একটি সমুদ্রসৈকতের রং কেমন হতে পারে? যদি বলি সবুজ, তাহলে নিশ্চয় চমকে উঠবেন। সত্যি এমন সবুজ বালুর সৈকতের দেখা পাবেন মার্কিন মুলুকের হাওয়াই অঙ্গরাজ্যে।
হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের দক্ষিণ প্রান্তে আশ্চর্য সুন্দর এই সবুজ বালুর সৈকত বা গ্রিন স্যান্ড বিচের অবস্থান। সবুজ বালুর সৈকত পরিচিত নানা নামে। এর একটি পাপাকলেয়া সৈকত, অপরটি মাহানা বিচ। কলেয়া নামের একধরনের পাখিকে সৈকতের আশপাশে দেখা যাওয়ায় পাপাকলেয়া নাম পেয়েছে সৈকতটি, আর দ্বীপের সবুজ রঙের পেছনে যার মূল ভূমিকা, সেই মোচাকৃতি চূড়াটি থেকে এসেছে মাহানা বিচ নামটি।
বলা হয় পৃথিবীর চারটি সবুজ বালুর সৈকতের এটি একটি।
সৈকতের জলপাই সবুজ রঙের পেছনে আছে অলিভিন নামে আধা মূল্যবান একধরনের সবজে পাথর বা স্ফটিক। মাওনা লোয়া পর্বতের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত ৪৯ হাজার বছরের পুরোনো এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্টি হওয়া মোচাকৃতি চূড়া পুউ মাহানার ক্ষয়ের কারণে সৈকতের বালুতে অলিভিনের এই আধিক্য।
পুউ মাহানার চূড়াটি একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হয়েছে। আর এতে এই চূড়ায় উপস্থিত অলিভিন স্ফটিকগুলো ভেঙে গুঁড়া হয়ে যায় এবং তারপরে সাদা কোয়ার্টজ দানার সঙ্গে নিকটবর্তী উপকূলে জমা হয়। আর এটাই সৈকতের বালুকে সবুজ আভা দিয়েছে।
অলিভিন হাওয়াইয়ান লাভার একটি সাধারণ খনিজ উপাদান। ম্যাগমা ঠান্ডা হওয়ার ফল হিসেবে তৈরি হওয়া প্রথম স্ফটিকগুলোর মধ্যেও একটি এটি। অলিভিন সিলিকাসমৃদ্ধ একটি খনিজ, যাতে আয়রন ও ম্যাগনেশিয়ামও থাকে। অলিভিন স্থানীয়ভাবে ‘হাওয়াইয়ান হিরা’ নামেও পরিচিত।
অলিভিন কিন্তু সাধারণ বালুর স্ফটিকগুলোর তুলনায় ঘন ও শক্ত। তাই সৈকতে জমে থাকে এরা। যেখানে স্বাভাবিক আগ্নেয়গিরি সাধারণ বালু সমুদ্রে ভেসে যায়। যদিও এই অলিভিন স্ফটিকগুলোও শেষ পর্যন্ত ধুয়ে যায়। তবে আগ্নেয় পর্বতের ক্রমাগত ক্ষয় এখানে প্রতিনিয়ত আরও অলিভিনের সরবরাহ নিশ্চিত করে। অবশ্য একসময় এই সরবরাহ ফুরিয়ে যেতে পারে এবং তখন সৈকতটিকে আর দশটি সাধারণ সৈকতের মতোই দেখাবে।
গ্রিন স্যান্ড বিচ নাম পাওয়ার পেছনে থাকা এই সবুজ স্ফটিকের সঙ্গে লাভা থেকে আসা কালো বালু ও প্রবাল থেকে আসা সাদা বালু মিশে থাকে। এ কারণে জায়গাভেদে রঙের তারতম্য হয় এবং কোনো কোনো জায়গার বালু বেশি সবুজ বর্ণের হয়। যদি কখনো ওই সৈকতে যাওয়ার সুযোগ হয়, সবুজ বালু খুব কাছ থেকে দেখলে অন্য রকম এক সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন।
