ইশতিয়াক হাসান
লিনসয়েস মারেনিসিস জাতীয় উদ্যানে হাজির হলে একে আশ্চর্য সুন্দর এক স্বপ্ন ভেবে গায়ে একটা চিমটি কাটতেই পারেন। বালুর রাজ্যে একটু পরপরই এখানে ছেদ টেনে গেছে একটার পর একটা সবুজ কিংবা নীল হ্রদ। এটা কি মরুভূমি নাকি হ্রদের এক রাজ্য ভেবে ধন্দে পড়বেন। তবে বালিয়াড়ি আর হ্রদ মিলেমিশে যে রীতিমতো অপার্থিব এক সৌন্দর্যের সৃষ্টি করেছে, তা অস্বীকার করতে পারবেন না কোনোভাবেই।
ব্রাজিলের উত্তর-পূর্বের রাজ্য মারাইনোতে অবস্থান ৫৯৮ বর্গমাইল আয়তনের জাতীয় উদ্যানটির। প্রথম দেখায় জায়গাটিকে একটি মরুভূমি বলে মনে করেন, তবে দোষ দেওয়া যাবে না আপনাকে। তবে একে সে অর্থে মরুভূমি বলতে পারবেন না আপনি। এখানকার বালিয়াড়িগুলোর মাঝখানে লুকিয়ে আছে আশ্চর্য সুন্দর সব ল্যাগুন বা হ্রদ। কাছাকাছি গেলেই পরিষ্কার হবে বিষয়টা। এ ধরনের ল্যাগুনের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আর এখানকার কোনো কোনো বালিয়াড়ির উচ্চতা ৫০ ফুটেরও বেশি। তাই কখনো কখনো বালিয়াড়ির কারণে দূর থেকে হ্রদগুলো ঠাহর না-ও করতে পারেন।
আমাজন অববাহিকার ঠিক বাইরে হওয়ায় এখানে বর্ষায় প্রচুর বৃষ্টি হয়। বালিয়াড়ির মাঝখানে জমা বৃষ্টির পানি জন্ম দেয় স্বচ্ছ নীল ও সবুজ ল্যাগুন বা হ্রদের। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে গেলেই মূলত অসাধারণ এই বৈচিত্র্যময় রূপ দেখতে পারবেন জাতীয় উদ্যানটির। তখন আবহাওয়া থাকে রৌদ্রোজ্জ্বল, ল্যাগুন থাকে পানিতে টইটুম্বুর।
আশ্চর্যজনক হলেও জায়গাটি নানা ধরনের মাছের আবাসস্থল। কিন্তু কথা হলো, শুকনো মৌসুমে সবগুলো ল্যাগুন বা হ্রদই মোটামুটি অদৃশ্য হয়। তাহলে বর্ষায় এভাবে মাছে ভরে যায় কীভাবে এগুলো? পাখিরা সাগর থেকে মাছের ডিম বয়ে আনা। নানাভাবেই আসে পাখিদের মাধ্যমে এই ডিম, পায়ের সঙ্গে লেগে পালকের সঙ্গে আটকে। এমনকি মাছের ডিম ছড়াতে পারে পাখির মলের মাধ্যমে। পার্কটির বৈচিত্র্য আরও বাড়িয়েছে পামগাছ।
এবার বরং জাতীয় উদ্যানটি এর নাম কীভাবে পেল তা জেনে নেওয়া যাক। পর্তুগিজ শব্দ লিনসয়েসের অর্থ বিছানার চাদর। সে হিসেবে এর নামের অর্থ মারাইনোর বিছানার চাদর। নিশ্চয় কোনো কূলকিনারা পাচ্ছেন না এমন নামের। আকাশ থেকে কিংবা ড্রোনে জায়গাটিকে দেখলে তবেই বুঝতে পারবেন বিষয়টি। মনে হয় যেন একটার পর একটা চাদর ফেলে রাখা হয়েছে জলার বুকে।
হাজার হাজার বছরে জন্ম লিনসয়েস মারেনিসিস জাতীয় উদ্যানের। পারনায়িবা ও প্রেগিসাস নদীর বিপুল পলি এসে জমা হয় নদীমুখে। তারপর আটলান্টিক মহাসাগরে। ঢেউয়ে এবং প্রবল বাতাসে এগুলো কয়েক মাইল দূরে নিয়ে আসে। এভাবেই জন্ম হয় বালিয়াড়ির। এদিকে এখানকার মিষ্টি পানির ল্যাগুন বা হ্রদগুলোর পানি বালুর নিচের শক্ত পাথরের কারণে চুইয়ে অন্য কোনো দিকে চলে যেতে পারে না। ব্যাস, সব মিলিয়ে অসাধারণ এক সৌন্দর্য উপভোগের সুযোগ মিলে যায় মানুষের।
হ্রদগুলোর আয়তন, গভীরতা এবং কোন কোণে আলো পড়ছে—এসবের ওপর নির্ভর করে এদের জলের রঙে ভিন্নতা থাকে। গাঢ় নীল থেকে শুরু করে স্বচ্ছ সবুজ এমনকি গাঢ় নীল জলের হ্রদও চোখে পড়ে।
তবে আশ্চর্য সুন্দর এই বালু-জলময় রাজ্যে যাওয়াটা খুব সহজ কাজ নয়। প্রথমে উড়োজাহাজে করে সাও পাওলোর মারেশাও কুইয়া মাশাডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ে যাবেন। সেখান থেকে প্রতিদিন চারবার বাস ছাড়ে নদীতীরের ছোট্ট শহর বাহেইরিয়াস। সময় লাগে ঘণ্টা পাঁচেক। এই শহরটিকে বলতে পারতেন জাতীয় উদ্যানটির প্রধান প্রবেশদ্বার। আবার সাও লুইস থেকে গাড়িতে পৌঁছাতে পারবেন সান্তো আমারোয়। সেখান থেকেও পার্কটিতে যাওয়া যায়।
পার্কটিতে ট্র্যাকিং, স্কাই ডাইভিং (বছরের নির্দিষ্ট সময়), ফোর হুইলার গাড়িতে ভ্রমণসহ নানা ধরনের প্যাকেজ আছে ট্যুর অপারেটরদের। তবে বিশাল এই জায়গাটিতে হেঁটে যান কী ফোর হুইলারে চেপে, নিজের মুখ থেকে শুরু কর গাড়ি সবকিছুই যে বালুময় হয়ে যাবে তাতে সন্দেহ নেই।
জাতীয় উদ্যানটির কোনো কোনো ল্যাগুন বিশাল। লাগোয়া বনিতা কিংবা লাগোয়া আজুয়ার অবস্থান বাহেইরিয়াস শহরের কাছে। আতিনস গ্রামের কাছে অবস্থিত লাগোয়া ট্রপিক্যালও দেখার মতো জায়গা। লাগোয়া দ্য গাইভোতা (সিগ্যাল ল্যাগুন) পার্কের সবচেয়ে বড় এবং সুন্দর হ্রদগুলোর একটি।
সূত্র: সিএনএন, অ্যামিউজিং প্ল্যানেট, আনইউজাল প্লেসেস
লিনসয়েস মারেনিসিস জাতীয় উদ্যানে হাজির হলে একে আশ্চর্য সুন্দর এক স্বপ্ন ভেবে গায়ে একটা চিমটি কাটতেই পারেন। বালুর রাজ্যে একটু পরপরই এখানে ছেদ টেনে গেছে একটার পর একটা সবুজ কিংবা নীল হ্রদ। এটা কি মরুভূমি নাকি হ্রদের এক রাজ্য ভেবে ধন্দে পড়বেন। তবে বালিয়াড়ি আর হ্রদ মিলেমিশে যে রীতিমতো অপার্থিব এক সৌন্দর্যের সৃষ্টি করেছে, তা অস্বীকার করতে পারবেন না কোনোভাবেই।
ব্রাজিলের উত্তর-পূর্বের রাজ্য মারাইনোতে অবস্থান ৫৯৮ বর্গমাইল আয়তনের জাতীয় উদ্যানটির। প্রথম দেখায় জায়গাটিকে একটি মরুভূমি বলে মনে করেন, তবে দোষ দেওয়া যাবে না আপনাকে। তবে একে সে অর্থে মরুভূমি বলতে পারবেন না আপনি। এখানকার বালিয়াড়িগুলোর মাঝখানে লুকিয়ে আছে আশ্চর্য সুন্দর সব ল্যাগুন বা হ্রদ। কাছাকাছি গেলেই পরিষ্কার হবে বিষয়টা। এ ধরনের ল্যাগুনের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আর এখানকার কোনো কোনো বালিয়াড়ির উচ্চতা ৫০ ফুটেরও বেশি। তাই কখনো কখনো বালিয়াড়ির কারণে দূর থেকে হ্রদগুলো ঠাহর না-ও করতে পারেন।
আমাজন অববাহিকার ঠিক বাইরে হওয়ায় এখানে বর্ষায় প্রচুর বৃষ্টি হয়। বালিয়াড়ির মাঝখানে জমা বৃষ্টির পানি জন্ম দেয় স্বচ্ছ নীল ও সবুজ ল্যাগুন বা হ্রদের। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে গেলেই মূলত অসাধারণ এই বৈচিত্র্যময় রূপ দেখতে পারবেন জাতীয় উদ্যানটির। তখন আবহাওয়া থাকে রৌদ্রোজ্জ্বল, ল্যাগুন থাকে পানিতে টইটুম্বুর।
