Ajker Patrika

বন্ধুর জন্মদিনে দামি উপহার দিতে মোটরসাইকেল চুরি

বন্ধুর জন্মদিনে দামি উপহার দিতে মোটরসাইকেল চুরি

ভারতে বন্ধুর জন্মদিনে দামি উপহার দিতে মোটরসাইকেল চুরি করেছে ১৭ বছরের এক কিশোর। সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদন অনুসারে, কিশোরটি রাস্তার পাশে হোটেলে কাজ করত।

পুলিশ বলছে, বন্ধুর ১৮তম জন্মদিনে দামি উপহার দিয়ে খুশি করতে চেয়েছিল ওই কিশোর। কিন্তু তাঁর কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। এজন্য সে চুরি করার সিদ্ধান্ত নেয়। গত ১ অক্টোবর সে একটি বাড়ির সামনে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে।  

কিশোরটি এক নকল চাবি ব্যবহার করে মোটরসাইকেলের তালা খুলে এবং শব্দ এড়ানোর জন্য ধাক্কা দিয়ে তা নিরাপদ দূরত্বে নিয়ে আসে। এরপর সে বাইকটি চালিয়ে নিয়ে নিরাপদ স্থানে রাখে এবং সম্ভাব্য গ্রাহকের সন্ধান করতে থাকে। 

মোটরসাইকেল মালিক রাম সাহারে বিশ্বকর্মা চুরির বিষয়টি টের পাওয়ার পর সিসিটিভি ফুটেজ চেক করে কিশোরটিকে চুরি করতে দেখে।  

তিনি থানায় অভিযোগ করার পর পুলিশ মোটরসাইকেলের খোঁজে তদন্ত শুরু করে। পরে স্থানীয়দের সাহায্যে কিশোরকে শনাক্ত করে পুলিশ।    

থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ স্বীকার করে কিশোরটি বলেছে, ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিনে দামি উপহার দেওয়ার জন্য সে মোটরসাইকেলটি চুরি করেছে। অভিযুক্তের বন্ধুর বিরুদ্ধেও চুরির মামলা রয়েছে। বন্ধুটি গত মঙ্গলবার ১৮ বছরে বয়সে পরিণত হয়েছে।  

অভিযুক্ত কিশোর বলে, এ বন্ধু তাঁকে চুরির বিষয়ে সব শিখিয়েছে এবং তাঁর কাছে শিক্ষকের মতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত