Ajker Patrika

ভালোবাসা দিবসে টেডি বিয়ার পরে মাদক কারবারীকে ধরল পুলিশ

অনলাইন ডেস্ক
ভালোবাসা দিবসে টেডি বিয়ার পরে মাদক কারবারীকে ধরল পুলিশ

প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানোর দিন ভালোবাসা দিবস। এই দিনে কেউ কেউ প্রিয়জনকে চমকে দেওয়ার জন্য করেন নানা কিছু। তবে পেরুর রাজধানী লিমায় ভ্যালেন্টাইন ডে-তে ঘটছে এক ব্যতিক্রমী ঘটনা। 

লিমার সান মার্তিন দে পোরে জেলায় এক পুলিশ সদস্য টেডি বিয়ারের পোশাক পরে ভালোবাসা দিবসের উপহার নিয়ে হাজির হন এক মাদক কারবারীর বাড়ির সামনে। এ সময় ওই নারী বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে মাটিতে ফেলে হাতকড়া পরায় পুলিশ সদস্যটি। পরে আরেক নারীকে আটক করা হয়। 

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সংযুক্ত করেছে প্রতিবেদনের সঙ্গে। 

ভালোবাসা দিবসে এমন ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনাও দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

বিবিসির ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিযানের অংশ হিসাবে টেডি বিয়ারের পোশাকে এক পুলিশ সদস্য উপহার নিয়ে অভিযুক্ত মাদক কারবারীর বাড়ির সামনে যায়। উপহারের লোভ দেখিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে আনার হয়। এ সময় ওই নারী পুলিশের ফাঁদ বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরাশায়ী করে ফেলা হয়। 

পেরুর ন্যাশনাল পুলিশ এজেন্সির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ওই নারীকে আটকের পর পুলিশ তাঁর বাড়ির ভেতরে একটি গদির নিচে মাদকের একটি ব্যাগ খুঁজে পায়। অভিযান শেষে দুই নারীকে আটক করা হয়েছে। 

এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘ভি-ডে’। এমন অভিযান পেরুর আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রথম নয়। তারা এর আগে সান্তা ক্লজ এবং জনপ্রিয় সুপারহিরো চরিত্রের উৎসবে ছদ্মবেশ ধরে অপরাধী ধরেছে। মাদক কারবারীদের ধরতে তাদের এমন নতুন ও কৌশলী পদ্ধতি শুধু ইতিবাচকতাই সৃষ্টি করেনি বরং জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা ও বিনোদনের জন্ম দিয়েছে। 

তবে সর্বশেষ পরিচালিত অভিযানে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে তা স্পষ্ট নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত