Ajker Patrika

১২১ বছর পর রাজা এডওয়ার্ডের রাজ্যাভিষেকের চকলেট নিলামে

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৫: ৫৯
১২১ বছর পর রাজা এডওয়ার্ডের রাজ্যাভিষেকের চকলেট নিলামে

যুক্তরাজ্যে ১৯০২ সালে রাজা এডওয়ার্ড সপ্তম এবং রানি আলেকজান্দ্রার রাজ্যাভিষেক উদ্‌যাপনের জন্য ক্যাডবেরি চকলেট তৈরি করা হয়েছিল। এসব চকলেট স্কুলে বিতরণ করা হয়। পেয়েছিল মেরি অ্যান ব্ল্যাকমোর নামের ৯ বছর বয়সী এক মেয়েও। কিন্তু মেয়েটি সেগুলো খাওয়ার পরিবর্তে রাজ্যাভিষেক অনুষ্ঠানের স্মারক হিসেবে যত্নে রেখে দিয়েছিল। 

১২১ বছর পর পুরোনো এসব ক্যাডবেরি চকলেটের টিন নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যর স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ভ্যানিলা চকলেটগুলো পারিবারিকভাবে পান ব্ল্যাকমোরের নাতনি জিন থম্পসন (৭২)। তিনি চকলেটের টিনটি ডার্বির হ্যানসনের নিলামকারীদের কাছে নিয়েছেন।

হ্যানসন নিলামের মরভেন ফার্লি বলেছেন, সেই সময়ে এটি সত্যিকারের আপ্যায়ন ছিল, শিশুরা কখনোই চকলেট পেত না। এটি স্পষ্টতই এই ছোট্ট মেয়েটির জন্য এমন একটি বিশেষ উপহার ছিল। সে ভেবেছিল যে সে এটি স্পর্শও করতে পারবে না।

চকলেটগুলো হ্যানসনে নিলামে তোলা হবে। এর দাম কমপক্ষে ১০ হাজার থেকে ২১ হাজার টাকা (১০০ থেকে ১৫০ পাউন্ড) হবে বলে আশা করা হচ্ছে।

মিসেস ফার্লি বলেছেন, দাম আরও বেশি উঠতে পারে। কখনো কখনো আপনি কিছু দরদাতা পাবেন, যারা ইতিহাসের টুকরো চান। এমন সময় দাম আকাশচুম্বী হতে পারে। এটা নির্ভর করে রাজকীয় স্মৃতিচিহ্ন সংগ্রহকারীর মান এবং ক্রেতার আগ্রহের ওপর।

১২১ বছর বয়সী চকলেটগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তবু এত দামে বিক্রির প্রসঙ্গে মিসেস ফার্লি বলেন, ‘কেউ এটা খাবে না। আপনি যদি টিনটি খোলেন, তাতে চকলেটের গন্ধ আসে। তবে আমি সেই ঝুঁকি নিতে চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত