Ajker Patrika

২৫০ ফুট লম্বা প্যান্ট বানিয়ে চীনা কোম্পানির বিশ্ব রেকর্ড

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৬: ৩৯
২৫০ ফুট লম্বা প্যান্ট বানিয়ে চীনা কোম্পানির বিশ্ব রেকর্ড

একটি প্যান্টের দৈর্ঘ্য কত হতে পারে? আর যা-ই হোক, আপনি নিশ্চয় ২৫০ ফুট লম্বা কোনো জিনসের প্যান্ট কথা ভাবছিলেন না। সত্যি এমন একটি প্যান্ট বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এক চীনা পোশাক কারখানা। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, এত লম্বা প্যান্ট পরবে কে? রূপকথার দৈত্য-দানোকে হাজির করলেও তো কুলাবে না!

ঘটনা অবশ্য সাধারণ। এই বিশাল প্যান্ট কেউ পরবে না। শুধু রেকর্ড গড়ার উদ্দেশ্যেই বানানো হয়েছে। আর টেক্সটাইল কোম্পানিটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ থেকে সে স্বীকৃতিও পেয়েছে। 

এত লম্বা একটি জিনসের প্যান্ট বানানো তো চাট্টিখানি কথা নয়। ৩০ জন পোশাকশ্রমিক খেটেছেন এর জন্য। চীনের ইউলিং শহরের ইসিং টেক্সটাইল কোম্পানির কর্মীদের ১৮ দিন সময় লাগে প্যান্টটি তৈরি করতে। ২৫০ ফুট ৫ ইঞ্চি দীর্ঘ জিনসটি চওড়ায় ১৯০ ফুট ১০ ইঞ্চি। 

জিনসের প্যান্টটির ওজন ৭ হাজার ৯৩৬ পাউন্ড। ছবি: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস১৮ হাজার ৪৪ ফুট ডেনিম কাপড় লেগেছে এটি বানাতে। প্যান্টটিতে আছে ২৫ দশমিক ৫৯ ফুটের একটি জিপার ও ৩ দশমিক ৯৪ ফুটের একটি ইস্পাতের বোতাম। এর ওজন কত শুনবেন, ৭ হাজার ৯৩৬ পাউন্ড।

আগের রেকর্ডটি গড়ে পেরুর লিমায় অবস্থিত প্রতিষ্ঠান প্যারিস পেরু, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি। কোম্পানিটির বানানো জিনসের প্যান্টটির দৈর্ঘ্য ছিল ২১৪ ফুট ১০ ইঞ্চি, চওড়ায় ছিল ১৪০ ফুট ১ ইঞ্চি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত