Ajker Patrika

মাত্র ৪৭ সেকেন্ডে চুল কেটে গিনেস রেকর্ড

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬: ২৪
মাত্র ৪৭ সেকেন্ডে চুল কেটে গিনেস রেকর্ড

একটি ভালো চুলের কাট যে কারও মুখের আদলই বদলে দিতে পারে। আর একটি সুন্দর কাটের জন্য নিয়ে আসতে অনেক ধৈর্য লাগে। চুলের ছাঁটকে একধরনের শিল্পও বলা যায়। সুন্দর একটি চুলের কাট দেওয়ার জন্য হেয়ার স্টাইলিস্টদের অনেক ধৈর্যেরও প্রয়োজন হয়। সাধারণত একজনের চুল ছাঁটতে হেয়ার স্টাইলিস্টদের অন্তত আধা ঘণ্টা সময় লাগে।

কিন্তু এই ধারণার ঠিক বিপরীত এক কাণ্ড করে বসেছেন গ্রিসের এক নরসুন্দর। এক মিনিটেরও কম সময়ে চুল কাটতে পারার দক্ষতা দেখিয়ে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন গ্রিসের একজন হেয়ারড্রেসার। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে। এর প্রতিটি সেকেন্ড দেখার মতো। এতে দেখা যায়, এক ব্যক্তি মাত্র ৪৭.১৭ সেকেন্ডে চুল কেটে ফেলেন। সেলুনে থাকা সবাই হতবাক। 

দ্রুততম চুল কাটার এই রেকর্ডটি গ্রিসের এথেন্সে কনস্টান্টিনোস কৌতুপিস নামের এক হেয়ার স্টাইলিস্টের।

সম্প্রতি টুইটারে এই ভিডিওটি পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। আর এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে। কেউ কেউ বলছেন, ‘এটা কীভাবে ভালো হতে পারে?’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যার চুল কাটা হয়েছে, সে নিজেও খুশি নয়।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে এসব শুধু দেখানোর জন্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত