অনলাইন ডেস্ক
চীনের অতি সাধারণ একটি কিন্ডারগার্টেনের শিক্ষক তিনি। শিক্ষার্থীদের নিয়ে নার্সারি লেভেলের একটি সমবেত গান মজা করে টিকটকে লাইভ স্ট্রিম করেছিলেন। ভিডিওটি এতই ভাইরাল হয় যে, এক ভিডিওতেই ১০ বছরের বেতনের সমান আয় করেন তিনি। এরপর চাকরিটাই ছেড়ে দিয়েছেন!
চীনের হুবেই প্রদেশের হুয়াং নামে ওই শিক্ষিকা টিকটকে এখন রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছেন।
একটি বাগানে ফুলের গাছ লাগানোর বিষয়ে ওই নার্সারি রাইমটির ক্লিপ ১০ কোটি বারের বেশি দেখা হয়েছে। গত ৫ মে চীনা গণমাধ্যম ওরিয়েন্টাল ডেইলিতে প্রথম এই খবর প্রকাশ করা হয়।
মূলত ওই শিক্ষিকার শিক্ষণ পদ্ধতি এবং আকর্ষণীয় চেহারা টিকটকে দর্শকদের নজর কেড়েছে। তার টিকটক অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার ৪৩ লাখের বেশি।
চলতি মাসের প্রথম দিকে হুয়াং মূলত ভক্তদের অনুরোধেই নার্সারি রাইমটি লাইভ স্ট্রিম করেছিলেন। এর পরপরই টিকটকে ভক্তদের কাছ থেকে নগদ উপহারের বন্যায় ভেসে যায় অ্যাকাউন্ট। সেই সেশনে তিনি ৪ লাখ ইউয়ান বা ৫৭ হাজার ৫৬৪ মার্কিন ডলার থেকে ৫ লাখ ইউয়ান বা ৭১ হাজার ৯৫৫ ডলার উপার্জন করেছেন।
হুয়াং এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি খুব খুশি। আমি একদিনের জন্য লাইভ-স্ট্রিম করেছি এবং আমার বেতনের ১০ বছরের বেতনেরও বেশি উপার্জন করেছি। সবাইকে ধন্যবাদ।’
ওরিয়েন্টাল ডেইলির মতে, হুয়াং এখন টিকটকে পূর্ণকালীন লাইভ-স্ট্রিম শুরু করেছেন। যেখানে শিক্ষক হিসেবে মাসে প্রায় ৩ হাজার ইউয়ান বা ৪৩১ ডলার আয় করতেন।
হুয়াং এরই মধ্যে একটি প্রভাবশালী ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁর প্রথম তিনটি লাইভে ২০ লাখ ইউয়ান (২ লাখ ৮৭ হাজার ৮২৩ ডলার) আয় হয়েছে।
লাইভ স্ট্রিমিংয়ের জন্য চাকরি ছাড়ার রেকর্ড অবশ্য হুয়াংয়ের আগে আরও আছে। ভালো বেতনের চাকরি ছেড়ে তাঁরা লাইভ স্ট্রিমিংকেই পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন।
এর মধ্যে একজন Blizzb 3 ar। ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে স্ট্রিমিং করেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সিস্টেমের চাকরি ছেড়ে দেন তিনি।
চীনের অতি সাধারণ একটি কিন্ডারগার্টেনের শিক্ষক তিনি। শিক্ষার্থীদের নিয়ে নার্সারি লেভেলের একটি সমবেত গান মজা করে টিকটকে লাইভ স্ট্রিম করেছিলেন। ভিডিওটি এতই ভাইরাল হয় যে, এক ভিডিওতেই ১০ বছরের বেতনের সমান আয় করেন তিনি। এরপর চাকরিটাই ছেড়ে দিয়েছেন!
চীনের হুবেই প্রদেশের হুয়াং নামে ওই শিক্ষিকা টিকটকে এখন রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছেন।
একটি বাগানে ফুলের গাছ লাগানোর বিষয়ে ওই নার্সারি রাইমটির ক্লিপ ১০ কোটি বারের বেশি দেখা হয়েছে। গত ৫ মে চীনা গণমাধ্যম ওরিয়েন্টাল ডেইলিতে প্রথম এই খবর প্রকাশ করা হয়।
মূলত ওই শিক্ষিকার শিক্ষণ পদ্ধতি এবং আকর্ষণীয় চেহারা টিকটকে দর্শকদের নজর কেড়েছে। তার টিকটক অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার ৪৩ লাখের বেশি।
চলতি মাসের প্রথম দিকে হুয়াং মূলত ভক্তদের অনুরোধেই নার্সারি রাইমটি লাইভ স্ট্রিম করেছিলেন। এর পরপরই টিকটকে ভক্তদের কাছ থেকে নগদ উপহারের বন্যায় ভেসে যায় অ্যাকাউন্ট। সেই সেশনে তিনি ৪ লাখ ইউয়ান বা ৫৭ হাজার ৫৬৪ মার্কিন ডলার থেকে ৫ লাখ ইউয়ান বা ৭১ হাজার ৯৫৫ ডলার উপার্জন করেছেন।
হুয়াং এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি খুব খুশি। আমি একদিনের জন্য লাইভ-স্ট্রিম করেছি এবং আমার বেতনের ১০ বছরের বেতনেরও বেশি উপার্জন করেছি। সবাইকে ধন্যবাদ।’
ওরিয়েন্টাল ডেইলির মতে, হুয়াং এখন টিকটকে পূর্ণকালীন লাইভ-স্ট্রিম শুরু করেছেন। যেখানে শিক্ষক হিসেবে মাসে প্রায় ৩ হাজার ইউয়ান বা ৪৩১ ডলার আয় করতেন।
হুয়াং এরই মধ্যে একটি প্রভাবশালী ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁর প্রথম তিনটি লাইভে ২০ লাখ ইউয়ান (২ লাখ ৮৭ হাজার ৮২৩ ডলার) আয় হয়েছে।
লাইভ স্ট্রিমিংয়ের জন্য চাকরি ছাড়ার রেকর্ড অবশ্য হুয়াংয়ের আগে আরও আছে। ভালো বেতনের চাকরি ছেড়ে তাঁরা লাইভ স্ট্রিমিংকেই পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন।
এর মধ্যে একজন Blizzb 3 ar। ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে স্ট্রিমিং করেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সিস্টেমের চাকরি ছেড়ে দেন তিনি।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৮ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৯ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৮ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২৩ দিন আগে