অনলাইন ডেস্ক
সাপ্তাহিক ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার সময়টা অনেকের কাছেই কিছুটা বিরক্তির, কিছুটা কষ্টকর। কিছুটা অলস সময় কাটিয়ে আবার ব্যস্ত জীবনে ফিরতে কারই বা মন টানে? বাংলাদেশে না হলেও পশ্চিমা বিশ্বসহ অনেক দেশেই সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। এই দিনটিকেই সপ্তাহের সবচেয়ে ‘বাজে দিন’ ঘোষণা করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গত সোমবার টুইটার পোস্টে বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে সোমবারকে আমরা সপ্তাহের বাজে দিন হিসেবে ঘোষণা করছি।’ আর সঙ্গে সঙ্গে হাস্যরসাত্মকসহ নানা মন্তব্য নিয়ে ওই পোস্টের নিচে একরকম ঝাঁপিয়ে পড়েন টুইটার ব্যবহারকারীরা।
জনপ্রিয় ভিডিওগেম ও অ্যানিমেশন সিনেমা ‘অ্যাঙরি বার্ড’ এর চরিত্র রেড দি অ্যাঙরি বার্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মন্তব্য আসে, ‘এই সিদ্ধান্ত নিতে একটু বেশিই সময় নিয়ে নিলে তোমরা।’
আরেকজন লিখেছেন, ‘ঠিক এই কারণেই আমি সোমবার ছুটি নেই।’ আরেক নেটিজেন মজা করে বলেছেন, ‘সোমবার আমার কাছে সপ্তাহের অন্যান্য দিনের মতই স্বাভাবিক মনে হয়। হয়তো আমি স্কুলে যাই না বলে এমন মনে হতে পারে।’
এদিকে আরেক ব্যবহারকারী বলেন, ‘সোমবার সকালের চেয়ে রোববার সন্ধ্যা আমার কাছে বেশি বিরক্তিকর মনে হয়।’
গিনেজের এই সিদ্ধান্তের সমর্থনে এক ব্যক্তি লিখেছেন, ‘সোমবার নিয়ে একেকজন একেক মনোভাব পোষণ করতে পারেন। সোমবার মানে মূলত ছুটির দিন থেকে কর্মদিবসের দিকে পরিবর্তন, এবং খুব কম মানুষই পরিবর্তনের মধ্যে আনন্দ খুঁজে পায়। সত্যি কথা বলতে আমরা কেউই কাজ করতে পছন্দ করি না। কিন্তু বেঁচে থাকতে গেলে আমাদের কর্মস্থলে যেতেই হবে।’
এদিকে আরেক ব্যবহারকারী মন্তব্যে প্রশ্ন করে বলেছেন, ‘সোমবার কবে থেকে সপ্তাহের বাজে দিন ছিল না?’
সাপ্তাহিক ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার সময়টা অনেকের কাছেই কিছুটা বিরক্তির, কিছুটা কষ্টকর। কিছুটা অলস সময় কাটিয়ে আবার ব্যস্ত জীবনে ফিরতে কারই বা মন টানে? বাংলাদেশে না হলেও পশ্চিমা বিশ্বসহ অনেক দেশেই সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। এই দিনটিকেই সপ্তাহের সবচেয়ে ‘বাজে দিন’ ঘোষণা করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গত সোমবার টুইটার পোস্টে বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে সোমবারকে আমরা সপ্তাহের বাজে দিন হিসেবে ঘোষণা করছি।’ আর সঙ্গে সঙ্গে হাস্যরসাত্মকসহ নানা মন্তব্য নিয়ে ওই পোস্টের নিচে একরকম ঝাঁপিয়ে পড়েন টুইটার ব্যবহারকারীরা।
জনপ্রিয় ভিডিওগেম ও অ্যানিমেশন সিনেমা ‘অ্যাঙরি বার্ড’ এর চরিত্র রেড দি অ্যাঙরি বার্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মন্তব্য আসে, ‘এই সিদ্ধান্ত নিতে একটু বেশিই সময় নিয়ে নিলে তোমরা।’
আরেকজন লিখেছেন, ‘ঠিক এই কারণেই আমি সোমবার ছুটি নেই।’ আরেক নেটিজেন মজা করে বলেছেন, ‘সোমবার আমার কাছে সপ্তাহের অন্যান্য দিনের মতই স্বাভাবিক মনে হয়। হয়তো আমি স্কুলে যাই না বলে এমন মনে হতে পারে।’
এদিকে আরেক ব্যবহারকারী বলেন, ‘সোমবার সকালের চেয়ে রোববার সন্ধ্যা আমার কাছে বেশি বিরক্তিকর মনে হয়।’
গিনেজের এই সিদ্ধান্তের সমর্থনে এক ব্যক্তি লিখেছেন, ‘সোমবার নিয়ে একেকজন একেক মনোভাব পোষণ করতে পারেন। সোমবার মানে মূলত ছুটির দিন থেকে কর্মদিবসের দিকে পরিবর্তন, এবং খুব কম মানুষই পরিবর্তনের মধ্যে আনন্দ খুঁজে পায়। সত্যি কথা বলতে আমরা কেউই কাজ করতে পছন্দ করি না। কিন্তু বেঁচে থাকতে গেলে আমাদের কর্মস্থলে যেতেই হবে।’
এদিকে আরেক ব্যবহারকারী মন্তব্যে প্রশ্ন করে বলেছেন, ‘সোমবার কবে থেকে সপ্তাহের বাজে দিন ছিল না?’
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৮ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে