অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি নারী আলিঙ্গনের সময় হঠাৎ তাঁর মুখে চুম্বন করেন, যা জিনকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি সঙ্গে সঙ্গেই মুখ ফিরিয়ে নেন।
এ ঘটনার পর ওই নারী তাঁর ব্লগে লিখেছিলেন, তিনি জিনের ‘গলায় চুম্বন করেছিলেন’ এবং ‘তাঁর ত্বক খুবই নরম ছিল’।
তবে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক ভক্ত ওই নারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে।
দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি জাপানে অবস্থান করছেন। তাঁকে তদন্তের জন্য দক্ষিণ কোরিয়ায় আসতে হবে। তবে এখনো তাঁর নাম প্রকাশ করা হয়নি। বিটিএসের এজেন্সি হাইবের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ১৩ জুন সেনাবাহিনী থেকে অব্যাহতির পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হন জিন। প্রায় ৩ হাজার ভক্তের সামনে গান পরিবেশন করেন তিনি এবং ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন।
এরপর অক্টোবরে বিটিএসের আরেক সদস্য জে-হোপও সেনাবাহিনী থেকে অব্যাহতি পান। তবে ব্যান্ডের অন্য সদস্য ভিআরএম, জিমিন, জংকুক এবং সুগা এখনো সেনাবাহিনীতে কর্মরত। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের জুনের আগে এই ব্যান্ডের সদস্যরা একসঙ্গে গাইবেন না।
প্রসঙ্গত, ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত কোরিয়ান পপতারকারা। বিশেষত, বিটিএস আর্মির সদস্যরা। বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। সামাজিক মাধ্যম এবং সরাসরি অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে তাঁদের কথোপকথন এবং মিথস্ক্রিয়া খুবই সাধারণ ঘটনা। তবে, কিছু অতিউৎসাহী ভক্তের বাড়াবাড়ি এবং ‘সাসায়েং ফ্যান’দের (অতিরিক্ত অনুরাগী) দ্বারা শিল্পীদের হয়রানির ঘটনাও বাড়ছে, যা শিল্পী এবং এজেন্সি উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি নারী আলিঙ্গনের সময় হঠাৎ তাঁর মুখে চুম্বন করেন, যা জিনকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি সঙ্গে সঙ্গেই মুখ ফিরিয়ে নেন।
এ ঘটনার পর ওই নারী তাঁর ব্লগে লিখেছিলেন, তিনি জিনের ‘গলায় চুম্বন করেছিলেন’ এবং ‘তাঁর ত্বক খুবই নরম ছিল’।
তবে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক ভক্ত ওই নারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে।
দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি জাপানে অবস্থান করছেন। তাঁকে তদন্তের জন্য দক্ষিণ কোরিয়ায় আসতে হবে। তবে এখনো তাঁর নাম প্রকাশ করা হয়নি। বিটিএসের এজেন্সি হাইবের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ১৩ জুন সেনাবাহিনী থেকে অব্যাহতির পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হন জিন। প্রায় ৩ হাজার ভক্তের সামনে গান পরিবেশন করেন তিনি এবং ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন।
এরপর অক্টোবরে বিটিএসের আরেক সদস্য জে-হোপও সেনাবাহিনী থেকে অব্যাহতি পান। তবে ব্যান্ডের অন্য সদস্য ভিআরএম, জিমিন, জংকুক এবং সুগা এখনো সেনাবাহিনীতে কর্মরত। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের জুনের আগে এই ব্যান্ডের সদস্যরা একসঙ্গে গাইবেন না।
প্রসঙ্গত, ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত কোরিয়ান পপতারকারা। বিশেষত, বিটিএস আর্মির সদস্যরা। বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। সামাজিক মাধ্যম এবং সরাসরি অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে তাঁদের কথোপকথন এবং মিথস্ক্রিয়া খুবই সাধারণ ঘটনা। তবে, কিছু অতিউৎসাহী ভক্তের বাড়াবাড়ি এবং ‘সাসায়েং ফ্যান’দের (অতিরিক্ত অনুরাগী) দ্বারা শিল্পীদের হয়রানির ঘটনাও বাড়ছে, যা শিল্পী এবং এজেন্সি উভয়ের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৪ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
৬ দিন আগেবিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকা
৭ দিন আগেমাহমুদের ভাষার প্রতি আগ্রহ শুরু হয় শৈশবেই। তাঁর বাবার শিলবি মোঝিপ্রিয়ানও ১৬টি ভাষায় পারদর্শী। কগনিটিভ সাইকোলজিতে পিএইচডিসহ বেশ কয়েকটি ডিগ্রি রয়েছে তাঁর। শিলবি কর্মসূত্রে ইসরায়েল, স্পেনসহ বিভিন্ন দেশে ভাষাগত সমস্যার সম্মুখীন হয়েছিলেন।
১২ দিন আগে