ফিলিপাইনের ম্যানিলা চিড়িয়াখানায় ছিল বিশ্বের ‘সবচেয়ে দুঃখী’ হাতি। সেই হাতি মারা গেছে বলে গত মঙ্গলবার ফেসবুক ভিডিওতে জানান ম্যানিলার মেয়র হানি লাকুনা।
মালি নামের স্ত্রী হাতিটি চার দশক ধরে চিড়িয়াখানায় একাই ছিল। প্রাণী অধিকারকর্মীরা এটিকে সবচেয়ে দুঃখী হাতি বলে আখ্যায়িত করেন। তাঁরা এটিকে হাতির অভয়ারণ্যে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
চিড়িয়াখানার প্রধান পশু চিকিৎসক ড. হেনরিখ প্যাট্রিক পেনা-ডোমিঙ্গো বলেন, গত শুক্রবার এশীয় হাতিটিকে ক্রমাগত একটি দেয়ালের সঙ্গে তার শুঁড় ঘষতে দেখা গেছে। এটা থেকে বোঝা যায়, ওটার কষ্ট হচ্ছিল।
মঙ্গলবার সকালের দিকে মালি শুয়ে ছিল এবং জোরে শ্বাস নিচ্ছিল। পশু চিকিৎসকেরা অ্যান্টিহিস্টামিন ও ভিটামিন দিয়েছিলেন একে। কিন্তু বিকেলে হাতিটি মারা যায়। ময়নাতদন্তে দেখা গেছে যে হাতিটির কিছু অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়েছিল। তা ছাড়া এর প্রধান ধমনিতে ব্লক ছিল।
১৯৮১ সালে ফিলিপাইনের ওই সময়কার ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে উপহার হিসেবে হাতিটি দেয় শ্রীলঙ্কা সরকার। তখন প্রাণীটির বয়স ছিল ১১ মাস।
সূত্র: বিবিসি
ফিলিপাইনের ম্যানিলা চিড়িয়াখানায় ছিল বিশ্বের ‘সবচেয়ে দুঃখী’ হাতি। সেই হাতি মারা গেছে বলে গত মঙ্গলবার ফেসবুক ভিডিওতে জানান ম্যানিলার মেয়র হানি লাকুনা।
মালি নামের স্ত্রী হাতিটি চার দশক ধরে চিড়িয়াখানায় একাই ছিল। প্রাণী অধিকারকর্মীরা এটিকে সবচেয়ে দুঃখী হাতি বলে আখ্যায়িত করেন। তাঁরা এটিকে হাতির অভয়ারণ্যে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
চিড়িয়াখানার প্রধান পশু চিকিৎসক ড. হেনরিখ প্যাট্রিক পেনা-ডোমিঙ্গো বলেন, গত শুক্রবার এশীয় হাতিটিকে ক্রমাগত একটি দেয়ালের সঙ্গে তার শুঁড় ঘষতে দেখা গেছে। এটা থেকে বোঝা যায়, ওটার কষ্ট হচ্ছিল।
মঙ্গলবার সকালের দিকে মালি শুয়ে ছিল এবং জোরে শ্বাস নিচ্ছিল। পশু চিকিৎসকেরা অ্যান্টিহিস্টামিন ও ভিটামিন দিয়েছিলেন একে। কিন্তু বিকেলে হাতিটি মারা যায়। ময়নাতদন্তে দেখা গেছে যে হাতিটির কিছু অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়েছিল। তা ছাড়া এর প্রধান ধমনিতে ব্লক ছিল।
১৯৮১ সালে ফিলিপাইনের ওই সময়কার ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে উপহার হিসেবে হাতিটি দেয় শ্রীলঙ্কা সরকার। তখন প্রাণীটির বয়স ছিল ১১ মাস।
সূত্র: বিবিসি
বিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগেচীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশার এক আবাসিক এলাকা লাল ব্যানার টাঙিয়ে স্বামীর পরকীয়ার প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী। ব্যানারে ওই নারী ব্যঙ্গ করে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করায় ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।
৯ দিন আগে