ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। ফলে তিনি আগের রেকর্ডধারী পর্নো তারকা লিসা স্পার্কসের রেকর্ডকে ছাপিয়ে গেছে। লিসা স্পার্কস একদিনে ৯১৯ জন পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন।
একটি ইনস্টাগ্রাম ভিডিওতে বনি ব্লু তাঁর অভিজ্ঞতা সম্পর্কে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘আমি ভালো আছি। তবে মনে হচ্ছে, একদিনে অনেক পরিশ্রম করেছি। প্রথম ৩-৪ ঘণ্টার মতো চললে হয়তো আমি টিকে থাকতে পারতাম না।’
আরেকটি টিকটক ভিডিওতে তিনি বিস্তারিত জানিয়েছেন এবং দাবি করেছেন, তাঁর ত্বকের অবস্থাও এই শয্যা কাণ্ডের পরে ভালো হয়েছে। ইনস্টাগ্রাম ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একদিনে হাজারের অধিক পুরুষ! সকল অংশগ্রহণকারী পুরুষকে ধন্যবাদ।’
তবে, তার এই দাবি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। অনেক চিকিৎসক এ ধরনের কার্যক্রমের স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন। অস্ট্রেলিয়ার সিডনির চিকিৎসক ড. টার্নার বলেছেন, যৌন সম্পর্ক শারীরিকভাবে অনেক চ্যালেঞ্জিং হতে পারে। এটি পেশি, হৃদ্যন্ত্র এবং এন্ডোরফিনের নিঃসরণকে প্রভাবিত করে। তবে এটি ২৪ ঘণ্টার ম্যারাথনের মতো চরম পর্যায়ে নিয়ে গেলে শারীরিক ও মানসিক প্রভাব মারাত্মক হতে পারে।’
এই ঘটনার পর বনি ব্লু সমালোচনার মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার প্রতি হতাশা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘আমি বুঝতে পারি না কেন আপনি এ ধরনের কাজ করছেন। এটা দুঃখজনক।’ আরেকজন বলেছেন, ‘আপনার এই ‘অর্জন’ কি আপনাকে গর্বিত করে?’
অনেকে তাঁকে তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলার জন্য দায়ী করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘এর জন্য করতালি? ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাভাবনাকে ধ্বংস করার জন্য?’
বনি ব্লু যুক্তরাজ্যের স্ট্যাপলফোর্ড নটিংহ্যামশায়ারের একজন প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা। ১৮+ শিল্পে প্রবেশের আগে তিনি একটি নিয়োগ সংস্থায় কাজ করতেন এবং বিবাহিত ছিলেন। তবে ওয়েবক্যাম মডেল হিসেবে কাজ শুরু করার পর থেকে তাঁর ক্যারিয়ারে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। পরে ওনলিফ্যানস প্ল্যাটফর্মে যোগ দেন। এই প্ল্যাটফর্মে তিনি প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার পাউন্ড উপার্জন করেন।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। ফলে তিনি আগের রেকর্ডধারী পর্নো তারকা লিসা স্পার্কসের রেকর্ডকে ছাপিয়ে গেছে। লিসা স্পার্কস একদিনে ৯১৯ জন পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন।
একটি ইনস্টাগ্রাম ভিডিওতে বনি ব্লু তাঁর অভিজ্ঞতা সম্পর্কে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘আমি ভালো আছি। তবে মনে হচ্ছে, একদিনে অনেক পরিশ্রম করেছি। প্রথম ৩-৪ ঘণ্টার মতো চললে হয়তো আমি টিকে থাকতে পারতাম না।’
আরেকটি টিকটক ভিডিওতে তিনি বিস্তারিত জানিয়েছেন এবং দাবি করেছেন, তাঁর ত্বকের অবস্থাও এই শয্যা কাণ্ডের পরে ভালো হয়েছে। ইনস্টাগ্রাম ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একদিনে হাজারের অধিক পুরুষ! সকল অংশগ্রহণকারী পুরুষকে ধন্যবাদ।’
তবে, তার এই দাবি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। অনেক চিকিৎসক এ ধরনের কার্যক্রমের স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন। অস্ট্রেলিয়ার সিডনির চিকিৎসক ড. টার্নার বলেছেন, যৌন সম্পর্ক শারীরিকভাবে অনেক চ্যালেঞ্জিং হতে পারে। এটি পেশি, হৃদ্যন্ত্র এবং এন্ডোরফিনের নিঃসরণকে প্রভাবিত করে। তবে এটি ২৪ ঘণ্টার ম্যারাথনের মতো চরম পর্যায়ে নিয়ে গেলে শারীরিক ও মানসিক প্রভাব মারাত্মক হতে পারে।’
এই ঘটনার পর বনি ব্লু সমালোচনার মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার প্রতি হতাশা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘আমি বুঝতে পারি না কেন আপনি এ ধরনের কাজ করছেন। এটা দুঃখজনক।’ আরেকজন বলেছেন, ‘আপনার এই ‘অর্জন’ কি আপনাকে গর্বিত করে?’
অনেকে তাঁকে তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলার জন্য দায়ী করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘এর জন্য করতালি? ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাভাবনাকে ধ্বংস করার জন্য?’
বনি ব্লু যুক্তরাজ্যের স্ট্যাপলফোর্ড নটিংহ্যামশায়ারের একজন প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা। ১৮+ শিল্পে প্রবেশের আগে তিনি একটি নিয়োগ সংস্থায় কাজ করতেন এবং বিবাহিত ছিলেন। তবে ওয়েবক্যাম মডেল হিসেবে কাজ শুরু করার পর থেকে তাঁর ক্যারিয়ারে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। পরে ওনলিফ্যানস প্ল্যাটফর্মে যোগ দেন। এই প্ল্যাটফর্মে তিনি প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার পাউন্ড উপার্জন করেন।
নারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
২ দিন আগেচীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
৩ দিন আগেসাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৫ দিন আগে