অনলাইন ডেস্ক
একটি ভালো চুলের কাট যে কারও মুখের আদলই বদলে দিতে পারে। আর একটি সুন্দর কাটের জন্য নিয়ে আসতে অনেক ধৈর্য লাগে। চুলের ছাঁটকে একধরনের শিল্পও বলা যায়। সুন্দর একটি চুলের কাট দেওয়ার জন্য হেয়ার স্টাইলিস্টদের অনেক ধৈর্যেরও প্রয়োজন হয়। সাধারণত একজনের চুল ছাঁটতে হেয়ার স্টাইলিস্টদের অন্তত আধা ঘণ্টা সময় লাগে।
কিন্তু এই ধারণার ঠিক বিপরীত এক কাণ্ড করে বসেছেন গ্রিসের এক নরসুন্দর। এক মিনিটেরও কম সময়ে চুল কাটতে পারার দক্ষতা দেখিয়ে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন গ্রিসের একজন হেয়ারড্রেসার।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে। এর প্রতিটি সেকেন্ড দেখার মতো। এতে দেখা যায়, এক ব্যক্তি মাত্র ৪৭.১৭ সেকেন্ডে চুল কেটে ফেলেন। সেলুনে থাকা সবাই হতবাক।
দ্রুততম চুল কাটার এই রেকর্ডটি গ্রিসের এথেন্সে কনস্টান্টিনোস কৌতুপিস নামের এক হেয়ার স্টাইলিস্টের।
সম্প্রতি টুইটারে এই ভিডিওটি পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। আর এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে। কেউ কেউ বলছেন, ‘এটা কীভাবে ভালো হতে পারে?’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যার চুল কাটা হয়েছে, সে নিজেও খুশি নয়।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে এসব শুধু দেখানোর জন্য।
একটি ভালো চুলের কাট যে কারও মুখের আদলই বদলে দিতে পারে। আর একটি সুন্দর কাটের জন্য নিয়ে আসতে অনেক ধৈর্য লাগে। চুলের ছাঁটকে একধরনের শিল্পও বলা যায়। সুন্দর একটি চুলের কাট দেওয়ার জন্য হেয়ার স্টাইলিস্টদের অনেক ধৈর্যেরও প্রয়োজন হয়। সাধারণত একজনের চুল ছাঁটতে হেয়ার স্টাইলিস্টদের অন্তত আধা ঘণ্টা সময় লাগে।
কিন্তু এই ধারণার ঠিক বিপরীত এক কাণ্ড করে বসেছেন গ্রিসের এক নরসুন্দর। এক মিনিটেরও কম সময়ে চুল কাটতে পারার দক্ষতা দেখিয়ে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন গ্রিসের একজন হেয়ারড্রেসার।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে। এর প্রতিটি সেকেন্ড দেখার মতো। এতে দেখা যায়, এক ব্যক্তি মাত্র ৪৭.১৭ সেকেন্ডে চুল কেটে ফেলেন। সেলুনে থাকা সবাই হতবাক।
দ্রুততম চুল কাটার এই রেকর্ডটি গ্রিসের এথেন্সে কনস্টান্টিনোস কৌতুপিস নামের এক হেয়ার স্টাইলিস্টের।
সম্প্রতি টুইটারে এই ভিডিওটি পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। আর এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে। কেউ কেউ বলছেন, ‘এটা কীভাবে ভালো হতে পারে?’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যার চুল কাটা হয়েছে, সে নিজেও খুশি নয়।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে এসব শুধু দেখানোর জন্য।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে