গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য মানুষ কতো কিছুই না করে! এই রেকর্ডে শুধু যে পরিচিত ঘটনা এবং জনপ্রিয় প্রতিভাই স্থান পায় এমন নয়। কোমর স্কিপিং, মুখের মধ্যে জ্বলন্ত মোমবাতি ধরে রাখার মতো অদ্ভুত ঘটনাও রেকর্ড বইয়ে স্থান পায়। কিন্তু মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং করে রেকর্ড এটিই প্রথম!
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে এমন একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অদ্ভুত এক খেলায় প্রতিযোগিতা করছেন দুই দল মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে সস্তা স্কিপিং দড়ি হলো একজন মানুষ...কোন দল এক মিনিটে সবচেয়ে বেশি স্কিপ করতে পারে?’
ভিডিওটিতে দেখা গেছে, প্রথম দল, অ্যাক্রোপলিস, একটি ছেলেকে দড়ি বানিয়ে লাফাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক গ্রুপটি গত ১৫ ফেব্রুয়ারি ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ‘লো শো দেই রেকর্ড’ সেটে এক মিনিটে ৫৭টি স্কিপ সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করেছে। অ্যাক্রোপলিসের প্রতিযোগী দলটির নাম ওয়াইল্ডক্যাটস চিয়ার টিম।
ভিডিওটি ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বেশিরভাগই বেশ মজা পেয়েছেন। অনেকে বলেছেন, যাকে দড়ি বানানো হয়েছে, নিশ্চিত তিনি খেলা শেষে বমি করে দিয়েছেন! অন্য একজন রসিকতা করে বলেছেন, মাথাটা যদি মেঝেকে বাড়ি খায় তাহলে কিন্তু এটা মোটেই কোনো সস্তা দড়ি আর থাকবে না! তৃতীয়জন যোগ করেছেন, ‘এই লোকদের এক্স-রে করানো দরকার!’
অস্বাভাবিক বিশ্ব রেকর্ডের সাম্প্রতিক একটি উদাহরণের মধ্যে গত মাসে ৩০ সেকেন্ডে সবচেয়ে বেশি ডিম ভেঙে বিশ্ব রেকর্ড গড়ার ঘটনা উল্লেখ করা যেতে পারে। রেকর্ড জয়ী যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্যান্ডার এক মিনিটেরও কম সময়ে এক হাতে ১৮টি ডিম ফাটাতে সক্ষম হয়েছেন!
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য মানুষ কতো কিছুই না করে! এই রেকর্ডে শুধু যে পরিচিত ঘটনা এবং জনপ্রিয় প্রতিভাই স্থান পায় এমন নয়। কোমর স্কিপিং, মুখের মধ্যে জ্বলন্ত মোমবাতি ধরে রাখার মতো অদ্ভুত ঘটনাও রেকর্ড বইয়ে স্থান পায়। কিন্তু মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং করে রেকর্ড এটিই প্রথম!
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে এমন একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অদ্ভুত এক খেলায় প্রতিযোগিতা করছেন দুই দল মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টুইটারে ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে সস্তা স্কিপিং দড়ি হলো একজন মানুষ...কোন দল এক মিনিটে সবচেয়ে বেশি স্কিপ করতে পারে?’
ভিডিওটিতে দেখা গেছে, প্রথম দল, অ্যাক্রোপলিস, একটি ছেলেকে দড়ি বানিয়ে লাফাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক গ্রুপটি গত ১৫ ফেব্রুয়ারি ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ‘লো শো দেই রেকর্ড’ সেটে এক মিনিটে ৫৭টি স্কিপ সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করেছে। অ্যাক্রোপলিসের প্রতিযোগী দলটির নাম ওয়াইল্ডক্যাটস চিয়ার টিম।
ভিডিওটি ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বেশিরভাগই বেশ মজা পেয়েছেন। অনেকে বলেছেন, যাকে দড়ি বানানো হয়েছে, নিশ্চিত তিনি খেলা শেষে বমি করে দিয়েছেন! অন্য একজন রসিকতা করে বলেছেন, মাথাটা যদি মেঝেকে বাড়ি খায় তাহলে কিন্তু এটা মোটেই কোনো সস্তা দড়ি আর থাকবে না! তৃতীয়জন যোগ করেছেন, ‘এই লোকদের এক্স-রে করানো দরকার!’
অস্বাভাবিক বিশ্ব রেকর্ডের সাম্প্রতিক একটি উদাহরণের মধ্যে গত মাসে ৩০ সেকেন্ডে সবচেয়ে বেশি ডিম ভেঙে বিশ্ব রেকর্ড গড়ার ঘটনা উল্লেখ করা যেতে পারে। রেকর্ড জয়ী যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্যান্ডার এক মিনিটেরও কম সময়ে এক হাতে ১৮টি ডিম ফাটাতে সক্ষম হয়েছেন!
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৩ ঘণ্টা আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৬ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৮ দিন আগে