আগেই বলেছি, পাপাকলেয়া সৈকত বা গ্রিন স্যান্ড বিচ বিগ আইল্যান্ডের দক্ষিণ অংশে অবস্থিত। কোনা নামের একটি জায়গা থেকে হাইওয়ে ১১ ধরে রওনা দিয়ে একপর্যায়ে সাউথ পয়েন্টের দিকে মোড় ঘুরবেন। রাস্তা বিভক্ত না হওয়া পর্যন্ত সাউথ পয়েন্ট রোড ধরে গাড়ি চালাবেন। যখন পথটি দুটি শাখায় ভাগ হয়ে যায়, তখন ডান দিকেরটা সাউথ পয়েন্ট ক্লিফসে যাওয়ার পথ, আর বামেরটি আপনাকে নিয়ে যাবে সবুজ বালুর সমুদ্রসৈকতে।
পাপাকলেয়া সমুদ্রসৈকত দেখার সেরা সময় হলো দিনের প্রথম দিকে, অর্থাৎ রোদটা চড়তে শুরুর আগেই জায়গাটি ভ্রমণ করে আসা উত্তম। ভিড়ভাট্টা এড়াতে চাইলে ছুটির দিনটা এড়িয়ে চলুন।
কাজেই এমন সবুজ বালুর সৈকত দেখার সুযোগ হাতছাড়া করবেন না আশা করি। আর হাওয়াই যদি চলেই যান, কালো বালুর সৈকতসহ এখানকার বৈচিত্র্যময় সব সৈকত, মাওনা কিয়া পর্বত, জলপ্রপাতসহ দেখতে পারবেন অনেক কিছুই। তবে একটি সতর্কবাণী, এত সুন্দর সবুজ বালু দেখে স্মারক হিসেবে এর কিছুটা ভুলেও ব্যাগে বা পকেটে পুরে নিয়ে আসার কথা ভাববেন না যেন! কারণ, হাওয়াইয়ের সৈকতগুলো থেকে বালু নেওয়া নিষিদ্ধ।
সূত্র: লাভ বিগ আইল্যান্ড ডটকম, টাইমস অব ইন্ডিয়া, অ্যাকুয়ারিয়াস ট্রাভেলার ডটকম, হাওয়াই ডটকম।
একটি সমুদ্রসৈকতের রং কেমন হতে পারে? যদি বলি সবুজ, তাহলে নিশ্চয় চমকে উঠবেন। সত্যি এমন সবুজ বালুর সৈকতের দেখা পাবেন মার্কিন মুলুকের হাওয়াই অঙ্গরাজ্যে।
হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের দক্ষিণ প্রান্তে আশ্চর্য সুন্দর এই সবুজ বালুর সৈকত বা গ্রিন স্যান্ড বিচের অবস্থান। সবুজ বালুর সৈকত পরিচিত নানা নামে। এর একটি পাপাকলেয়া সৈকত, অপরটি মাহানা বিচ। কলেয়া নামের একধরনের পাখিকে সৈকতের আশপাশে দেখা যাওয়ায় পাপাকলেয়া নাম পেয়েছে সৈকতটি, আর দ্বীপের সবুজ রঙের পেছনে যার মূল ভূমিকা, সেই মোচাকৃতি চূড়াটি থেকে এসেছে মাহানা বিচ নামটি।
বলা হয় পৃথিবীর চারটি সবুজ বালুর সৈকতের এটি একটি।
সৈকতের জলপাই সবুজ রঙের পেছনে আছে অলিভিন নামে আধা মূল্যবান একধরনের সবজে পাথর বা স্ফটিক। মাওনা লোয়া পর্বতের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত ৪৯ হাজার বছরের পুরোনো এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্টি হওয়া মোচাকৃতি চূড়া পুউ মাহানার ক্ষয়ের কারণে সৈকতের বালুতে অলিভিনের এই আধিক্য।
পুউ মাহানার চূড়াটি একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হয়েছে। আর এতে এই চূড়ায় উপস্থিত অলিভিন স্ফটিকগুলো ভেঙে গুঁড়া হয়ে যায় এবং তারপরে সাদা কোয়ার্টজ দানার সঙ্গে নিকটবর্তী উপকূলে জমা হয়। আর এটাই সৈকতের বালুকে সবুজ আভা দিয়েছে।
