রোবটের সঙ্গে দাবা খেলতে গিয়ে ঘটেছে বিপত্তি। ৭ বছরের শিশুর আঙুল ভেঙে দিয়েছে যন্ত্রমানব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এই ঘটনা। প্রশ্ন উঠতে শুরু করেছে যন্ত্রের সঙ্গে খেলার ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
বিবিসি জানায়, রাশিয়ায় মস্কো দাবা ওপেন টুর্নামেন্ট চলাকালীন বিপক্ষের খুদে দাবাড়ুর আঙুল ভেঙে দিয়েছে রোবট। ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। মস্কোয় দাবা ওপেন টুর্নামেন্টের আসরে অংশ নিয়েছে ৩০ ছোট্ট দাবাড়ু। তাদের মধ্যে একজন ৭ বছরের ক্রিস্টোফার। গত ১৯ তারিখ রোবটের বিরুদ্ধে তার ম্যাচ চলছিল। সে সময় ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রতিযোগিতার আসরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দাবার চাল দিচ্ছিল রোবট। চাল দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিপক্ষে থাকা ক্রিস্টোফার দাবার চাল দিয়ে ফেলে। আর সেই নিয়ম ভাঙার শাস্তি হিসেবে রোবটটি শিশুটির আঙুল মুচড়ে ভেঙে দেয়। শিশুটিকে বাঁচাতে উপস্থিত দর্শকেরা ছুটে যায়। বেশ খানিকক্ষণ চেষ্টার পর খুদে দাবাড়ুকে রোবটের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। কিন্তু ততক্ষণে আঙুলে গুরুতর চোট লাগে।
এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েন প্রতিযোগিতার আয়োজকেরা। তাদের দাবি, খেলার সময় অসাবধানতাবশত নিয়ম ভাঙার জেরেই ঘটেছে দুর্ঘটনা। রোবটের চাল দেওয়া শেষ হওয়ার আগেই নিজের ঘুঁটি সরাতে যায় শিশুটি। ফলে যন্ত্র মানবের সেন্সর কাজ করেনি। এ ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তাঁরা। তবে তা মানতে নারাজ ওই শিশুর পরিবার।
এদিকে রোবটের এমন আক্রমণের ঘটনায় নেটিজেনদের কপালে চিন্তার ভাঁজ। তাদের ভাষ্য, এই ঘটনা হলিউডের কল্পকাহিনি নির্ভর ছবির দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। যেখানে রোবটের হাতেই ধ্বংস হচ্ছে মানবসভ্যতা।
রোবটের সঙ্গে দাবা খেলতে গিয়ে ঘটেছে বিপত্তি। ৭ বছরের শিশুর আঙুল ভেঙে দিয়েছে যন্ত্রমানব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এই ঘটনা। প্রশ্ন উঠতে শুরু করেছে যন্ত্রের সঙ্গে খেলার ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
বিবিসি জানায়, রাশিয়ায় মস্কো দাবা ওপেন টুর্নামেন্ট চলাকালীন বিপক্ষের খুদে দাবাড়ুর আঙুল ভেঙে দিয়েছে রোবট। ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। মস্কোয় দাবা ওপেন টুর্নামেন্টের আসরে অংশ নিয়েছে ৩০ ছোট্ট দাবাড়ু। তাদের মধ্যে একজন ৭ বছরের ক্রিস্টোফার। গত ১৯ তারিখ রোবটের বিরুদ্ধে তার ম্যাচ চলছিল। সে সময় ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রতিযোগিতার আসরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দাবার চাল দিচ্ছিল রোবট। চাল দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিপক্ষে থাকা ক্রিস্টোফার দাবার চাল দিয়ে ফেলে। আর সেই নিয়ম ভাঙার শাস্তি হিসেবে রোবটটি শিশুটির আঙুল মুচড়ে ভেঙে দেয়। শিশুটিকে বাঁচাতে উপস্থিত দর্শকেরা ছুটে যায়। বেশ খানিকক্ষণ চেষ্টার পর খুদে দাবাড়ুকে রোবটের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। কিন্তু ততক্ষণে আঙুলে গুরুতর চোট লাগে।
এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েন প্রতিযোগিতার আয়োজকেরা। তাদের দাবি, খেলার সময় অসাবধানতাবশত নিয়ম ভাঙার জেরেই ঘটেছে দুর্ঘটনা। রোবটের চাল দেওয়া শেষ হওয়ার আগেই নিজের ঘুঁটি সরাতে যায় শিশুটি। ফলে যন্ত্র মানবের সেন্সর কাজ করেনি। এ ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তাঁরা। তবে তা মানতে নারাজ ওই শিশুর পরিবার।
এদিকে রোবটের এমন আক্রমণের ঘটনায় নেটিজেনদের কপালে চিন্তার ভাঁজ। তাদের ভাষ্য, এই ঘটনা হলিউডের কল্পকাহিনি নির্ভর ছবির দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। যেখানে রোবটের হাতেই ধ্বংস হচ্ছে মানবসভ্যতা।
এই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
১ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
২ দিন আগেনারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
৫ দিন আগে