একটি ভালো চুলের কাট যে কারও মুখের আদলই বদলে দিতে পারে। আর একটি সুন্দর কাটের জন্য নিয়ে আসতে অনেক ধৈর্য লাগে। চুলের ছাঁটকে একধরনের শিল্পও বলা যায়। সুন্দর একটি চুলের কাট দেওয়ার জন্য হেয়ার স্টাইলিস্টদের অনেক ধৈর্যেরও প্রয়োজন হয়। সাধারণত একজনের চুল ছাঁটতে হেয়ার স্টাইলিস্টদের অন্তত আধা ঘণ্টা সময় লাগে।
কিন্তু এই ধারণার ঠিক বিপরীত এক কাণ্ড করে বসেছেন গ্রিসের এক নরসুন্দর। এক মিনিটেরও কম সময়ে চুল কাটতে পারার দক্ষতা দেখিয়ে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন গ্রিসের একজন হেয়ারড্রেসার।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে। এর প্রতিটি সেকেন্ড দেখার মতো। এতে দেখা যায়, এক ব্যক্তি মাত্র ৪৭.১৭ সেকেন্ডে চুল কেটে ফেলেন। সেলুনে থাকা সবাই হতবাক।
দ্রুততম চুল কাটার এই রেকর্ডটি গ্রিসের এথেন্সে কনস্টান্টিনোস কৌতুপিস নামের এক হেয়ার স্টাইলিস্টের।
সম্প্রতি টুইটারে এই ভিডিওটি পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। আর এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে। কেউ কেউ বলছেন, ‘এটা কীভাবে ভালো হতে পারে?’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যার চুল কাটা হয়েছে, সে নিজেও খুশি নয়।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে এসব শুধু দেখানোর জন্য।
একটি ভালো চুলের কাট যে কারও মুখের আদলই বদলে দিতে পারে। আর একটি সুন্দর কাটের জন্য নিয়ে আসতে অনেক ধৈর্য লাগে। চুলের ছাঁটকে একধরনের শিল্পও বলা যায়। সুন্দর একটি চুলের কাট দেওয়ার জন্য হেয়ার স্টাইলিস্টদের অনেক ধৈর্যেরও প্রয়োজন হয়। সাধারণত একজনের চুল ছাঁটতে হেয়ার স্টাইলিস্টদের অন্তত আধা ঘণ্টা সময় লাগে।
কিন্তু এই ধারণার ঠিক বিপরীত এক কাণ্ড করে বসেছেন গ্রিসের এক নরসুন্দর। এক মিনিটেরও কম সময়ে চুল কাটতে পারার দক্ষতা দেখিয়ে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন গ্রিসের একজন হেয়ারড্রেসার।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে। এর প্রতিটি সেকেন্ড দেখার মতো। এতে দেখা যায়, এক ব্যক্তি মাত্র ৪৭.১৭ সেকেন্ডে চুল কেটে ফেলেন। সেলুনে থাকা সবাই হতবাক।
দ্রুততম চুল কাটার এই রেকর্ডটি গ্রিসের এথেন্সে কনস্টান্টিনোস কৌতুপিস নামের এক হেয়ার স্টাইলিস্টের।
সম্প্রতি টুইটারে এই ভিডিওটি পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। আর এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে। কেউ কেউ বলছেন, ‘এটা কীভাবে ভালো হতে পারে?’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যার চুল কাটা হয়েছে, সে নিজেও খুশি নয়।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে এসব শুধু দেখানোর জন্য।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