অনলাইন ডেস্ক
যে দেশে বসবাস, সেই দেশের ভাষাতেই যদি কথা না বলে, তাহলে ব্যাপারটা অদ্ভুতই হবে, তাই না? এমনটাই হয়ে আসছে ইতালির সাংতো ল্যুচো দে কুম্বোসকুরো নামের গ্রামটিতে। গ্রামটি ‘লিটল প্রোভেন্স’ নামেও পরিচিত। ইতালির নাগরিক হয়েও ওই গ্রামের বাসিন্দারা ইতালিয়ান ভাষায় কথা বলেন না।
ইতালি ও ফ্রান্সের সীমান্তঘেঁষা পিডমন্ট অঞ্চলে অবস্থিত কুম্বোসকুরো গ্রামটিতে হঠাৎ প্রবেশ করলে খোদ ইতালীয়দেরও মনে হতে পারে ‘নতুন কোনো দেশে ঢুকে পড়লাম না তো!’ কাউকে বিদায় জানাতে ইতালীয়রা সচরাচর ‘আররিভেদেরচি’ বলে, কুম্বোসকুরো গ্রামের বাসিন্দারা বলে ‘আরভেইরে’!
কুম্বোসকুরোর সরকারি ভাষার নাম ‘প্রোভেনসাল’। এটি মূলত অক্সিটানিয়া অঞ্চলের একটি প্রাচীন মধ্যযুগীয় নব্য ল্যাটিন উপভাষা।
কুম্বোসকুরো গ্রামটিতে বেশির ভাগ মেষপালক পরিবারের বসবাস। গ্রামটির বাসিন্দা মাত্র ৩০ জনের মতো। এখানে জীবনযাপন কিছুটা কঠিন। প্রায়শই এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ানো নেকড়েদের আক্রমণের শিকার হন স্থানীয়রা।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রামটিতে বিদ্যুৎ ও ইন্টারনেটের স্বল্পতা রয়েছে। তবে নৈসর্গিক দৃশ্যের কোনো কমতি নেই। পাহাড়ি তৃণভূমি, উজ্জ্বল বেগুনি রঙের ল্যাভেন্ডার ফুলের মাঠ, আলপাইন পর্বতের চূড়া থেকে কোট ডি আযুর পর্যন্ত বিস্তৃত মনোরম দৃশ্য আপনাকে এক অন্যরকম মানসিক প্রশান্তি এনে দেবে।
কুম্বোসকুরোতে কোনো পানশালা, সুপারমার্কেট বা রেস্তোরাঁ নেই। স্থানীয়রা বিভিন্ন মৌসুমে নানান উৎসব আমেজের মাধ্যমে নিজেদের মধ্যে সামাজিকতা বজায় রাখে।
কুম্বোসকুরোতে ঘুরতে যেতে চাইলে প্রথমে আপনাকে বিমানযোগে টুরিন পৌঁছাতে হবে। সেখান থেকে ট্রেন ধরে এবং পরে বাসে করে প্রোভেন্স থেকে দক্ষিণে গেলেই পৌঁছে যাবেন সাংতো ল্যুচো দে কুম্বোসকুরো গ্রামে।
যে দেশে বসবাস, সেই দেশের ভাষাতেই যদি কথা না বলে, তাহলে ব্যাপারটা অদ্ভুতই হবে, তাই না? এমনটাই হয়ে আসছে ইতালির সাংতো ল্যুচো দে কুম্বোসকুরো নামের গ্রামটিতে। গ্রামটি ‘লিটল প্রোভেন্স’ নামেও পরিচিত। ইতালির নাগরিক হয়েও ওই গ্রামের বাসিন্দারা ইতালিয়ান ভাষায় কথা বলেন না।
ইতালি ও ফ্রান্সের সীমান্তঘেঁষা পিডমন্ট অঞ্চলে অবস্থিত কুম্বোসকুরো গ্রামটিতে হঠাৎ প্রবেশ করলে খোদ ইতালীয়দেরও মনে হতে পারে ‘নতুন কোনো দেশে ঢুকে পড়লাম না তো!’ কাউকে বিদায় জানাতে ইতালীয়রা সচরাচর ‘আররিভেদেরচি’ বলে, কুম্বোসকুরো গ্রামের বাসিন্দারা বলে ‘আরভেইরে’!
কুম্বোসকুরোর সরকারি ভাষার নাম ‘প্রোভেনসাল’। এটি মূলত অক্সিটানিয়া অঞ্চলের একটি প্রাচীন মধ্যযুগীয় নব্য ল্যাটিন উপভাষা।
কুম্বোসকুরো গ্রামটিতে বেশির ভাগ মেষপালক পরিবারের বসবাস। গ্রামটির বাসিন্দা মাত্র ৩০ জনের মতো। এখানে জীবনযাপন কিছুটা কঠিন। প্রায়শই এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ানো নেকড়েদের আক্রমণের শিকার হন স্থানীয়রা।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রামটিতে বিদ্যুৎ ও ইন্টারনেটের স্বল্পতা রয়েছে। তবে নৈসর্গিক দৃশ্যের কোনো কমতি নেই। পাহাড়ি তৃণভূমি, উজ্জ্বল বেগুনি রঙের ল্যাভেন্ডার ফুলের মাঠ, আলপাইন পর্বতের চূড়া থেকে কোট ডি আযুর পর্যন্ত বিস্তৃত মনোরম দৃশ্য আপনাকে এক অন্যরকম মানসিক প্রশান্তি এনে দেবে।
কুম্বোসকুরোতে কোনো পানশালা, সুপারমার্কেট বা রেস্তোরাঁ নেই। স্থানীয়রা বিভিন্ন মৌসুমে নানান উৎসব আমেজের মাধ্যমে নিজেদের মধ্যে সামাজিকতা বজায় রাখে।
কুম্বোসকুরোতে ঘুরতে যেতে চাইলে প্রথমে আপনাকে বিমানযোগে টুরিন পৌঁছাতে হবে। সেখান থেকে ট্রেন ধরে এবং পরে বাসে করে প্রোভেন্স থেকে দক্ষিণে গেলেই পৌঁছে যাবেন সাংতো ল্যুচো দে কুম্বোসকুরো গ্রামে।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
১ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৫ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৯ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১০ দিন আগে