মার্কিন নাগরিক জেরি হিকস গত মঙ্গলবার যখন দরকারি কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন তখন কল্পনাও করেননি তাঁর জীবনটা বদলে যেতে চলেছে। দোকানটির পার্কিংয়ে ২০ ডলারের একটি নোট পড়ে থাকতে দেখেন এ সময়। ওটা তুলে নিয়ে খরচ করলেন লটারির টিকিট কিনতে। তাতেই জিতলেন দশ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৭ লাখ টাকা।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের। সেখানকার বেনার এল্ক শহরের একজন কাঠমিস্ত্রি জেরি হিকস। ওই ২০ ডলার দিয়ে একটি এক্সট্রিম ক্যাশ স্ক্র্যাচ-অফ লটারি টিকিট কেনেন বলে জানান তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে।
‘আমি যে টিকিটটা খুঁজছিলাম সেটা না পাওয়ায় অন্য একটি কিনি।’ বলেন জেরি। আর ওই টিকিট ঘষতেই জিতে যান দশ লাখ ডলার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গত শুক্রবার নর্থ ক্যারোলাইনা এডুকেশন লটারি হেডকোয়ার্টার্সে গিয়ে পুরস্কারটা দাবি করেন জেরি। লটারির নিয়ম অনুযায়ী পুরো টাকাটা ২০ বছরের কিস্তিতে নেওয়া যায়। আবার একবারেও নেওয়া যায়, তবে সেক্ষেত্রে মেলে ছয় লাখ ডলার। সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয় জেরি হিকস একসঙ্গে ছয় লাখ ডলার নেওয়াটাই বেছে নিয়েছেন।
কর পরিশোধের পর হিকস চার লাখ ২৯ হাজার ৭ ডলার বাড়িতে নিতে পেরেছেন বলে জানা গেছে নর্থ ক্যারোলাইনা এডুকেশন লটারি কর্তৃপক্ষ সূত্রে।
হিকস এই অর্থ তাঁর সন্তানদের পেছনে এবং ৫৬ বছরের কাঠ-মিস্ত্রির পেশা থেকে অবসর নিয়ে আরামে বাকি জীবনটা কাটাতে ব্যয় করতে চান।
তবে এর আগে এই লটারি বিজয় উদ্যাপন করতে চান তিনি।
‘আমরা সোজা গোল্ডেন কোরালে (বিখ্যাত চেইন বাফেট শপ) চলে যাব এবং তাদের যা কিছু আছে সবই খেয়ে নেব।’ বলেন তিনি
মার্কিন নাগরিক জেরি হিকস গত মঙ্গলবার যখন দরকারি কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন তখন কল্পনাও করেননি তাঁর জীবনটা বদলে যেতে চলেছে। দোকানটির পার্কিংয়ে ২০ ডলারের একটি নোট পড়ে থাকতে দেখেন এ সময়। ওটা তুলে নিয়ে খরচ করলেন লটারির টিকিট কিনতে। তাতেই জিতলেন দশ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৭ লাখ টাকা।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের। সেখানকার বেনার এল্ক শহরের একজন কাঠমিস্ত্রি জেরি হিকস। ওই ২০ ডলার দিয়ে একটি এক্সট্রিম ক্যাশ স্ক্র্যাচ-অফ লটারি টিকিট কেনেন বলে জানান তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে।
‘আমি যে টিকিটটা খুঁজছিলাম সেটা না পাওয়ায় অন্য একটি কিনি।’ বলেন জেরি। আর ওই টিকিট ঘষতেই জিতে যান দশ লাখ ডলার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গত শুক্রবার নর্থ ক্যারোলাইনা এডুকেশন লটারি হেডকোয়ার্টার্সে গিয়ে পুরস্কারটা দাবি করেন জেরি। লটারির নিয়ম অনুযায়ী পুরো টাকাটা ২০ বছরের কিস্তিতে নেওয়া যায়। আবার একবারেও নেওয়া যায়, তবে সেক্ষেত্রে মেলে ছয় লাখ ডলার। সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয় জেরি হিকস একসঙ্গে ছয় লাখ ডলার নেওয়াটাই বেছে নিয়েছেন।
কর পরিশোধের পর হিকস চার লাখ ২৯ হাজার ৭ ডলার বাড়িতে নিতে পেরেছেন বলে জানা গেছে নর্থ ক্যারোলাইনা এডুকেশন লটারি কর্তৃপক্ষ সূত্রে।
হিকস এই অর্থ তাঁর সন্তানদের পেছনে এবং ৫৬ বছরের কাঠ-মিস্ত্রির পেশা থেকে অবসর নিয়ে আরামে বাকি জীবনটা কাটাতে ব্যয় করতে চান।
তবে এর আগে এই লটারি বিজয় উদ্যাপন করতে চান তিনি।
‘আমরা সোজা গোল্ডেন কোরালে (বিখ্যাত চেইন বাফেট শপ) চলে যাব এবং তাদের যা কিছু আছে সবই খেয়ে নেব।’ বলেন তিনি
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
১ দিন আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৩ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৪ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৭ দিন আগে