মিডিয়া মোগল রুপার্ট মারডকের বয়স এখন ৯২ বছর। এই বয়সে পঞ্চম স্ত্রীর পাণিগ্রহণ করতে যাচ্ছেন তিনি। স্ত্রী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পুলিশের সাবেক মানসিক স্বাস্থ্য পরামর্শক অ্যান লেসলি স্মিথ। তিনি আবার জনপ্রিয় কান্ট্রি সিঙ্গার চেস্টার স্মিথের সাবেক স্ত্রী।
মার্কিন ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী রুপার্ট মারডক সান ফ্রানসিসকো পুলিশ চ্যাপলিন অ্যান লেসলি স্মিথকে বিয়ে করছেন। মারডকের এটি পঞ্চম বিয়ে।
এ ব্যাপারে মারডক ট্যাবলয়েড পত্রিকাটিকে বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি প্রেমে পড়ার ভয় পেতাম—কিন্তু আমি জানতাম এটাই আমার শেষ। আমি খুশি।’
অ্যান লেসলি একজন রেডিও এবং টিভি নির্বাহীও। ২০০৮ সালে তাঁর স্বামী চেস্টার মারা যান।
মিডিয়া ব্যবসার সূত্রেই দুজনের বন্ধুত্ব হয়। নিউইয়র্ক পোস্টের সঙ্গে কথা বলার সময় অ্যান লেসলি বলেন, ‘আমাদের দুজনের জন্যই এটা ঈশ্বরের কাছ থেকে উপহার। আমরা গত সেপ্টেম্বরে দেখা করেছিলাম।’
লেসলি বলেন, ‘আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো, আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় পত্রিকার জন্য কাজ করেছেন, রেডিও এবং টিভি স্টেশন তৈরি করেছেন এবং ইউনিভিশনের প্রচারে সহায়তা করেছেন। তাই আমি রুপার্টের ভাষায় কথা বলি। আমাদের বিশ্বাস একই।’
এই দম্পতি আগামী গ্রীষ্মে বিয়ে করার পরিকল্পনা করছেন। মারডক বলেন, ‘আমরা দুজনেই আমাদের জীবনের দ্বিতীয়ার্ধ একসঙ্গে কাটানোর অপেক্ষায় আছি।’
তাঁরা ক্যালিফোর্নিয়া, যুক্তরাজ্য, মন্টানা এবং নিউইয়র্কে তাঁদের সময় কাটাবেন বলে নিউইয়র্ক পোস্ট জানিয়েছেন।
মারডক প্রথম তিনটি বিয়ে থেকে ছয় সন্তানের জনক হয়েছেন। সর্বশেষ স্ত্রী হলের সঙ্গে দাম্পত্য ছিল ছয় বছরের। এর আগে ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ওয়েন্ডি ডেং; ১৯৬৭ থেকে ১৯৯৯ পর্যন্ত আনা মারিয়া তোরভ এবং ১৯৫৬ থেকে ১৯৬৭ পর্যন্ত প্যাট্রিসিয়া বুকার ছিলেন মারডকের স্ত্রী।
ফোর্বস সাময়িকীর হিসাবে, নিউজ করপোরেশনের চেয়ারম্যান এবং সিইও মারডকের সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার। তাঁর সাম্রাজ্যের মধ্যে রয়েছে—ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সারা বিশ্বের বহু গণমাধ্যমের অংশীদারত্ব।
মিডিয়া মোগল রুপার্ট মারডকের বয়স এখন ৯২ বছর। এই বয়সে পঞ্চম স্ত্রীর পাণিগ্রহণ করতে যাচ্ছেন তিনি। স্ত্রী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো পুলিশের সাবেক মানসিক স্বাস্থ্য পরামর্শক অ্যান লেসলি স্মিথ। তিনি আবার জনপ্রিয় কান্ট্রি সিঙ্গার চেস্টার স্মিথের সাবেক স্ত্রী।
মার্কিন ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী রুপার্ট মারডক সান ফ্রানসিসকো পুলিশ চ্যাপলিন অ্যান লেসলি স্মিথকে বিয়ে করছেন। মারডকের এটি পঞ্চম বিয়ে।
এ ব্যাপারে মারডক ট্যাবলয়েড পত্রিকাটিকে বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি প্রেমে পড়ার ভয় পেতাম—কিন্তু আমি জানতাম এটাই আমার শেষ। আমি খুশি।’
অ্যান লেসলি একজন রেডিও এবং টিভি নির্বাহীও। ২০০৮ সালে তাঁর স্বামী চেস্টার মারা যান।
মিডিয়া ব্যবসার সূত্রেই দুজনের বন্ধুত্ব হয়। নিউইয়র্ক পোস্টের সঙ্গে কথা বলার সময় অ্যান লেসলি বলেন, ‘আমাদের দুজনের জন্যই এটা ঈশ্বরের কাছ থেকে উপহার। আমরা গত সেপ্টেম্বরে দেখা করেছিলাম।’
লেসলি বলেন, ‘আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো, আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় পত্রিকার জন্য কাজ করেছেন, রেডিও এবং টিভি স্টেশন তৈরি করেছেন এবং ইউনিভিশনের প্রচারে সহায়তা করেছেন। তাই আমি রুপার্টের ভাষায় কথা বলি। আমাদের বিশ্বাস একই।’
এই দম্পতি আগামী গ্রীষ্মে বিয়ে করার পরিকল্পনা করছেন। মারডক বলেন, ‘আমরা দুজনেই আমাদের জীবনের দ্বিতীয়ার্ধ একসঙ্গে কাটানোর অপেক্ষায় আছি।’
তাঁরা ক্যালিফোর্নিয়া, যুক্তরাজ্য, মন্টানা এবং নিউইয়র্কে তাঁদের সময় কাটাবেন বলে নিউইয়র্ক পোস্ট জানিয়েছেন।
মারডক প্রথম তিনটি বিয়ে থেকে ছয় সন্তানের জনক হয়েছেন। সর্বশেষ স্ত্রী হলের সঙ্গে দাম্পত্য ছিল ছয় বছরের। এর আগে ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত ওয়েন্ডি ডেং; ১৯৬৭ থেকে ১৯৯৯ পর্যন্ত আনা মারিয়া তোরভ এবং ১৯৫৬ থেকে ১৯৬৭ পর্যন্ত প্যাট্রিসিয়া বুকার ছিলেন মারডকের স্ত্রী।
ফোর্বস সাময়িকীর হিসাবে, নিউজ করপোরেশনের চেয়ারম্যান এবং সিইও মারডকের সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার। তাঁর সাম্রাজ্যের মধ্যে রয়েছে—ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সারা বিশ্বের বহু গণমাধ্যমের অংশীদারত্ব।
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
৮ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগে