গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য মানুষ কতো কিছুই না করে! এই রেকর্ডে শুধু যে পরিচিত ঘটনা এবং জনপ্রিয় প্রতিভাই স্থান পায় এমন নয়। কোমর স্কিপিং, মুখের মধ্যে জ্বলন্ত মোমবাতি ধরে রাখার মতো অদ্ভুত ঘটনাও রেকর্ড বইয়ে স্থান পায়। কিন্তু মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং করে রেকর্ড এটিই প্রথম!
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে এমন একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অদ্ভুত এক খেলায় প্রতিযোগিতা করছেন দুই দল মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে সস্তা স্কিপিং দড়ি হলো একজন মানুষ...কোন দল এক মিনিটে সবচেয়ে বেশি স্কিপ করতে পারে?’
ভিডিওটিতে দেখা গেছে, প্রথম দল, অ্যাক্রোপলিস, একটি ছেলেকে দড়ি বানিয়ে লাফাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক গ্রুপটি গত ১৫ ফেব্রুয়ারি ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ‘লো শো দেই রেকর্ড’ সেটে এক মিনিটে ৫৭টি স্কিপ সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করেছে। অ্যাক্রোপলিসের প্রতিযোগী দলটির নাম ওয়াইল্ডক্যাটস চিয়ার টিম।
ভিডিওটি ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বেশিরভাগই বেশ মজা পেয়েছেন। অনেকে বলেছেন, যাকে দড়ি বানানো হয়েছে, নিশ্চিত তিনি খেলা শেষে বমি করে দিয়েছেন! অন্য একজন রসিকতা করে বলেছেন, মাথাটা যদি মেঝেকে বাড়ি খায় তাহলে কিন্তু এটা মোটেই কোনো সস্তা দড়ি আর থাকবে না! তৃতীয়জন যোগ করেছেন, ‘এই লোকদের এক্স-রে করানো দরকার!’
অস্বাভাবিক বিশ্ব রেকর্ডের সাম্প্রতিক একটি উদাহরণের মধ্যে গত মাসে ৩০ সেকেন্ডে সবচেয়ে বেশি ডিম ভেঙে বিশ্ব রেকর্ড গড়ার ঘটনা উল্লেখ করা যেতে পারে। রেকর্ড জয়ী যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্যান্ডার এক মিনিটেরও কম সময়ে এক হাতে ১৮টি ডিম ফাটাতে সক্ষম হয়েছেন!
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য মানুষ কতো কিছুই না করে! এই রেকর্ডে শুধু যে পরিচিত ঘটনা এবং জনপ্রিয় প্রতিভাই স্থান পায় এমন নয়। কোমর স্কিপিং, মুখের মধ্যে জ্বলন্ত মোমবাতি ধরে রাখার মতো অদ্ভুত ঘটনাও রেকর্ড বইয়ে স্থান পায়। কিন্তু মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং করে রেকর্ড এটিই প্রথম!
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে এমন একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অদ্ভুত এক খেলায় প্রতিযোগিতা করছেন দুই দল মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে সস্তা স্কিপিং দড়ি হলো একজন মানুষ...কোন দল এক মিনিটে সবচেয়ে বেশি স্কিপ করতে পারে?’
ভিডিওটিতে দেখা গেছে, প্রথম দল, অ্যাক্রোপলিস, একটি ছেলেকে দড়ি বানিয়ে লাফাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক গ্রুপটি গত ১৫ ফেব্রুয়ারি ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ‘লো শো দেই রেকর্ড’ সেটে এক মিনিটে ৫৭টি স্কিপ সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করেছে। অ্যাক্রোপলিসের প্রতিযোগী দলটির নাম ওয়াইল্ডক্যাটস চিয়ার টিম।
ভিডিওটি ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বেশিরভাগই বেশ মজা পেয়েছেন। অনেকে বলেছেন, যাকে দড়ি বানানো হয়েছে, নিশ্চিত তিনি খেলা শেষে বমি করে দিয়েছেন! অন্য একজন রসিকতা করে বলেছেন, মাথাটা যদি মেঝেকে বাড়ি খায় তাহলে কিন্তু এটা মোটেই কোনো সস্তা দড়ি আর থাকবে না! তৃতীয়জন যোগ করেছেন, ‘এই লোকদের এক্স-রে করানো দরকার!’
অস্বাভাবিক বিশ্ব রেকর্ডের সাম্প্রতিক একটি উদাহরণের মধ্যে গত মাসে ৩০ সেকেন্ডে সবচেয়ে বেশি ডিম ভেঙে বিশ্ব রেকর্ড গড়ার ঘটনা উল্লেখ করা যেতে পারে। রেকর্ড জয়ী যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্যান্ডার এক মিনিটেরও কম সময়ে এক হাতে ১৮টি ডিম ফাটাতে সক্ষম হয়েছেন!
হাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৮ ঘণ্টা আগেইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
১ দিন আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৪ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৪ দিন আগে