সাপ্তাহিক ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার সময়টা অনেকের কাছেই কিছুটা বিরক্তির, কিছুটা কষ্টকর। কিছুটা অলস সময় কাটিয়ে আবার ব্যস্ত জীবনে ফিরতে কারই বা মন টানে? বাংলাদেশে না হলেও পশ্চিমা বিশ্বসহ অনেক দেশেই সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। এই দিনটিকেই সপ্তাহের সবচেয়ে ‘বাজে দিন’ ঘোষণা করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গত সোমবার টুইটার পোস্টে বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে সোমবারকে আমরা সপ্তাহের বাজে দিন হিসেবে ঘোষণা করছি।’ আর সঙ্গে সঙ্গে হাস্যরসাত্মকসহ নানা মন্তব্য নিয়ে ওই পোস্টের নিচে একরকম ঝাঁপিয়ে পড়েন টুইটার ব্যবহারকারীরা।
জনপ্রিয় ভিডিওগেম ও অ্যানিমেশন সিনেমা ‘অ্যাঙরি বার্ড’ এর চরিত্র রেড দি অ্যাঙরি বার্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মন্তব্য আসে, ‘এই সিদ্ধান্ত নিতে একটু বেশিই সময় নিয়ে নিলে তোমরা।’
আরেকজন লিখেছেন, ‘ঠিক এই কারণেই আমি সোমবার ছুটি নেই।’ আরেক নেটিজেন মজা করে বলেছেন, ‘সোমবার আমার কাছে সপ্তাহের অন্যান্য দিনের মতই স্বাভাবিক মনে হয়। হয়তো আমি স্কুলে যাই না বলে এমন মনে হতে পারে।’
এদিকে আরেক ব্যবহারকারী বলেন, ‘সোমবার সকালের চেয়ে রোববার সন্ধ্যা আমার কাছে বেশি বিরক্তিকর মনে হয়।’
গিনেজের এই সিদ্ধান্তের সমর্থনে এক ব্যক্তি লিখেছেন, ‘সোমবার নিয়ে একেকজন একেক মনোভাব পোষণ করতে পারেন। সোমবার মানে মূলত ছুটির দিন থেকে কর্মদিবসের দিকে পরিবর্তন, এবং খুব কম মানুষই পরিবর্তনের মধ্যে আনন্দ খুঁজে পায়। সত্যি কথা বলতে আমরা কেউই কাজ করতে পছন্দ করি না। কিন্তু বেঁচে থাকতে গেলে আমাদের কর্মস্থলে যেতেই হবে।’
এদিকে আরেক ব্যবহারকারী মন্তব্যে প্রশ্ন করে বলেছেন, ‘সোমবার কবে থেকে সপ্তাহের বাজে দিন ছিল না?’
সাপ্তাহিক ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার সময়টা অনেকের কাছেই কিছুটা বিরক্তির, কিছুটা কষ্টকর। কিছুটা অলস সময় কাটিয়ে আবার ব্যস্ত জীবনে ফিরতে কারই বা মন টানে? বাংলাদেশে না হলেও পশ্চিমা বিশ্বসহ অনেক দেশেই সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার। এই দিনটিকেই সপ্তাহের সবচেয়ে ‘বাজে দিন’ ঘোষণা করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গত সোমবার টুইটার পোস্টে বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে সোমবারকে আমরা সপ্তাহের বাজে দিন হিসেবে ঘোষণা করছি।’ আর সঙ্গে সঙ্গে হাস্যরসাত্মকসহ নানা মন্তব্য নিয়ে ওই পোস্টের নিচে একরকম ঝাঁপিয়ে পড়েন টুইটার ব্যবহারকারীরা।
জনপ্রিয় ভিডিওগেম ও অ্যানিমেশন সিনেমা ‘অ্যাঙরি বার্ড’ এর চরিত্র রেড দি অ্যাঙরি বার্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মন্তব্য আসে, ‘এই সিদ্ধান্ত নিতে একটু বেশিই সময় নিয়ে নিলে তোমরা।’
আরেকজন লিখেছেন, ‘ঠিক এই কারণেই আমি সোমবার ছুটি নেই।’ আরেক নেটিজেন মজা করে বলেছেন, ‘সোমবার আমার কাছে সপ্তাহের অন্যান্য দিনের মতই স্বাভাবিক মনে হয়। হয়তো আমি স্কুলে যাই না বলে এমন মনে হতে পারে।’
এদিকে আরেক ব্যবহারকারী বলেন, ‘সোমবার সকালের চেয়ে রোববার সন্ধ্যা আমার কাছে বেশি বিরক্তিকর মনে হয়।’
গিনেজের এই সিদ্ধান্তের সমর্থনে এক ব্যক্তি লিখেছেন, ‘সোমবার নিয়ে একেকজন একেক মনোভাব পোষণ করতে পারেন। সোমবার মানে মূলত ছুটির দিন থেকে কর্মদিবসের দিকে পরিবর্তন, এবং খুব কম মানুষই পরিবর্তনের মধ্যে আনন্দ খুঁজে পায়। সত্যি কথা বলতে আমরা কেউই কাজ করতে পছন্দ করি না। কিন্তু বেঁচে থাকতে গেলে আমাদের কর্মস্থলে যেতেই হবে।’
এদিকে আরেক ব্যবহারকারী মন্তব্যে প্রশ্ন করে বলেছেন, ‘সোমবার কবে থেকে সপ্তাহের বাজে দিন ছিল না?’
হাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৮ ঘণ্টা আগেইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
১ দিন আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৪ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৪ দিন আগে