রেললাইনের ওপর গরু, মহিষ এমনকি হাতি চলে আসার নজিরও আছে। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না জলজ্যান্ত একটি সিল রেলপথের ওপর উঠে আসবে। অবিশ্বাস্য হলেও সাগর থেকে উঠে এসে একটি সিল একেবারে রেললাইনের মাঝখানে রীতিমতো আসন গেড়ে বসে। তারপর?
বুঝতেই পারছেন, ঘটনাটি আমাদের দেশের নয়। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এ কাণ্ড হয়। শহরের কাছেধারেই সৈকত ও সাগর থাকায় ওয়েলিংটনের পথেঘাটে সামুদ্রিক এই স্তন্যপায়ীকে দেখা একেবারে অবাস্তব কিছু নয়। তবে মসৃণ চামড়ার এই প্রাণীর শরীরের গঠন এমন যে, ডাঙায় চলাফেরা করা মোটেই সহজ নয়। তাই বলে একেবারে রেললাইনে এসে বিশ্রাম নিতে শুরু করাটা মনে হয় একটু বাড়াবাড়িই হয়ে গেছে।
তবে সিলটির ভাগ্য ভালোই বলতে হবে। অন্তত আমাদের কক্সবাজারের সেই বুনো হাতির বাচ্চাটার মতো ট্রেনের ধাক্কায় করুণ পরিণতি বরণ করে নিতে হয়নি। বরং তার জন্য নিউজিল্যান্ডের রাজধানী এলাকায় চলাচল করা কমিউটার ট্রেনগুলোর রীতিমতো শিডিউল বিপর্যয় হয়ে যায়।
দেশটির ডিপার্টমেন্ট অব কনজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একটি ফার সিল বা কেকেনো সিলকে ওয়েলিংটনের শহরতলি নগাওরাংগায় রেললাইনের ওপরে উঠে আয়েস করে বিশ্রাম নিতে দেখা যায়। এতে কমিউটার ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে।
পোস্টে আরও বলা হয়, ‘যদিও সিলটি ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে মানুষের যাতায়াতের জন্য সমস্যা সৃষ্টি করে, তবু সবাই প্রাণীটির ব্যাপারেই বেশি উদ্বিগ্ন ছিল। অনেক লোক আমাদের হটলাইনে বিষয়টি জানিয়েছে। সিল দেখা যাওয়া ওয়েলিংটনের আশপাশে খুব অস্বাভাবিক দৃশ্য নয়। তবে এটি বেশ চর্মসার ছিল। একে মোটেই বিচলিত মনে হচ্ছিল না। হয়তো সে ক্লান্ত ছিল।’
ডিপার্টমেন্ট অব কনজারভেশন মজা করে বলে, সিলটির শেষ পর্যন্ত ট্রেন ধরার বা ট্রেনে চড়ার প্রয়োজন পড়েনি। বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত থাকা রেঞ্জাররা একে ওয়েলিংটনের দক্ষিণে সাগর উপকূলে নিয়ে যান। তারপর এমন একটি জায়গায় একে ছেড়ে দেওয়া হয়, যেখানে মানুষ বা কুকুর এটার জন্য কোনো ঝামেলা তৈরি করবে না।
রেললাইনের ওপর গরু, মহিষ এমনকি হাতি চলে আসার নজিরও আছে। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না জলজ্যান্ত একটি সিল রেলপথের ওপর উঠে আসবে। অবিশ্বাস্য হলেও সাগর থেকে উঠে এসে একটি সিল একেবারে রেললাইনের মাঝখানে রীতিমতো আসন গেড়ে বসে। তারপর?
বুঝতেই পারছেন, ঘটনাটি আমাদের দেশের নয়। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এ কাণ্ড হয়। শহরের কাছেধারেই সৈকত ও সাগর থাকায় ওয়েলিংটনের পথেঘাটে সামুদ্রিক এই স্তন্যপায়ীকে দেখা একেবারে অবাস্তব কিছু নয়। তবে মসৃণ চামড়ার এই প্রাণীর শরীরের গঠন এমন যে, ডাঙায় চলাফেরা করা মোটেই সহজ নয়। তাই বলে একেবারে রেললাইনে এসে বিশ্রাম নিতে শুরু করাটা মনে হয় একটু বাড়াবাড়িই হয়ে গেছে।
তবে সিলটির ভাগ্য ভালোই বলতে হবে। অন্তত আমাদের কক্সবাজারের সেই বুনো হাতির বাচ্চাটার মতো ট্রেনের ধাক্কায় করুণ পরিণতি বরণ করে নিতে হয়নি। বরং তার জন্য নিউজিল্যান্ডের রাজধানী এলাকায় চলাচল করা কমিউটার ট্রেনগুলোর রীতিমতো শিডিউল বিপর্যয় হয়ে যায়।
দেশটির ডিপার্টমেন্ট অব কনজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একটি ফার সিল বা কেকেনো সিলকে ওয়েলিংটনের শহরতলি নগাওরাংগায় রেললাইনের ওপরে উঠে আয়েস করে বিশ্রাম নিতে দেখা যায়। এতে কমিউটার ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে।
পোস্টে আরও বলা হয়, ‘যদিও সিলটি ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে মানুষের যাতায়াতের জন্য সমস্যা সৃষ্টি করে, তবু সবাই প্রাণীটির ব্যাপারেই বেশি উদ্বিগ্ন ছিল। অনেক লোক আমাদের হটলাইনে বিষয়টি জানিয়েছে। সিল দেখা যাওয়া ওয়েলিংটনের আশপাশে খুব অস্বাভাবিক দৃশ্য নয়। তবে এটি বেশ চর্মসার ছিল। একে মোটেই বিচলিত মনে হচ্ছিল না। হয়তো সে ক্লান্ত ছিল।’
ডিপার্টমেন্ট অব কনজারভেশন মজা করে বলে, সিলটির শেষ পর্যন্ত ট্রেন ধরার বা ট্রেনে চড়ার প্রয়োজন পড়েনি। বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত থাকা রেঞ্জাররা একে ওয়েলিংটনের দক্ষিণে সাগর উপকূলে নিয়ে যান। তারপর এমন একটি জায়গায় একে ছেড়ে দেওয়া হয়, যেখানে মানুষ বা কুকুর এটার জন্য কোনো ঝামেলা তৈরি করবে না।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৩ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৩ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