অনলাইন ডেস্ক
প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানোর দিন ভালোবাসা দিবস। এই দিনে কেউ কেউ প্রিয়জনকে চমকে দেওয়ার জন্য করেন নানা কিছু। তবে পেরুর রাজধানী লিমায় ভ্যালেন্টাইন ডে-তে ঘটছে এক ব্যতিক্রমী ঘটনা।
লিমার সান মার্তিন দে পোরে জেলায় এক পুলিশ সদস্য টেডি বিয়ারের পোশাক পরে ভালোবাসা দিবসের উপহার নিয়ে হাজির হন এক মাদক কারবারীর বাড়ির সামনে। এ সময় ওই নারী বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে মাটিতে ফেলে হাতকড়া পরায় পুলিশ সদস্যটি। পরে আরেক নারীকে আটক করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সংযুক্ত করেছে প্রতিবেদনের সঙ্গে।
ভালোবাসা দিবসে এমন ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনাও দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিবিসির ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিযানের অংশ হিসাবে টেডি বিয়ারের পোশাকে এক পুলিশ সদস্য উপহার নিয়ে অভিযুক্ত মাদক কারবারীর বাড়ির সামনে যায়। উপহারের লোভ দেখিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে আনার হয়। এ সময় ওই নারী পুলিশের ফাঁদ বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরাশায়ী করে ফেলা হয়।
পেরুর ন্যাশনাল পুলিশ এজেন্সির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ওই নারীকে আটকের পর পুলিশ তাঁর বাড়ির ভেতরে একটি গদির নিচে মাদকের একটি ব্যাগ খুঁজে পায়। অভিযান শেষে দুই নারীকে আটক করা হয়েছে।
এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘ভি-ডে’। এমন অভিযান পেরুর আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রথম নয়। তারা এর আগে সান্তা ক্লজ এবং জনপ্রিয় সুপারহিরো চরিত্রের উৎসবে ছদ্মবেশ ধরে অপরাধী ধরেছে। মাদক কারবারীদের ধরতে তাদের এমন নতুন ও কৌশলী পদ্ধতি শুধু ইতিবাচকতাই সৃষ্টি করেনি বরং জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা ও বিনোদনের জন্ম দিয়েছে।
তবে সর্বশেষ পরিচালিত অভিযানে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে তা স্পষ্ট নয়।
প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানোর দিন ভালোবাসা দিবস। এই দিনে কেউ কেউ প্রিয়জনকে চমকে দেওয়ার জন্য করেন নানা কিছু। তবে পেরুর রাজধানী লিমায় ভ্যালেন্টাইন ডে-তে ঘটছে এক ব্যতিক্রমী ঘটনা।
লিমার সান মার্তিন দে পোরে জেলায় এক পুলিশ সদস্য টেডি বিয়ারের পোশাক পরে ভালোবাসা দিবসের উপহার নিয়ে হাজির হন এক মাদক কারবারীর বাড়ির সামনে। এ সময় ওই নারী বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে মাটিতে ফেলে হাতকড়া পরায় পুলিশ সদস্যটি। পরে আরেক নারীকে আটক করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এই ঘটনার একটি ভিডিও সংযুক্ত করেছে প্রতিবেদনের সঙ্গে।
ভালোবাসা দিবসে এমন ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনাও দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিবিসির ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিযানের অংশ হিসাবে টেডি বিয়ারের পোশাকে এক পুলিশ সদস্য উপহার নিয়ে অভিযুক্ত মাদক কারবারীর বাড়ির সামনে যায়। উপহারের লোভ দেখিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে আনার হয়। এ সময় ওই নারী পুলিশের ফাঁদ বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাঁকে ধরাশায়ী করে ফেলা হয়।
পেরুর ন্যাশনাল পুলিশ এজেন্সির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, ওই নারীকে আটকের পর পুলিশ তাঁর বাড়ির ভেতরে একটি গদির নিচে মাদকের একটি ব্যাগ খুঁজে পায়। অভিযান শেষে দুই নারীকে আটক করা হয়েছে।
এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘ভি-ডে’। এমন অভিযান পেরুর আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রথম নয়। তারা এর আগে সান্তা ক্লজ এবং জনপ্রিয় সুপারহিরো চরিত্রের উৎসবে ছদ্মবেশ ধরে অপরাধী ধরেছে। মাদক কারবারীদের ধরতে তাদের এমন নতুন ও কৌশলী পদ্ধতি শুধু ইতিবাচকতাই সৃষ্টি করেনি বরং জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা ও বিনোদনের জন্ম দিয়েছে।
তবে সর্বশেষ পরিচালিত অভিযানে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে তা স্পষ্ট নয়।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
২ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৫ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
৭ দিন আগেবিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকা
৮ দিন আগে