অলিভিন হাওয়াইয়ান লাভার একটি সাধারণ খনিজ উপাদান। ম্যাগমা ঠান্ডা হওয়ার ফল হিসেবে তৈরি হওয়া প্রথম স্ফটিকগুলোর মধ্যেও একটি এটি। অলিভিন সিলিকাসমৃদ্ধ একটি খনিজ, যাতে আয়রন ও ম্যাগনেশিয়ামও থাকে। অলিভিন স্থানীয়ভাবে ‘হাওয়াইয়ান হিরা’ নামেও পরিচিত।
অলিভিন কিন্তু সাধারণ বালুর স্ফটিকগুলোর তুলনায় ঘন ও শক্ত। তাই সৈকতে জমে থাকে এরা। যেখানে স্বাভাবিক আগ্নেয়গিরি সাধারণ বালু সমুদ্রে ভেসে যায়। যদিও এই অলিভিন স্ফটিকগুলোও শেষ পর্যন্ত ধুয়ে যায়। তবে আগ্নেয় পর্বতের ক্রমাগত ক্ষয় এখানে প্রতিনিয়ত আরও অলিভিনের সরবরাহ নিশ্চিত করে। অবশ্য একসময় এই সরবরাহ ফুরিয়ে যেতে পারে এবং তখন সৈকতটিকে আর দশটি সাধারণ সৈকতের মতোই দেখাবে।
গ্রিন স্যান্ড বিচ নাম পাওয়ার পেছনে থাকা এই সবুজ স্ফটিকের সঙ্গে লাভা থেকে আসা কালো বালু ও প্রবাল থেকে আসা সাদা বালু মিশে থাকে। এ কারণে জায়গাভেদে রঙের তারতম্য হয় এবং কোনো কোনো জায়গার বালু বেশি সবুজ বর্ণের হয়। যদি কখনো ওই সৈকতে যাওয়ার সুযোগ হয়, সবুজ বালু খুব কাছ থেকে দেখলে অন্য রকম এক সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন।
আগেই বলেছি, পাপাকলেয়া সৈকত বা গ্রিন স্যান্ড বিচ বিগ আইল্যান্ডের দক্ষিণ অংশে অবস্থিত। কোনা নামের একটি জায়গা থেকে হাইওয়ে ১১ ধরে রওনা দিয়ে একপর্যায়ে সাউথ পয়েন্টের দিকে মোড় ঘুরবেন। রাস্তা বিভক্ত না হওয়া পর্যন্ত সাউথ পয়েন্ট রোড ধরে গাড়ি চালাবেন। যখন পথটি দুটি শাখায় ভাগ হয়ে যায়, তখন ডান দিকেরটা সাউথ পয়েন্ট ক্লিফসে যাওয়ার পথ, আর বামেরটি আপনাকে নিয়ে যাবে সবুজ বালুর সমুদ্রসৈকতে।
পাপাকলেয়া সমুদ্রসৈকত দেখার সেরা সময় হলো দিনের প্রথম দিকে, অর্থাৎ রোদটা চড়তে শুরুর আগেই জায়গাটি ভ্রমণ করে আসা উত্তম। ভিড়ভাট্টা এড়াতে চাইলে ছুটির দিনটা এড়িয়ে চলুন।
কাজেই এমন সবুজ বালুর সৈকত দেখার সুযোগ হাতছাড়া করবেন না আশা করি। আর হাওয়াই যদি চলেই যান, কালো বালুর সৈকতসহ এখানকার বৈচিত্র্যময় সব সৈকত, মাওনা কিয়া পর্বত, জলপ্রপাতসহ দেখতে পারবেন অনেক কিছুই। তবে একটি সতর্কবাণী, এত সুন্দর সবুজ বালু দেখে স্মারক হিসেবে এর কিছুটা ভুলেও ব্যাগে বা পকেটে পুরে নিয়ে আসার কথা ভাববেন না যেন! কারণ, হাওয়াইয়ের সৈকতগুলো থেকে বালু নেওয়া নিষিদ্ধ।
সূত্র: লাভ বিগ আইল্যান্ড ডটকম, টাইমস অব ইন্ডিয়া, অ্যাকুয়ারিয়াস ট্রাভেলার ডটকম, হাওয়াই ডটকম।
জাপানে ছোটখাটো বিরোধ বা ঝামেলা মেটাতে এখন আর পুলিশের দরকার নেই। দরকার নেই আদালতেরও নয়। কারণ, এবার বাজারে নেমেছে একেবারে ভিন্নধর্মী সেবা। নাম ‘রেন্টাল কোওয়াইহিতো।’ জাপানি ভাষায় এর মানে দাঁড়ায়—‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ।’ যেমন নাম, তেমনি কাজ।
৮ ঘণ্টা আগেবিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগে