বাস্তবে যদি রাপাঞ্জল থাকত, তবে জ্যামাইকান এক ব্যক্তির চুল দেখলে হয়তো সেও লজ্জা পেত। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া এক ভিডিওতে একটি দালানের ছাদের ওপর দাঁড়িয়ে ওই চুল নাড়াতে দেখা যায় মানুষটিকে। তিনি জানান, ৪০ বছর লেগেছে তাঁর চুলগুলো এত বড় করতে।
গত সোমবার অজ্ঞাতপরিচয় এই ব্যক্তির চুল প্রদর্শনের ভিডিও শেয়ার করা হয় একটি ইনস্টাগ্রাম আইডিতে। লম্বা চুলের লোকটি টিশার্টের সঙ্গে শর্ট প্যান্ট পরে ছিলেন। পায়ে ছিল বুট, কাঁধে প্যাঁচানো ছিল গোলাপি রঙের একটি তোয়ালে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে।
ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার অধিবাসী এই লোক কেন ছাদে উঠেছিলেন, তা পরিষ্কার নয়। তবে খুব সম্ভব তাঁর চুল কতটা লম্বা দেখাতেই দালানটির ছাদে উঠেছিলেন। লোকটি যখন দালানের পাশ দিয়ে নিচে নেমে যাওয়া চুলের প্যাঁচ ছাড়াচ্ছিলেন, তখন যিনি ভিডিও করছিলেন, তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন।
লোকটি তাঁর মাথার চুল আঁচড়ানোর জন্য নিজের আঙুলগুলো ব্যবহার করছিলেন। একপর্যায়ে ভিডিও করা ব্যক্তিটি তাঁর এক বন্ধুকে লম্বা চুল পরখ করে দেখার অনুরোধ করেন। তাঁর এমন দড়ির মতো পাকানো চুল কবে থেকে তৈরি হয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ৪০ বছর লেগেছে চুলটা এমন লম্বা করতে।
মজার ঘটনা, লম্বা চুলের নিচের অর্ধেক অংশের রং বাদামি হলেও খুলির ওপর থেকে নতুন গজানো চুলগুলো ধূসর। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটা ৪২ হাজারবার দেখা হয়েছে বলে জানায় ডেইলি মেইল।
‘ওয়াও! কী চমৎকার পাকানো চুল! অনেক সুন্দর!’ একজন মন্তব্য করেন।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘বাস্তব জীবনের’ রাপাঞ্জল বলে উল্লেখ করেন তাঁকে। অনেকে মন্তব্য করেন, এই লম্বা দড়ির মতো পাকানো চুলের জন্য রেকর্ড বুকে নাম ওঠা উচিত তাঁর।
‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ কোথায়?’ একজন প্রশ্ন রাখেন, ‘কেউ একজন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা উচিত। আর মারা যাওয়ার আগে তাঁকে এর অন্তর্ভুক্ত করা হোক।’ অতি উৎসাহী আরেকজন লেখেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে সবচেয়ে লম্বা ড্রেডলক বা দড়ির মতো পাকানো চুলের অধিকারী ৬০ বছর বয়স্ক আশা ম্যান্ডেলা। তাঁর বাস মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ভিডিওর ব্যক্তিটির মতোই তাঁর ৪০ বছর লেগেছিল এমন লম্বা চুলের অধিকারী হতে। তাঁর চুলের দৈর্ঘ্য ১৯ ফুট ৬ দশমিক ৫ ইঞ্চি, ওজন ৪২ পাউন্ড।
বাস্তবে যদি রাপাঞ্জল থাকত, তবে জ্যামাইকান এক ব্যক্তির চুল দেখলে হয়তো সেও লজ্জা পেত। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া এক ভিডিওতে একটি দালানের ছাদের ওপর দাঁড়িয়ে ওই চুল নাড়াতে দেখা যায় মানুষটিকে। তিনি জানান, ৪০ বছর লেগেছে তাঁর চুলগুলো এত বড় করতে।
গত সোমবার অজ্ঞাতপরিচয় এই ব্যক্তির চুল প্রদর্শনের ভিডিও শেয়ার করা হয় একটি ইনস্টাগ্রাম আইডিতে। লম্বা চুলের লোকটি টিশার্টের সঙ্গে শর্ট প্যান্ট পরে ছিলেন। পায়ে ছিল বুট, কাঁধে প্যাঁচানো ছিল গোলাপি রঙের একটি তোয়ালে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে।
ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার অধিবাসী এই লোক কেন ছাদে উঠেছিলেন, তা পরিষ্কার নয়। তবে খুব সম্ভব তাঁর চুল কতটা লম্বা দেখাতেই দালানটির ছাদে উঠেছিলেন। লোকটি যখন দালানের পাশ দিয়ে নিচে নেমে যাওয়া চুলের প্যাঁচ ছাড়াচ্ছিলেন, তখন যিনি ভিডিও করছিলেন, তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন।
লোকটি তাঁর মাথার চুল আঁচড়ানোর জন্য নিজের আঙুলগুলো ব্যবহার করছিলেন। একপর্যায়ে ভিডিও করা ব্যক্তিটি তাঁর এক বন্ধুকে লম্বা চুল পরখ করে দেখার অনুরোধ করেন। তাঁর এমন দড়ির মতো পাকানো চুল কবে থেকে তৈরি হয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ৪০ বছর লেগেছে চুলটা এমন লম্বা করতে।
মজার ঘটনা, লম্বা চুলের নিচের অর্ধেক অংশের রং বাদামি হলেও খুলির ওপর থেকে নতুন গজানো চুলগুলো ধূসর। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটা ৪২ হাজারবার দেখা হয়েছে বলে জানায় ডেইলি মেইল।
‘ওয়াও! কী চমৎকার পাকানো চুল! অনেক সুন্দর!’ একজন মন্তব্য করেন।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘বাস্তব জীবনের’ রাপাঞ্জল বলে উল্লেখ করেন তাঁকে। অনেকে মন্তব্য করেন, এই লম্বা দড়ির মতো পাকানো চুলের জন্য রেকর্ড বুকে নাম ওঠা উচিত তাঁর।
‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ কোথায়?’ একজন প্রশ্ন রাখেন, ‘কেউ একজন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা উচিত। আর মারা যাওয়ার আগে তাঁকে এর অন্তর্ভুক্ত করা হোক।’ অতি উৎসাহী আরেকজন লেখেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে সবচেয়ে লম্বা ড্রেডলক বা দড়ির মতো পাকানো চুলের অধিকারী ৬০ বছর বয়স্ক আশা ম্যান্ডেলা। তাঁর বাস মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ভিডিওর ব্যক্তিটির মতোই তাঁর ৪০ বছর লেগেছিল এমন লম্বা চুলের অধিকারী হতে। তাঁর চুলের দৈর্ঘ্য ১৯ ফুট ৬ দশমিক ৫ ইঞ্চি, ওজন ৪২ পাউন্ড।
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
১১ ঘণ্টা আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৩ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৩ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৬ দিন আগে