Ajker Patrika

১০ বছর ধরে মৃত ব্যক্তির স্ত্রী সেজে অবসর ভাতা তুলেছেন এক নারী

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২১: ৩৩
১০ বছর ধরে মৃত ব্যক্তির স্ত্রী সেজে অবসর ভাতা তুলেছেন এক নারী

১০ বছর ধরে মৃত বাবার স্ত্রী সেজে প্রায় মাসে ১০ হাজার রুপি করে অবসর ভাতা তুলেছেন এক নারী। তাঁর সাবেক স্বামী গোমরটা ফাঁস করেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ইতাহ জেলার আলিগঞ্জ শহরে। 

মোহসিনা পারভেজ (৩৬) নামের ওই নারীকে পরে পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গত সোমবার জারি করা আদালতের আদেশের পর তাঁকে হেফাজতে নেয় পুলিশ। 

মামলার বিবরণ অনুযায়ী, ওয়াজাহাত উল্লাহ খান নামের একজন অবসরপ্রাপ্ত রাজস্ব ক্লার্ক ২০১৩ সালের ২ জানুয়ারি মারা যান। তাঁর স্ত্রী সাবিয়া বেগম ওয়াজাহাত উল্লাহর আগেই পৃথিবীর মায়া কাটান। মোহসিনা নিজেকে বাবার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিতে প্রয়োজনীয় কাগজপত্র জাল করেন এবং ওই অবসর ভাতা তোলার জন্য প্রয়োজনীয় অনুমোদন জোগাড় করতে সক্ষম হন। 

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এভাবে ১২ লাখ রুপির বেশি তুলেছেন এই নারী। মোহসিনার সঙ্গে ফারুক আলীর বিয়ে হয় ২০১৭ সালে। তবে সম্পর্কের অবনতি হতে থাকলে একপর্যায়ে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। মোহসিনা যে প্রতারণার মাধ্যমে বাবার অবসর ভাতা তুলছিলেন, সেটা ফারুকের জানা ছিল। তবে গত বছর মোহসিনা তাঁকে ছেড়ে দেওয়ার পরেই বিষয়টি ফাঁস করেন তিনি। ঘটনাটি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

আলিগঞ্জের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের নেতৃত্বে প্রাথমিক তদন্তে জানা গেছে যে মোহসিনা পেনশন আবেদনে ‘চতুরতার সঙ্গে তাঁর মায়ের নাম ও নিজের ছবি ব্যবহার করে’ কর্তৃপক্ষকে ফাঁকি দিয়েছেন। 

ফারুকের মোহসিনার জালিয়াতির বিষয়ে করা অভিযোগটি যাচাইয়ের পর মোহসিনা বিরুদ্ধে আলিগঞ্জ থানায় একটি এজাহার নথিভুক্ত করা হয়। এতে প্রতারণা, জাল নথি তৈরিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। পুলিশ জানিয়েছে, এই নারীর আবেদনপত্র যেসব কর্মকর্তা যাচাই-বাছাই করেছেন, তাঁদের বিষয়েও তদন্ত করা হবে। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার বলেন, অভিযুক্তের সঙ্গে যোগসাজশের প্রমাণ মিললে যাচাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত