যে দেশে বসবাস, সেই দেশের ভাষাতেই যদি কথা না বলে, তাহলে ব্যাপারটা অদ্ভুতই হবে, তাই না? এমনটাই হয়ে আসছে ইতালির সাংতো ল্যুচো দে কুম্বোসকুরো নামের গ্রামটিতে। গ্রামটি ‘লিটল প্রোভেন্স’ নামেও পরিচিত। ইতালির নাগরিক হয়েও ওই গ্রামের বাসিন্দারা ইতালিয়ান ভাষায় কথা বলেন না।
ইতালি ও ফ্রান্সের সীমান্তঘেঁষা পিডমন্ট অঞ্চলে অবস্থিত কুম্বোসকুরো গ্রামটিতে হঠাৎ প্রবেশ করলে খোদ ইতালীয়দেরও মনে হতে পারে ‘নতুন কোনো দেশে ঢুকে পড়লাম না তো!’ কাউকে বিদায় জানাতে ইতালীয়রা সচরাচর ‘আররিভেদেরচি’ বলে, কুম্বোসকুরো গ্রামের বাসিন্দারা বলে ‘আরভেইরে’!
কুম্বোসকুরোর সরকারি ভাষার নাম ‘প্রোভেনসাল’। এটি মূলত অক্সিটানিয়া অঞ্চলের একটি প্রাচীন মধ্যযুগীয় নব্য ল্যাটিন উপভাষা।
কুম্বোসকুরো গ্রামটিতে বেশির ভাগ মেষপালক পরিবারের বসবাস। গ্রামটির বাসিন্দা মাত্র ৩০ জনের মতো। এখানে জীবনযাপন কিছুটা কঠিন। প্রায়শই এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ানো নেকড়েদের আক্রমণের শিকার হন স্থানীয়রা।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রামটিতে বিদ্যুৎ ও ইন্টারনেটের স্বল্পতা রয়েছে। তবে নৈসর্গিক দৃশ্যের কোনো কমতি নেই। পাহাড়ি তৃণভূমি, উজ্জ্বল বেগুনি রঙের ল্যাভেন্ডার ফুলের মাঠ, আলপাইন পর্বতের চূড়া থেকে কোট ডি আযুর পর্যন্ত বিস্তৃত মনোরম দৃশ্য আপনাকে এক অন্যরকম মানসিক প্রশান্তি এনে দেবে।
কুম্বোসকুরোতে কোনো পানশালা, সুপারমার্কেট বা রেস্তোরাঁ নেই। স্থানীয়রা বিভিন্ন মৌসুমে নানান উৎসব আমেজের মাধ্যমে নিজেদের মধ্যে সামাজিকতা বজায় রাখে।
কুম্বোসকুরোতে ঘুরতে যেতে চাইলে প্রথমে আপনাকে বিমানযোগে টুরিন পৌঁছাতে হবে। সেখান থেকে ট্রেন ধরে এবং পরে বাসে করে প্রোভেন্স থেকে দক্ষিণে গেলেই পৌঁছে যাবেন সাংতো ল্যুচো দে কুম্বোসকুরো গ্রামে।
যে দেশে বসবাস, সেই দেশের ভাষাতেই যদি কথা না বলে, তাহলে ব্যাপারটা অদ্ভুতই হবে, তাই না? এমনটাই হয়ে আসছে ইতালির সাংতো ল্যুচো দে কুম্বোসকুরো নামের গ্রামটিতে। গ্রামটি ‘লিটল প্রোভেন্স’ নামেও পরিচিত। ইতালির নাগরিক হয়েও ওই গ্রামের বাসিন্দারা ইতালিয়ান ভাষায় কথা বলেন না।
ইতালি ও ফ্রান্সের সীমান্তঘেঁষা পিডমন্ট অঞ্চলে অবস্থিত কুম্বোসকুরো গ্রামটিতে হঠাৎ প্রবেশ করলে খোদ ইতালীয়দেরও মনে হতে পারে ‘নতুন কোনো দেশে ঢুকে পড়লাম না তো!’ কাউকে বিদায় জানাতে ইতালীয়রা সচরাচর ‘আররিভেদেরচি’ বলে, কুম্বোসকুরো গ্রামের বাসিন্দারা বলে ‘আরভেইরে’!
কুম্বোসকুরোর সরকারি ভাষার নাম ‘প্রোভেনসাল’। এটি মূলত অক্সিটানিয়া অঞ্চলের একটি প্রাচীন মধ্যযুগীয় নব্য ল্যাটিন উপভাষা।
কুম্বোসকুরো গ্রামটিতে বেশির ভাগ মেষপালক পরিবারের বসবাস। গ্রামটির বাসিন্দা মাত্র ৩০ জনের মতো। এখানে জীবনযাপন কিছুটা কঠিন। প্রায়শই এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ানো নেকড়েদের আক্রমণের শিকার হন স্থানীয়রা।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রামটিতে বিদ্যুৎ ও ইন্টারনেটের স্বল্পতা রয়েছে। তবে নৈসর্গিক দৃশ্যের কোনো কমতি নেই। পাহাড়ি তৃণভূমি, উজ্জ্বল বেগুনি রঙের ল্যাভেন্ডার ফুলের মাঠ, আলপাইন পর্বতের চূড়া থেকে কোট ডি আযুর পর্যন্ত বিস্তৃত মনোরম দৃশ্য আপনাকে এক অন্যরকম মানসিক প্রশান্তি এনে দেবে।
কুম্বোসকুরোতে কোনো পানশালা, সুপারমার্কেট বা রেস্তোরাঁ নেই। স্থানীয়রা বিভিন্ন মৌসুমে নানান উৎসব আমেজের মাধ্যমে নিজেদের মধ্যে সামাজিকতা বজায় রাখে।
কুম্বোসকুরোতে ঘুরতে যেতে চাইলে প্রথমে আপনাকে বিমানযোগে টুরিন পৌঁছাতে হবে। সেখান থেকে ট্রেন ধরে এবং পরে বাসে করে প্রোভেন্স থেকে দক্ষিণে গেলেই পৌঁছে যাবেন সাংতো ল্যুচো দে কুম্বোসকুরো গ্রামে।
এই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
১ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
২ দিন আগেনারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
৫ দিন আগে