Ajker Patrika

বুলেট ঠেকিয়ে প্রাণ বাঁচাল গলার নেকলেস

আপডেট : ০৫ জুন ২০২৪, ১৬: ০৪
বুলেট ঠেকিয়ে প্রাণ বাঁচাল গলার নেকলেস

দশমিক ২২ ক্যালিবারের বুলেটটা ছুটে আসছিল লোকটির দিকে। তবে সৌভাগ্যক্রমে তাঁর গলায় পড়া ছিল মোটা একটি নেকলেস। এটাই আটকে দেয় বুলেট। বলা চলে এই নেকলেসই বাঁচিয়ে দেয় লোকটির জীবন।

অবিশ্বাস্য এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের কাছের এক শহর কমার্স সিটির। বুলেটটি ১০মিলিমিটার চওড়া রুপার ওই নেকলেসে আটকে যাওয়ায় লোকটির গলায় কেবল খোঁচা খাওয়ার মতো একটি দাগ হয়।

কমার্স সিটি পুলিশ ডিপার্টমেন্টের সূত্রে এসব তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।

পুলিশ জানিয়েছে একটি বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে অন্য একজন ওই ব্যক্তিকে গুলি করেন। গত ২৮ মে এ ঘটনা ঘটে।

কমার্স সিটি পুলিশের কর্মকর্তারা ফেসবুকে ওই চেইনের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তাঁরা উল্লেখ করেন, ‘তিনি একটি বুলেটকে ফাঁকি দিয়েছেন, আরেকটু পরিষ্কারভাবে বললে ওটাকে আটকে দিয়েছেন। আর কেবলমাত্র ওই মোটা রুপার চেইনের কারণেই গতকাল ওই শুটিংয়ের পরও ভদ্রলোক বেঁচে গেছেন।’

এদিকে যে ব্যক্তিটি গুলি করেছেন তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অবশ্য ভুক্তভোগী কিংবা অভিযুক্ত—কারোরই নাম প্রকাশ করা হয়নি।

অবশ্য পুলিশ জানিয়ে নেকলেসটির রং রূপালি হলেও এটি খুব সম্ভব খাঁটি রুপার তৈরি নয়। কারণ রুপা বেশ নরম একটি ধাতু। এটির বুলেট আটকাতে সক্ষম হওয়ার কথা নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত