Ajker Patrika

‘সবচেয়ে দুঃখী’ হাতির মৃত্যু

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৫: ১৮
‘সবচেয়ে দুঃখী’ হাতির মৃত্যু

ফিলিপাইনের ম্যানিলা চিড়িয়াখানায় ছিল বিশ্বের ‘সবচেয়ে দুঃখী’ হাতি। সেই হাতি মারা গেছে বলে গত মঙ্গলবার ফেসবুক ভিডিওতে জানান ম্যানিলার মেয়র হানি লাকুনা। 

মালি নামের স্ত্রী হাতিটি চার দশক ধরে চিড়িয়াখানায় একাই ছিল। প্রাণী অধিকারকর্মীরা এটিকে সবচেয়ে দুঃখী হাতি বলে আখ্যায়িত করেন। তাঁরা এটিকে হাতির অভয়ারণ্যে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। 

চিড়িয়াখানার প্রধান পশু চিকিৎসক ড. হেনরিখ প্যাট্রিক পেনা-ডোমিঙ্গো বলেন, গত শুক্রবার এশীয় হাতিটিকে ক্রমাগত একটি দেয়ালের সঙ্গে তার শুঁড় ঘষতে দেখা গেছে। এটা থেকে বোঝা যায়, ওটার কষ্ট হচ্ছিল।

মঙ্গলবার সকালের দিকে মালি শুয়ে ছিল এবং জোরে শ্বাস নিচ্ছিল। পশু চিকিৎসকেরা অ্যান্টিহিস্টামিন ও ভিটামিন দিয়েছিলেন একে। কিন্তু বিকেলে হাতিটি মারা যায়। ময়নাতদন্তে দেখা গেছে যে হাতিটির কিছু অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়েছিল। তা ছাড়া এর প্রধান ধমনিতে ব্লক ছিল।

১৯৮১ সালে ফিলিপাইনের ওই সময়কার ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে উপহার হিসেবে হাতিটি দেয় শ্রীলঙ্কা সরকার। তখন প্রাণীটির বয়স ছিল ১১ মাস।

সূত্র: বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত