তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পোষা প্রাণী নিয়ে স্বামী–স্ত্রীর বিরোধ বাড়ছে। সেই বিরোধ এমনকি বিচ্ছেদ পর্যন্ত গড়াচ্ছে। দেশটিতে পোষা প্রাণীর কারণে দাম্পত্যকলহ ও বিচ্ছেদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে এ কারণে ৪০টি বিচ্ছেদ হয়েছে বলে সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের মামলায় পোষা বিড়াল ও কুকুরকে প্রাধান্য দেওয়া নিয়ে দম্পতিদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করা হচ্ছে।
এ বিষয়ে অবহিত একটি সূত্রের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক সঙ্গীর পোষা প্রাণীর প্রতি গভীর স্নেহ ও অতিরিক্ত মনযোগের কারণে অপর সঙ্গী অবহেলিত ও বিরক্তি বোধ তৈরি করে। এই বিরক্তিবোধ থেকে সঙ্গী সমান যত্ন ও গুরুত্ব দাবি করলেই শুরু হয় কলহ।
আদালতে এক মামলার বিবরণী অনুসারে, এক স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাঁর স্ত্রী কুকুরের প্রতি অতিরিক্ত যত্ন নেন, সেটিকে চার বেলা খাবার দেন, পরিষ্কার করেন এবং সেটির বিনোদন ও মনস্তাত্ত্বিক বিকাশের জন্য নানা কিছু করেন।
স্বামীটি বলেন, ‘তাঁর তো কুকুরের চেয়ে আমার বেশি যত্ন নেওয়ার কথা। কিন্তু সে আমার খেয়াল না রেখে কুকুরকে গুরুত্ব দেয়।’
শুধু কুকুর নিয়ে নয়, বিড়াল নিয়েও বহু দম্পতির দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। অনেকে সঙ্গীকে ‘হয় আমি না হয় বিড়াল’ আল্টিমেটাম দিয়েছেন। পোষা প্রাণী নিয়ে এ দ্বন্দ্ব প্রায়ই সম্পর্ক ছিন্ন পর্যন্ত গড়িয়ে যায়।
পোষা প্রাণী প্রেমীরা বলছেন, কুকুর–বিড়ালের দেখাশোনা করার মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়। পোষা প্রাণীর সঙ্গে মানসিক বন্ধন মানব সম্পর্কের মতোই গুরুত্বপূর্ণ।
তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পোষা প্রাণী নিয়ে স্বামী–স্ত্রীর বিরোধ বাড়ছে। সেই বিরোধ এমনকি বিচ্ছেদ পর্যন্ত গড়াচ্ছে। দেশটিতে পোষা প্রাণীর কারণে দাম্পত্যকলহ ও বিচ্ছেদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে এ কারণে ৪০টি বিচ্ছেদ হয়েছে বলে সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের মামলায় পোষা বিড়াল ও কুকুরকে প্রাধান্য দেওয়া নিয়ে দম্পতিদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করা হচ্ছে।
এ বিষয়ে অবহিত একটি সূত্রের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক সঙ্গীর পোষা প্রাণীর প্রতি গভীর স্নেহ ও অতিরিক্ত মনযোগের কারণে অপর সঙ্গী অবহেলিত ও বিরক্তি বোধ তৈরি করে। এই বিরক্তিবোধ থেকে সঙ্গী সমান যত্ন ও গুরুত্ব দাবি করলেই শুরু হয় কলহ।
আদালতে এক মামলার বিবরণী অনুসারে, এক স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাঁর স্ত্রী কুকুরের প্রতি অতিরিক্ত যত্ন নেন, সেটিকে চার বেলা খাবার দেন, পরিষ্কার করেন এবং সেটির বিনোদন ও মনস্তাত্ত্বিক বিকাশের জন্য নানা কিছু করেন।
স্বামীটি বলেন, ‘তাঁর তো কুকুরের চেয়ে আমার বেশি যত্ন নেওয়ার কথা। কিন্তু সে আমার খেয়াল না রেখে কুকুরকে গুরুত্ব দেয়।’
শুধু কুকুর নিয়ে নয়, বিড়াল নিয়েও বহু দম্পতির দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। অনেকে সঙ্গীকে ‘হয় আমি না হয় বিড়াল’ আল্টিমেটাম দিয়েছেন। পোষা প্রাণী নিয়ে এ দ্বন্দ্ব প্রায়ই সম্পর্ক ছিন্ন পর্যন্ত গড়িয়ে যায়।
পোষা প্রাণী প্রেমীরা বলছেন, কুকুর–বিড়ালের দেখাশোনা করার মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়। পোষা প্রাণীর সঙ্গে মানসিক বন্ধন মানব সম্পর্কের মতোই গুরুত্বপূর্ণ।
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরোকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৪ মিনিট আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
১০ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১৮ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগে