালিক সেলিব্রিটি তুর্কি শেফ নুসর-এট গোকসে, ‘সল্ট বে’ নামেই বিখ্যাত তিনি। রেস্তোরাঁর একটি খাবারের বিলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। বিলের অঙ্কটি চোখ কপালে ওঠার মতো— ১ কোটি ৭২ লাখ টাকার বেশি!
২০১৭ সালে ইন্টারনেটে একটি মিম ভাইরাল হওয়ার পর নুসর-এট গোকসে ওরফে সল্ট বে বিখ্যাত হয়ে ওঠেন। স্টেক সিজন করার জন্য অদ্ভুতভাবে লবণ ছিটানোর কৌশল তাঁকে রাতারাতি বিখ্যাত করে দেয়। সাদা শার্ট, চোখে সানগ্লাসের সঙ্গে তাঁর অদ্ভুত মুখোভঙ্গি এতে যোগ করে নতুন মাত্রা। বিশ্বের প্রায় সব বড় শহরে রেস্তোরাঁ খুলেছেন তিনি।
২০২১ সালের সেপ্টেম্বরে লন্ডনে নুসরেতের নতুন রেস্তোরাঁর খাবারের দাম সবাইকে হতবাক করে দিয়েছিল। দেখা যাচ্ছে, তাঁর আবুধাবির রেস্তোরাঁ লন্ডনেরটির চেয়ে আলাদা নয়। আবুধাবির আল মারিয়া দ্বীপে সল্ট বের রেস্তোরাঁর নাম দ্য গ্যালেরিয়া। গতকাল বৃহস্পতিবার রেস্তোরাঁর একটি বিলের রসিদ শেয়ার করেছেন তিনি। বিল এসেছে ৬ লাখ ১৫ হাজার ৬৫ আমিরাতি দিনার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৮৩৫ টাকা!
তালিকায় সবচেয়ে দামি আইটেমগুলোর মধ্যে রয়েছে—দামি বোর্দো ওয়াইন, বাকলাভা এবং নুসরেতের সিগনেচার আইটেম গোল্ড-প্লেটেড ইস্তাম্বুল স্টেক। ছবির ক্যাপশনে নুসরেত লিখেছেন, ‘গুণগত মান কখনো ব্যয়বহুল হয় না।’
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে স্রেফ অপচয় বলে অভিহিত করেছেন। কেউ বলছেন, এটা দিনে দুপুরে ডাকাতি!
সারা বিশ্বেই ফাইন ডাইনিং রেস্তোরাঁর রমরমা চলছে। এ ধরনের রেস্তোরাঁয় দামি খাবারের ফুল প্যাকেজ মেন্যু থাকে। কিছু রেস্তোরাঁয় আবার ড্রেস কোডও আছে। অভিজাত ভোজন রসিকেরা এসব রেস্তোরাঁর এক্সক্লুসিভ খাবার ও পানীয় চেখে দেখার জন্য বিপুল টাকা খরচ করতে কসুর করেন না।
এখন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এমন একটি ফাইন ডাইনিং রেস্তোরাঁ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। রেস্তোরাঁর মালিক সেলিব্রিটি তুর্কি শেফ নুসর-এট গোকসে, ‘সল্ট বে’ নামেই বিখ্যাত তিনি। রেস্তোরাঁর একটি খাবারের বিলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। বিলের অঙ্কটি চোখ কপালে ওঠার মতো— ১ কোটি ৭২ লাখ টাকার বেশি!
২০১৭ সালে ইন্টারনেটে একটি মিম ভাইরাল হওয়ার পর নুসর-এট গোকসে ওরফে সল্ট বে বিখ্যাত হয়ে ওঠেন। স্টেক সিজন করার জন্য অদ্ভুতভাবে লবণ ছিটানোর কৌশল তাঁকে রাতারাতি বিখ্যাত করে দেয়। সাদা শার্ট, চোখে সানগ্লাসের সঙ্গে তাঁর অদ্ভুত মুখোভঙ্গি এতে যোগ করে নতুন মাত্রা। বিশ্বের প্রায় সব বড় শহরে রেস্তোরাঁ খুলেছেন তিনি।
২০২১ সালের সেপ্টেম্বরে লন্ডনে নুসরেতের নতুন রেস্তোরাঁর খাবারের দাম সবাইকে হতবাক করে দিয়েছিল। দেখা যাচ্ছে, তাঁর আবুধাবির রেস্তোরাঁ লন্ডনেরটির চেয়ে আলাদা নয়। আবুধাবির আল মারিয়া দ্বীপে সল্ট বের রেস্তোরাঁর নাম দ্য গ্যালেরিয়া। গতকাল বৃহস্পতিবার রেস্তোরাঁর একটি বিলের রসিদ শেয়ার করেছেন তিনি। বিল এসেছে ৬ লাখ ১৫ হাজার ৬৫ আমিরাতি দিনার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৮৩৫ টাকা!
তালিকায় সবচেয়ে দামি আইটেমগুলোর মধ্যে রয়েছে—দামি বোর্দো ওয়াইন, বাকলাভা এবং নুসরেতের সিগনেচার আইটেম গোল্ড-প্লেটেড ইস্তাম্বুল স্টেক। ছবির ক্যাপশনে নুসরেত লিখেছেন, ‘গুণগত মান কখনো ব্যয়বহুল হয় না।’
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে স্রেফ অপচয় বলে অভিহিত করেছেন। কেউ বলছেন, এটা দিনে দুপুরে ডাকাতি!
বিশ্বের সবচেয়ে বড় হা বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
২ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
২ দিন আগেএই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
৬ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৬ দিন আগে