আশ্চর্যজনক হলেও জায়গাটি নানা ধরনের মাছের আবাসস্থল। কিন্তু কথা হলো, শুকনো মৌসুমে সবগুলো ল্যাগুন বা হ্রদই মোটামুটি অদৃশ্য হয়। তাহলে বর্ষায় এভাবে মাছে ভরে যায় কীভাবে এগুলো? পাখিরা সাগর থেকে মাছের ডিম বয়ে আনা। নানাভাবেই আসে পাখিদের মাধ্যমে এই ডিম, পায়ের সঙ্গে লেগে পালকের সঙ্গে আটকে। এমনকি মাছের ডিম ছড়াতে পারে পাখির মলের মাধ্যমে। পার্কটির বৈচিত্র্য আরও বাড়িয়েছে পামগাছ।
এবার বরং জাতীয় উদ্যানটি এর নাম কীভাবে পেল তা জেনে নেওয়া যাক। পর্তুগিজ শব্দ লিনসয়েসের অর্থ বিছানার চাদর। সে হিসেবে এর নামের অর্থ মারাইনোর বিছানার চাদর। নিশ্চয় কোনো কূলকিনারা পাচ্ছেন না এমন নামের। আকাশ থেকে কিংবা ড্রোনে জায়গাটিকে দেখলে তবেই বুঝতে পারবেন বিষয়টি। মনে হয় যেন একটার পর একটা চাদর ফেলে রাখা হয়েছে জলার বুকে।
হাজার হাজার বছরে জন্ম লিনসয়েস মারেনিসিস জাতীয় উদ্যানের। পারনায়িবা ও প্রেগিসাস নদীর বিপুল পলি এসে জমা হয় নদীমুখে। তারপর আটলান্টিক মহাসাগরে। ঢেউয়ে এবং প্রবল বাতাসে এগুলো কয়েক মাইল দূরে নিয়ে আসে। এভাবেই জন্ম হয় বালিয়াড়ির। এদিকে এখানকার মিষ্টি পানির ল্যাগুন বা হ্রদগুলোর পানি বালুর নিচের শক্ত পাথরের কারণে চুইয়ে অন্য কোনো দিকে চলে যেতে পারে না। ব্যাস, সব মিলিয়ে অসাধারণ এক সৌন্দর্য উপভোগের সুযোগ মিলে যায় মানুষের।
হ্রদগুলোর আয়তন, গভীরতা এবং কোন কোণে আলো পড়ছে—এসবের ওপর নির্ভর করে এদের জলের রঙে ভিন্নতা থাকে। গাঢ় নীল থেকে শুরু করে স্বচ্ছ সবুজ এমনকি গাঢ় নীল জলের হ্রদও চোখে পড়ে।
তবে আশ্চর্য সুন্দর এই বালু-জলময় রাজ্যে যাওয়াটা খুব সহজ কাজ নয়। প্রথমে উড়োজাহাজে করে সাও পাওলোর মারেশাও কুইয়া মাশাডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ে যাবেন। সেখান থেকে প্রতিদিন চারবার বাস ছাড়ে নদীতীরের ছোট্ট শহর বাহেইরিয়াস। সময় লাগে ঘণ্টা পাঁচেক। এই শহরটিকে বলতে পারতেন জাতীয় উদ্যানটির প্রধান প্রবেশদ্বার। আবার সাও লুইস থেকে গাড়িতে পৌঁছাতে পারবেন সান্তো আমারোয়। সেখান থেকেও পার্কটিতে যাওয়া যায়।
পার্কটিতে ট্র্যাকিং, স্কাই ডাইভিং (বছরের নির্দিষ্ট সময়), ফোর হুইলার গাড়িতে ভ্রমণসহ নানা ধরনের প্যাকেজ আছে ট্যুর অপারেটরদের। তবে বিশাল এই জায়গাটিতে হেঁটে যান কী ফোর হুইলারে চেপে, নিজের মুখ থেকে শুরু কর গাড়ি সবকিছুই যে বালুময় হয়ে যাবে তাতে সন্দেহ নেই।
জাতীয় উদ্যানটির কোনো কোনো ল্যাগুন বিশাল। লাগোয়া বনিতা কিংবা লাগোয়া আজুয়ার অবস্থান বাহেইরিয়াস শহরের কাছে। আতিনস গ্রামের কাছে অবস্থিত লাগোয়া ট্রপিক্যালও দেখার মতো জায়গা। লাগোয়া দ্য গাইভোতা (সিগ্যাল ল্যাগুন) পার্কের সবচেয়ে বড় এবং সুন্দর হ্রদগুলোর একটি।
সূত্র: সিএনএন, অ্যামিউজিং প্ল্যানেট, আনইউজাল প্লেসেস
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৩ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৫ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৫ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