যুক্তরাজ্যে ১৯০২ সালে রাজা এডওয়ার্ড সপ্তম এবং রানি আলেকজান্দ্রার রাজ্যাভিষেক উদ্যাপনের জন্য ক্যাডবেরি চকলেট তৈরি করা হয়েছিল। এসব চকলেট স্কুলে বিতরণ করা হয়। পেয়েছিল মেরি অ্যান ব্ল্যাকমোর নামের ৯ বছর বয়সী এক মেয়েও। কিন্তু মেয়েটি সেগুলো খাওয়ার পরিবর্তে রাজ্যাভিষেক অনুষ্ঠানের স্মারক হিসেবে যত্নে রেখে দিয়েছিল।
১২১ বছর পর পুরোনো এসব ক্যাডবেরি চকলেটের টিন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যর স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ভ্যানিলা চকলেটগুলো পারিবারিকভাবে পান ব্ল্যাকমোরের নাতনি জিন থম্পসন (৭২)। তিনি চকলেটের টিনটি ডার্বির হ্যানসনের নিলামকারীদের কাছে নিয়েছেন।
হ্যানসন নিলামের মরভেন ফার্লি বলেছেন, সেই সময়ে এটি সত্যিকারের আপ্যায়ন ছিল, শিশুরা কখনোই চকলেট পেত না। এটি স্পষ্টতই এই ছোট্ট মেয়েটির জন্য এমন একটি বিশেষ উপহার ছিল। সে ভেবেছিল যে সে এটি স্পর্শও করতে পারবে না।
চকলেটগুলো হ্যানসনে নিলামে তোলা হবে। এর দাম কমপক্ষে ১০ হাজার থেকে ২১ হাজার টাকা (১০০ থেকে ১৫০ পাউন্ড) হবে বলে আশা করা হচ্ছে।
মিসেস ফার্লি বলেছেন, দাম আরও বেশি উঠতে পারে। কখনো কখনো আপনি কিছু দরদাতা পাবেন, যারা ইতিহাসের টুকরো চান। এমন সময় দাম আকাশচুম্বী হতে পারে। এটা নির্ভর করে রাজকীয় স্মৃতিচিহ্ন সংগ্রহকারীর মান এবং ক্রেতার আগ্রহের ওপর।
১২১ বছর বয়সী চকলেটগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তবু এত দামে বিক্রির প্রসঙ্গে মিসেস ফার্লি বলেন, ‘কেউ এটা খাবে না। আপনি যদি টিনটি খোলেন, তাতে চকলেটের গন্ধ আসে। তবে আমি সেই ঝুঁকি নিতে চাই না।’
যুক্তরাজ্যে ১৯০২ সালে রাজা এডওয়ার্ড সপ্তম এবং রানি আলেকজান্দ্রার রাজ্যাভিষেক উদ্যাপনের জন্য ক্যাডবেরি চকলেট তৈরি করা হয়েছিল। এসব চকলেট স্কুলে বিতরণ করা হয়। পেয়েছিল মেরি অ্যান ব্ল্যাকমোর নামের ৯ বছর বয়সী এক মেয়েও। কিন্তু মেয়েটি সেগুলো খাওয়ার পরিবর্তে রাজ্যাভিষেক অনুষ্ঠানের স্মারক হিসেবে যত্নে রেখে দিয়েছিল।
১২১ বছর পর পুরোনো এসব ক্যাডবেরি চকলেটের টিন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যর স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ভ্যানিলা চকলেটগুলো পারিবারিকভাবে পান ব্ল্যাকমোরের নাতনি জিন থম্পসন (৭২)। তিনি চকলেটের টিনটি ডার্বির হ্যানসনের নিলামকারীদের কাছে নিয়েছেন।
হ্যানসন নিলামের মরভেন ফার্লি বলেছেন, সেই সময়ে এটি সত্যিকারের আপ্যায়ন ছিল, শিশুরা কখনোই চকলেট পেত না। এটি স্পষ্টতই এই ছোট্ট মেয়েটির জন্য এমন একটি বিশেষ উপহার ছিল। সে ভেবেছিল যে সে এটি স্পর্শও করতে পারবে না।
চকলেটগুলো হ্যানসনে নিলামে তোলা হবে। এর দাম কমপক্ষে ১০ হাজার থেকে ২১ হাজার টাকা (১০০ থেকে ১৫০ পাউন্ড) হবে বলে আশা করা হচ্ছে।
মিসেস ফার্লি বলেছেন, দাম আরও বেশি উঠতে পারে। কখনো কখনো আপনি কিছু দরদাতা পাবেন, যারা ইতিহাসের টুকরো চান। এমন সময় দাম আকাশচুম্বী হতে পারে। এটা নির্ভর করে রাজকীয় স্মৃতিচিহ্ন সংগ্রহকারীর মান এবং ক্রেতার আগ্রহের ওপর।
১২১ বছর বয়সী চকলেটগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তবু এত দামে বিক্রির প্রসঙ্গে মিসেস ফার্লি বলেন, ‘কেউ এটা খাবে না। আপনি যদি টিনটি খোলেন, তাতে চকলেটের গন্ধ আসে। তবে আমি সেই ঝুঁকি নিতে চাই না।’
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
২ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৩ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৬ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৭ দিন আগে